নমস্কার বন্ধুরা
আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম "প্রিয় বন্ধু" গল্পটির পর্ব - ০৩ নিয়ে। এর আগে দুটি পোস্টে আমি এই গল্পটির প্রথম এবং দ্বিতীয় পর্ব আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছিল, আর আজকের পর্বটিও ভালো লাগবে।
চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক।
সৃজন তখন হঠাৎ এতো বড় একটা ধাক্কা পেয়ে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছিল। তাই সে কিছু না বলেই চুপচাপ সেখান থেকে চলে গেল। সৃজন কিছুটা স্তব্ধ হয়ে গেছে। তার বুকের ভিতর যেন অসহ্য একটা যন্ত্রণা কাজ করছে। সারারাত ধরে ঘুমানোর চেষ্টা করেও সৃজন কিছুতেই ঘুমাতে আসছে না। পুরোনো অনেক স্মৃতি যেন তাকে বার বার ফিরে ফিরে ডাকছে। মনে পড়ছে তার সেই ছোট্ট বেলার প্রিয় বন্ধু ছোট্ট শ্রী এর মুখটা। বার বার মনে চাইছে শ্রী এর সাথে কথা বলে তাকে সবকিছু জানানোর। কিন্তু এত বছর পর শ্রী কি আবারও ফিরবে তার কাছে? আবারও কী শ্রী এর প্রিয় বন্ধু হয়ে উঠতে পারবে সৃজন? এসব নানা প্রশ্ন সৃজনকে যেন তাড়া করে বেড়াচ্ছে। কিন্তু কোন মুখে সৃজন এতো বছর পর তার অনেক বছর আগে ফেলে রেখে আসা ছোট্ট শ্রী এর সামনে, দাঁড়াবে ?
এইভাবেই আরও একটা বছর কেটে গেল। এখনও সৃজন শ্রী এর সামনে গিয়ে দাঁড়াতে পারলো না ,কিছুটা ভয়ে , কিছুটা লজ্জায় আর কিছুটা নিজের প্রতি ঘৃণায়। তারপর সাহস করে একদিন সৃজন, শ্রী কে ফোন করেই ফেললো। শ্রী তো অবাক হয়ে গেছে, তার সৃজন তাকে ফোন করছে এর থেকে খুশি আর কি হতে পারে তার কাছে?
ফোন ধরে শ্রী কিছু বললো না । এইদিকে সৃজনও সাহস করে উঠতে পারছে না সে কী বলবে? তারপর কিছুক্ষন স্তব্ধ থেকে সৃজন শ্রী কে বললো " দেখা করবি একদিন?" শ্রী তো কিছু বলার ভাষা পাচ্ছে না। কারণ সে তো এতো বছর ধরে সৃজনের অপেক্ষা করছিল। তার কাছে এটা কত বড় পাওয়া বুঝতেই পারছেন। তাও কিছুটা গম্ভীরতা নিয়েই ফোনের ওপার থেকে উত্তর এল " কোথায় দেখা করতে হবে?" সৃজন বললো "আমাদের সেই ছোট্ট বেলার খেলার মাঠটাতে
দেখা করা যায় না"? শ্রী বললো"হ্যাঁ। কিন্তু কবে দেখা করতে হবে?" সৃজন বললো"কালকে বিকেলে দেখা করতে পারি না? শ্রী বললো"ঠিক আছে "।
এরপর আসল সেইদিন, যার জন্য শ্রী এতোগুলো বছর ধরে অপেক্ষা করছিল।আবারও সেই ছোট্ট বেলার মতো তারা একে অপরের সাথে সেই মাঠটিতে দেখা করবে আজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যাক সৃজন তাহলে ধাক্কা খেয়ে আবার শ্রীর কাছে ফিরে এলো। আসলে সৃজনের জন্য এটা দরকার ছিল, তা না হলে ভালবাসার কষ্ট কিভাবে বুঝবে।যাইহোক অবশেষে শ্রী তার প্রিয় বন্ধুকে ফিরে পাবে এটাই অনেক বড় পাওয়া শ্রীর। দেখা যাক দুজনে সেই ছোটবেলায় ফিরে গিয়ে কি হয়।পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু। অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটা মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit