//রেসিপি// ডেট বার//

in hive-129948 •  last year 

নমস্কার বন্ধুরা


আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভালো আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।

আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আবারো নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি নাম হল "ডেট বার"। এই রেসিপিটি আমার খুবই প্রিয়। প্রায়ই তৈরি করে থাকি বাড়িতে। অবসর সময়ে এগুলো খেতে বেশ ভালই লাগে। তাই আজ ভাবলাম এই রেসিপিটি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করবো। তাই তৈরি করেই ফেললাম।

চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক।


InShot_20230516_212534837.jpg

এটি হলো আমার আজকের তৈরি রেসিপি।

উপকরণপরিমাণ
খেজুর২৫০ গ্রাম
বাদাম১০০ গ্রাম
তিল২৫ গ্রাম
কিসমিসসামান্য

প্রস্তুত প্রণালী

InShot_20230516_212135605.jpg

প্রথমেই নিয়ে নিয়েছি আমার প্রয়োজনীয় উপকরণ গুলি - খেজুর, বাদাম, তিল আর কিসমিস।

InShot_20230516_212245775.jpg

এবার একটি খালি কড়াইতে বাদাম গুলোকে ভেজে নিয়ে ,খোসা ছাড়িয়ে ,মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নিলাম।

InShot_20230516_212354466.jpg

খেজুর গুলোর বীজ ছাড়িয়ে হামানদিস্তায় সামান্য পরিমাণে পিষে নিয়েছি। আর তিল গুলোকে কড়াইতে দিয়ে ,ভালো করে ভেজে নিয়ে,একটি প্লেটে নামিয়ে নিয়েছি।

InShot_20230516_212451463.jpg

এরপর পিষে নেওয়া খেজুর গুলোর মধ্যে অল্প অল্প করে বাদামের গুঁড়ো মিশিয়ে ,একটি করে লম্বা বার তৈরি করে নিয়েছি। বার গুলোর উপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা তিল। এরপর নিজের পছন্দ মত করে কেটে নিয়েছি। আর এভাবেই তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ডেট বার।

InShot_20230516_212608485.jpg

InShot_20230516_212534837.jpg

এরপর রেসিপিটিকে একটি প্লেটে সাজিয়ে নিয়ে পরিবেশন করে নিয়েছি। এটি ছিল অত্যন্ত সহজ আর চট জলদি একটি রেসিপি, আপনারাও বাড়িতে চেষ্টা করতে পারেন।
ডিভাইসrealme 8i
লোকেশনবারাসাত
আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি ।ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারো নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

অনেক ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন।রেসিপি টি দেখতে খুবই লোভনীয় হয়েছে।রেসিপি টি দেখে জিভে জল চলে এল। ধন্যবাদ আপনাকে এত লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য।আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

আমার তৈরি রেসিপিটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।

বাহ্! এককথায় দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করেছেন আপু। সব পুষ্টিকর উপকরণ দিয়ে তৈরি করা ডেট বার রেসিপি দেখতে বেশ লোভনীয় লাগছে। এর আগে কখনো এই রেসিপি দেখিনি। সেই হিসেবে আপনার রেসিপিটা আমার কাছে খুব ইউনিক লেগেছে। বিকেলের নাস্তায় এমন রেসিপি খেতে বেশ ভালোই লাগবে। যাইহোক এমন মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

সব পুষ্টিকর উপাদান দিয়ে তৈরি আমার আজকের রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই ।অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

আপু আপনার এই রেসিপি আমার কাছে অনেক ইউনিক লেগেছে। আমি কখনো এর নাম শুনিনি। তবে আপনার রেসিপি দেখে বুঝতে পারছি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। খেজুর দিয়ে আপনি খুব মজাদার রেসিপি তৈরি করেছেন।আমি অবশ্যই বাসায় এই রেসিপি তৈরি করার চেষ্টা করবো। ধন্যবাদ মজাদার ও ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।

আপনি রেসিপিটি দেখে আপনি একদিন বাড়িতে তৈরি করার চেষ্টা করবেন, জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

দিদি আপনিতো অনেক সুন্দর একটি ইউনিক খাবার তৈরি করেছেন।খেজুর আমার খুব পছন্দের একটি খাবার আর খেজুর,বাদাম,কিচমিচ দিয়ে মজার একটি খাবার তৈরি করেছেন তার উপর আবার তিল ছিটানো। সাজিয়ে গুজিয়ে সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি।

বাহ্! খেজুর আপনার অনেক প্রিয় খাবার আর তারই রেসিপি আমি তৈরি করেছি জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

নামটা বেশ ইউনিক রেসিপিটার 👌। তবে খাই নি তো কখনোই। সব মজার জিনিস গুলো এক সাথে করে বানানো। খেতে যে মজা হবে এটা একদম শতভাগ নিশ্চিত। প্রথমে ভেবেছিলাম বানাতে ঝামেলা বোধ হয় অনেক বেশি। কিন্তু সেটা নয়। আমার তো বেশ ভালো লাগলো সত্যি। তবে নিজে ট্রাই করার মত ভুল আমি জীবনেও করব না 🤪। বাড়ির পাশে হলে বিনা নিমন্ত্রণে চলে যেতাম 😊

অনেক সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ। তবে কথাটা শুনে খুবই হাসি পেল" একদমই ঝামেলা হীন একটি রেসিপি হওয়া সত্ত্বেও আপনি ট্রাই করার মতন ভুল করবেন না " হা হা হা। দারুন ছিল লাইনটা। বাড়ির পাশে হলেও একটি ছোট টুকরো দিতাম, বেশি বড় টুকরা দিতাম না😆🙈।

আসলে অন্য সব কিছু আমার সাথে ম্যাচ খেলেও, এই রান্না ব্যাপারটা আমার জোড়ালো প্রতিদ্বন্দ্বী,, আমাকে ভুল করেও জিততে দেবে না 😅😅 । আর আমি কিন্তু খুব অল্পতেই সন্তুষ্ট সব সময় 😊

বাহ্ তাহলে তো ভালোই হলো 🌚।

"ডেট বার" একা খেলে হবে...? আমাদেরও তো মাঝে মাঝে বানিয়ে খাওয়াতে পারো। 🤭

তবে তুমি এই জিনিস তৈরিতে যে যে উপকরণ দিয়েছো বিশেষ করে কিসমিস, বাদাম, খেজুর এগুলো দেখেই বোঝা যাচ্ছে যে টেস্ট কেমন হতে পারে। আমার তো দেখেই লোভ লেগে গেল, না জানি খেতে কেমন হয়েছে।

আসো আসো নিয়ে যাও। একা একা খাব না তবে 🤭।

হ্যাঁ, এই রেসিপিটির টেস্ট অনেক ভালো হয়েছিল। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।