নমস্কার বন্ধুরা
বহুদিন পর আজ একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ফটোগ্রাফি গুলো বাড়ির আশপাশ থেকেই তোলা। ফটোগ্রাফি করতে আমি খুব একটা ভালো পারি না। তুই একটু আধটু চেষ্টা করি আরকি। যাইহোক, আশা করি ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে খারাপ লাগবে না। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক।
এটি হলো Thunbergia erecta। বাংলায় একে আমরা অনেকেই নীলঘন্টা ফুল বা নীলজবা ফুল বা নীলমণি ফুল বা নীলকান্ত ফুল ও বলে থাকি। আমি অবশ্য এই ফুল গাছটি প্রায় দু 'বছর আগে একটি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। তখন আমার গাছ লাগাতে খুবই ভালো লাগতো। ছোট ছোট কয়েকটি গাছ লাগিয়েও ছিলাম বাড়ির উঠোনে। তার মধ্যে কিছু কিছু বেঁচে আছে, আর কিছু কিছু মারা গিয়েছিল। যে গাছ গুলি বেঁচে আছে তার মধ্যে এটি একটি। এই ফুল গাছটি হয়তো আপনাদের অনেকেরই অচেনা। আমারও অবশ্য প্রথমে অচেনাই ছিল। নার্সারি থেকে যখন কিনে এনেছিলাম তখন একে আমি নীল জবা বলেই চিনতাম। পরে গুগলে সার্চ করে, এর আরো বেশ কয়েকটি নাম দেখতে পেলাম।
এই ফুল প্রায় সারা বছর ফুটে থাকে। একে আমরা পুজোর কাজেও ব্যবহার করে থাকি। তবে এই বছর দেখলাম অনেক বেশি পরিমাণে ফুলগুলি ফুটেছে। সারা বছর এই ফুল ফুটলেও, গ্রীষ্মকালে অধিক পরিমাণে ফোটে। তবে শীতকালেও দেখছি পুরো গাছ ভর্তি করে ফুল ফুটেছে। এই গাছ অনেকে টবেও লাগিয়ে থাকে, আবার অনেকে মাচা তৈরি করে লতার আকারে বাড়িয়ে তোলে । আমি অবশ্য প্রথমে টবে, তারপর কিছুদিন পর গাছটি একটু বড় হয়ে গেলে মাটিতেই গাছটি লাগিয়ে ছিলাম। কারণ এই গাছটি প্রায় ঝোপের আকারে বেড়ে ওঠে।
উচ্চতায় খুব বেশি একটা বড় হয় না গাছ গুলি। বিভিন্ন রঙের হয়ে থাকে এই ফুল গুলি। তবে এই প্রজাতির নীল আর বেগুনি রং এর ফুলগুলি বেশি চোখে পড়ে। এই ফুলের গাছ গুলিকে সবসময় রৌদ্রজ্জ্বল স্থানে লাগানো উচিত। তাহলে সূর্যের আলোয় এটি দ্রুত বেড়ে ওঠে আর অধিক পরিমাণে পুষ্প প্রস্ফুটিত করে। পাঁচটি পাঁপড়ি যুক্ত এই ফুলগুলি ঘন্টা আকৃতির বলে, এটি নীলঘন্টা নামে পরিচিত হয়েছিল।
এটি হলো আমাদের সকলের অতি পরিচিত গোলাপ ফুলের ফটোগ্রাফি। গোলাপ ফুল অবশ্য বহু রঙের হয়ে থাকে , যেমন- লাল, নীল, হলুদ, কালো, সাদা, গোলাপি ইত্যাদি। তবে এর মধ্য থেকে লাল রঙের গোলাপ ফুল সবচেয়ে বেশি চোখে পড়ে, আর দেখতেও সবচেয়ে বেশি ভালো লাগে। এই ফুলের গাছটি আমি প্রায় চার থেকে পাঁচ বছর আগে বাড়ির উঠোনে লাগিয়েছিলাম। একটি নার্সারি থেকে কয়েকটি গোলাপ ফুলের গাছ কিনে এনেছিলাম, তার মধ্য থেকে হাজারী গোলাপের এই গাছ গুলো এখনো বেঁচে আছে । নিজের হাতে লাগানো গাছ গুলিতে ফুল ফুটলে তা দেখতে যেন আরো বেশি ভালো লাগে।
যাইহোক, এগুলি হল হালকা গোলাপি রঙের গোলাপ ফুলের ফটোগ্রাফি। ফুলগুলি দেখতে আমার কাছে বেশ ভালো লাগছিল। শীতকালে এই ফুলগুলি প্রতিদিন বেশ কয়েকটি সংখ্যায় ফোটে। দেখতে বেশ ভালোই লাগে ফুলগুলি । তবে আকারে অনেকটাই ছোট। গাছগুলি উচ্চতায় বেশ ভালোই বেড়ে উঠেছে এই কয়েক বছরে। তবে ফটোগ্রাফি করতে গিয়ে দেখলাম ফুলগুলিতে ছোট ছোট মাকড়সা বাসা বেঁধেছে।
