নমস্কার বন্ধুরা
আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি, ফটোগ্রাফি পোষ্ট নিয়ে। সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট করার চেষ্টা করি। সেই ধারাবাহিকতা থেকেই আজকের এই পোস্ট। এই ফটোগ্রাফি গুলো আমি করেছিলাম দীঘার সমুদ্র সৈকতের নিকট অবস্থিত হেনরি আইল্যান্ড থেকে।যখন আমরা দীঘা ঘুরতে গিয়েছিলাম, এই যায়গা থেকেও ