নমস্কার বন্ধুরা
আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি, দীপাবলি সম্পর্কে একটি জেনারেল রাইটিং নিয়ে। এই ধরনের জেনারেল রাইটিংগুলো লিখতে আমার কাছে খুবই ভালো লাগে। তাই আমি সবসময় চেষ্টা করি বিভিন্ন উৎসবের দিনে সেই বিষয়কে কেন্দ্র করে একটি জেনারেল রাইটিং লেখার। সেই চেষ্টা থেকেই যতটুকু পারি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি বিভিন্ন তথ্য। আজ যেহেতু আলোর উৎসব দীপাবলি, তাই সেই আলোর উৎসবকে কেন্দ্র করেই আমার এই লেখা। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। আশা করি আমার আজকের লেখাটি আপনাদের কাছে ভালো লাগবে।
দীপাবলি হল আলোর উৎসব। এই দীপাবলি শব্দের অর্থ হলো প্রদীপের সমষ্টি। অর্থাৎ , অনেক গুলো প্রদীপের সমন্বয়। প্রতিবছর কার্তিক মাসে কালীপুজোর দিন এই উৎসব পালন করা হয়। প্রতিবছর একই দিনে কালীপুজো, দীপাবলি আর কিছু কিছু বাড়িতে লক্ষ্মীপূজাও করা হয় । দীপাবলিকে আলোর উৎসব বলা হয় কারণ, এই দিনে রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেক বাড়িতে বাড়িতে নানা রঙের আলোর ছড়াছড়ি ঘটে। মূলত মানুষের জীবন থেকে সমস্ত অন্ধকারকে দূর করে, আলোয় ভরিয়ে তোলার জন্যই ,এই উৎসবের প্রচলন ঘটে বলে জানা যায়।
দীপাবলীর আগের দিন থেকেই আলোর উৎসব দেখা দেয়। দীপাবলীর আগের দিন থাকে ভূত চতুর্দশী। এই দিনে প্রত্যেক ঘরে ঘরে ১৪ রকমের শাক খেয়ে, সন্ধ্যার সময় ১৪ প্রদীপ দেওয়ার নিয়ম আছে। এইটা মূলত আমাদের পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানোর জন্যই পালন করা হয়। সেইজন্য প্রদীপ দেওয়ার সময় আমাদের যে সকল পূর্বপুরুষেরা গত হয়েছেন , তাদের নাম করে করে প্রদীপ দেওয়া হয়। কোনো কোনো বাড়িতে আবার দীপাবলীর দিন প্রদীপ দেওয়ার নিয়ম আছে। আবার কারো কারো বাড়িতে মোমবাতি আর প্রদীপ দুটোই একসাথে দেওয়ার নিয়ম আছে।
এইদিনে ঘরে ঘরে প্রদীপ আর মোমবাতির ছড়াছড়ি তো থাকেই , সাথে থাকে বিভিন্ন ধরনের রঙিন আলোর সমারহ। রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত বাড়িগুলো যেন নানা রঙে সেজে ওঠে । সেগুলো দেখতে যেমন ভালো লাগে, ঠিক তেমনি সাজাতেও কিন্তু খুব ভালো লাগে। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রাও কিন্তু খুব আনন্দের সঙ্গে এই দীপাবলিতে বিভিন্ন ধরনের বাজি, যেমন - তারা বাজি, রং মশাল, ফানুস, রকেট, ঘট বাজি, চরকা বাজি ইত্যাদি ফাটায়।
পোস্ট বিবরণ | জেনারেল রাইটিং |
---|---|
ডিভাইস | realme 8i |
ফটোগ্রাফার | @pujaghosh |
তারিখ | ১২/১১/২০২৩ |
দিদি আপনাকে প্রথমে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনি ঠিক বলেছেন দিদি দীপাবলি হলো আলোর উৎসব। আলোর উৎসবের সাথে সাথে প্রার্থনা করা হয়। দীপাবলি উৎসব সম্পর্কে আপনার অনুভূতি পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পোস্টটি পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit