নমস্কার বন্ধুরা
আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আবারো নতুন একটি পোস্ট নিয়ে। আমি আজকে মূলত একটি গল্প লেখার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে সেটি খারাপ লাগবে না। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক।
রাত তখন প্রায় দুটো বাজে , হটাৎ করেই মোবাইল ফোনের নোটিফিকেশনের আওয়াজে ঘুম ভেঙে গেল প্রিয়ার। ফোনটা হাতে নিয়ে দেখলো কেউ একজন তাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে , ঘুম ঘুম চোখে মোবাইল ফোনটা উল্টে রেখে আবার ঘুমিয়ে গেল প্রিয়া। সকালে ঘুম থেকে উঠেও সে খুব একটা গুরুত্ব দেয়নি বিষয়টাকে। সে তার নিজের মত সারাদিন কাজ করলে যাচ্ছিল। কিন্তু সারাদিন কাটার পর সন্ধ্যের দিকে, একটা ম্যাসেজ রিকুয়েস্ট আসলো প্রিয়ার মেসেঞ্জারে , সেখানে লেখা ছিল " ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করো, না হলে বিপদে পড়বে"। প্রিয়া তখনও খুব একটা গুরুত্ব দিলো না বিষয়টাকে ভাবল কেউ হয়তো বিরক্ত করার জন্য এরকম করছে।
এদিকে আবার প্রায় এক সপ্তাহ ধরে মুখে কালো কাপড় বেঁধে , একটি ছেলে প্রিয়ার পিছু নিচ্ছে প্রায় প্রতিনিয়তই কলেজ থেকে ফেরার পথে। এই বিষয়টা নিয়ে প্রিয়া একটু চিন্তিত। তবে বাড়িতে বৃদ্ধ বাবা মাকে আর কিছু বলেনি এই বিষয়ে। পিছু নেওয়া সেই ছেলেটি, হঠাৎ করেই প্রিয়ার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকতে লাগলো। তখন বাধ্য হয়েই প্রিয়া তার বাবা মাকে সবকিছু খুলে বলেছে, প্রথমে তার বাবা-মা তাকে বেশ কিছুটা বকাবকি করল তাদেরকে আগে থেকে কিছু না জানানোর জন্য । তারপর প্রিয়ার ঘরের জানলার সামনে এসে তার বাবা ছেলেটিকে কিছুটা ধমক দিয়ে তাড়িয়ে দিল।
কিন্তু সেদিন আবার রাত দশটার দিকে প্রিয়ার ফোনে সেই একই আইডি থেকে মেসেজ আসলো," কাজটা কিন্তু ঠিক করলে না , এরপর আরও বিপদ হবে"। এই মেসেজ দেখার পর প্রিয়ার আর বুঝতে বাকি রইল না রাস্তায় ফলো করা ওই ছেলেটাই ফেসবুকের এই একই ছেলে। সাথে সাথে প্রিয়া ছেলেটিকে ব্লক করে দিল। বাড়িতে সবকিছু বলার পর প্রিয়ার বাবা সিদ্ধান্ত নিলেন, এখন থেকে তিনিই মেয়েকে কলেজ থেকে বাড়িতে নিয়ে আসবেন। ঠিক সেই মতোই, পরবর্তী দিনে যখন কলেজ ছুটি হল প্রিয়া তার বাবার জন্য অপেক্ষা করছিল, তারপর তার বাবার সাথে কলেজ থেকে বাড়ি ফিরেছিল। তবে এই সব কিছুই ওই ছেলেটির নজর এড়ায়নি।
ছেলেটি তখন পরবর্তী দিনে কলেজ ছুটির বদলে , কলেজে যাওয়ার সময় প্রিয়ার পথ আটকাবে বলে ঠিক করল। সেই মতো পরের দিন , ছেলেটি চলেও গেল সকাল সকাল কলেজের গেটের সামনে। প্রিয়া কলেজে ঢোকার সময় সে তার পথ আটকে বলল , " সে তার প্রস্তাবে রাজি কিনা ?" এরকম একটা পরিস্থিতিতে অনেকটা ভয় পেয়ে প্রিয়া প্রায় কেঁদেই ফেলছিল, কিন্তু শেষ পর্যন্ত চোখের জল আটকে উত্তর দিল" না"। সাথে সাথে ছেলেটি তার মুখের কালো কাপড়টি খুলে দিল, প্রিয়া তখন তার সেই চেনা মুখটি দেখে ভয়ে থতমত খেয়ে গেল।
পোস্ট বিবরণ | গল্প লিখন |
---|
প্রথমত একেবারে গল্পের সাথে ম্যাচ করে ফটোগ্রাফি করেছেন এটা বেশ ভালো লাগলো। কিন্তু আমার কথা হচেছ যে এমন জায়গায় কেন গল্পটি শেষ করতে হবে? মনের ভিতর শুুধুই কুচুর মুচুর করছে। কবে দিবেন বাকীটুকু? জানাবেন তো। আমার কিন্তু প্রিয়ার জন্য বেশ খারাপ লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দ্বিতীয় পর্বটি আজকে পোস্ট করেছি আপু। পড়ে দেখবেন আশা করি ভালো লাগবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেনা মুখটি নিশ্চই প্রিয়ার প্রিয়জনের মুখ ছিলো।এভাবে মেসেজ করলে তো ভয় পাওয়ারি কথা।আর আসলে প্রথম অবস্থায় বাবা,মাকে কেউ এসব বিষয় বলতে চায় না কিন্তুু অতিরিক্ত ভয় পেলে বলতেই হয়।সেরকম প্রিয়ার ক্ষেত্রেও হয়েছিলো।পোষ্ট টি বেশ ভালোই লাগলো।ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু, চেনা মুখটি প্রিয়ার প্রিয় মানুষেরই ছিল ।পরবর্তী পর্বটি পোস্ট করেছি , পড়লে ভালো লাগবে আপনার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবশেষে এসে আগ্রহটা রয়ে গেল আসলে প্রিয়া কার মুখ দেখেছিল আর মুখ দেখার পরে কেনই বা খতমত খেয়ে গেল, পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম দিদি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পরবর্তী পর্বটি পোস্ট করেছি ভাই । পড়লে আপনার ভালো লাগবে আশা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি, "ফ্রেন্ড রিকোয়েস্ট" গল্পের প্রথম পর্ব টা পড়ে বেশ ইন্টারেস্টিং লাগল। মুখে কালো কাপড় বেঁধে রাখা সেই ছেলেটি যে কে সেটা জানার আগ্রহ বেড়ে গেল। ছেলেটির এমন অদ্ভুত কাজে প্রিয়ার ভয় পাওয়াটা স্বাভাবিক। যে কারো সাথেই এমন ঘটনা ঘটলে সে ভয় পেয়ে যাবে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পরবর্তী পর্বটি পোস্ট করেছি ভাই, আশা করি দ্বিতীয় পর্বটিও আপনার কাছে বেশ ভালো লাগবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit