"প্রিয় বন্ধু" পর্ব - ০৩

in hive-129948 •  2 years ago 

নমস্কার বন্ধুরা

আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও ভালো আছি।

আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম "প্রিয় বন্ধু" গল্পটির পর্ব - ০৩ নিয়ে। এর আগে দুটি পোস্টে আমি এই গল্পটির প্রথম এবং দ্বিতীয় পর্ব আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছিল, আর আজকের পর্বটিও ভালো লাগবে।

চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক।

download.jpeg
সোর্স

সৃজন অনেক আশা নিয়ে উষা কে তার মনের কথা জানালেও , উষা সেটাকে পরোয়া না করেই এক মুহূর্তে হেসে সবটা উড়িয়ে দিল। আর সৃজনকে বলে দিল - "বন্ধু থেকে বেশি কিছু হওয়ার চেস্টা করিস না, তবে ওই বন্ধুত্ব টুকুও আর থাকবে না "। এটা শোনার পর সৃজনের চোখের কোণে যেন এক ফোঁটা জল চলে এল। তার মন টা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আর সেটাই স্বাভাবিক। আসলে সৃজন অনেকটা জড়িয়ে ফেলেছিল নিজেকে উষার সাথে। তার সবচাইতে প্রিয় মানুষ হয়ে উঠেছিল উষা । আর প্রিয় মানুষের থেকে আঘাত পাওয়ার অনুভূতি টা কেমন হয়, সেটা তো আমরা সকলেই কম বেশি জানি।

সৃজন তখন হঠাৎ এতো বড় একটা ধাক্কা পেয়ে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছিল। তাই সে কিছু না বলেই চুপচাপ সেখান থেকে চলে গেল। সৃজন কিছুটা স্তব্ধ হয়ে গেছে। তার বুকের ভিতর যেন অসহ্য একটা যন্ত্রণা কাজ করছে। সারারাত ধরে ঘুমানোর চেষ্টা করেও সৃজন কিছুতেই ঘুমাতে আসছে না। পুরোনো অনেক স্মৃতি যেন তাকে বার বার ফিরে ফিরে ডাকছে। মনে পড়ছে তার সেই ছোট্ট বেলার প্রিয় বন্ধু ছোট্ট শ্রী এর মুখটা। বার বার মনে চাইছে শ্রী এর সাথে কথা বলে তাকে সবকিছু জানানোর। কিন্তু এত বছর পর শ্রী কি আবারও ফিরবে তার কাছে? আবারও কী শ্রী এর প্রিয় বন্ধু হয়ে উঠতে পারবে সৃজন? এসব নানা প্রশ্ন সৃজনকে যেন তাড়া করে বেড়াচ্ছে। কিন্তু কোন মুখে সৃজন এতো বছর পর তার অনেক বছর আগে ফেলে রেখে আসা ছোট্ট শ্রী এর সামনে, দাঁড়াবে ?

এইভাবেই আরও একটা বছর কেটে গেল। এখনও সৃজন শ্রী এর সামনে গিয়ে দাঁড়াতে পারলো না ,কিছুটা ভয়ে , কিছুটা লজ্জায় আর কিছুটা নিজের প্রতি ঘৃণায়। তারপর সাহস করে একদিন সৃজন, শ্রী কে ফোন করেই ফেললো। শ্রী তো অবাক হয়ে গেছে, তার সৃজন তাকে ফোন করছে এর থেকে খুশি আর কি হতে পারে তার কাছে?

ফোন ধরে শ্রী কিছু বললো না । এইদিকে সৃজনও সাহস করে উঠতে পারছে না সে কী বলবে? তারপর কিছুক্ষন স্তব্ধ থেকে সৃজন শ্রী কে বললো " দেখা করবি একদিন?" শ্রী তো কিছু বলার ভাষা পাচ্ছে না। কারণ সে তো এতো বছর ধরে সৃজনের অপেক্ষা করছিল। তার কাছে এটা কত বড় পাওয়া বুঝতেই পারছেন। তাও কিছুটা গম্ভীরতা নিয়েই ফোনের ওপার থেকে উত্তর এল " কোথায় দেখা করতে হবে?" সৃজন বললো "আমাদের সেই ছোট্ট বেলার খেলার মাঠটাতে
দেখা করা যায় না"? শ্রী বললো"হ্যাঁ। কিন্তু কবে দেখা করতে হবে?" সৃজন বললো"কালকে বিকেলে দেখা করতে পারি না? শ্রী বললো"ঠিক আছে "।

এরপর আসল সেইদিন, যার জন্য শ্রী এতোগুলো বছর ধরে অপেক্ষা করছিল।আবারও সেই ছোট্ট বেলার মতো তারা একে অপরের সাথে সেই মাঠটিতে দেখা করবে আজ।

( চলবে.....)

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

যাক সৃজন তাহলে ধাক্কা খেয়ে আবার শ্রীর কাছে ফিরে এলো। আসলে সৃজনের জন্য এটা দরকার ছিল, তা না হলে ভালবাসার কষ্ট কিভাবে বুঝবে।যাইহোক অবশেষে শ্রী তার প্রিয় বন্ধুকে ফিরে পাবে এটাই অনেক বড় পাওয়া শ্রীর। দেখা যাক দুজনে সেই ছোটবেলায় ফিরে গিয়ে কি হয়।পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকলাম।

হ্যাঁ আপু। অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটা মন্তব্য করার জন্য।