উপরের গোলাপ ফুল দুটির মত এই ফুল দুটিও হাজারী গোলাপ নামে পরিচিত। পাশাপাশি এই দুটি গাছ বেড়ে উঠেছে।তবে উপরের ফুল দুটির তুলনায় এই ফুল দুটির রং সামান্য গাঢ় এবং আকৃতিতেও সামান্য ছোট। একই জায়গায় একই রকম দুটি গাছ হওয়া সত্ত্বেও দুটি গাছের ফুলের মধ্যে আকৃতি এবং রঙের দিক থেকে বেশ পার্থক্য রয়েছে।আমার কাছে অবশ্য হালকা রঙের উপরের ওই বড় গোলাপ ফুল দুটিকেই বেশি ভালো লেগেছে।
পোস্ট বিবরণ | ফোটোগ্রাফি |
---|---|
ডিভাইস | poco m6 pro |
ফটোগ্রাফার | @pujaghosh |
আসলে আপু বারের উঠানে ফুলের বাগান থাকলে খুবই ভালো লাগে বিশেষ করে পরিবেশটা দেখতে বেশ সুন্দর লাগে এছাড়াও বাড়ির আঙিনতা তো সেই আকর্ষণীয় লাগে। তবে আপনি আপনার বাড়ির ওখান থেকে বেশ কয়েকটি সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন যার মধ্যে গোলাপ ফুল ফটোগ্রাফিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন ৷ আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ৷ প্রত্যেকটা ফটোগ্রাফি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কিছু ফুলে ফটোগ্রাফি সুন্দর ভাবে শেয়ার করার জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাড়ির উঠানে এত সুন্দর ফুলের গাছ হয়েছে জেনে বেশ ভালো লাগলো। ফুলগুলো তো চমৎকার ছিল আপু। বেশ কয়েক ধরনের চমৎকার সব ফুল রয়েছে দেখছি। অনেক ভালো লাগলো আমার আপনার এই পোস্ট দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাড়ির উঠান থেকে খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। নীল মনি ফুল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই ফুল পুজো করতে লাগে আসলে এবার আরো বেশি দেখতে পেয়েছেন, আর এই ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি তো দেখতেছি বাড়ির আশপাশ থেকে বেশ চমৎকার ফুলের ফটোগ্রাফি করেছেন। তবে আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। সত্যি বলতে আপনি খুব চমৎকার ফটোগ্রাফি করেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে ফটোগ্রাফি করে আমাদের মাঝে বর্ণনা দিয়ে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি তো বেশ চমৎকার ফটোগ্রাফি করেছেন। বাড়ির উঠোনে থেকে চমৎকার ফুল গাছের ফটোগ্রাফি করলেন। ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক এবং ফুল সবাই ভালবাসে। দুই বছর আগে ফুল গাছটি নার্সারি বাগান থেকে কিনে নিয়ে আসলেন এখন গাছের মধ্যে ফুল ফুটতেছে সত্যি অনেক ভালো। চমৎকার ফুল গুলো ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাড়ির উঠোন থেকে তো বেশ সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আপনি করেছেন। ফটোগ্রাফি গুলো দেখতে বেশ চমৎকার লাগছে। বাড়ির উঠোনে বা বাড়ির আশেপাশে ফুল গাছ লাগালে দেখতে খুবই ভালো লাগে বাড়ির সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পায়। আপনার ফটোগ্রাফি করা ফুল গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit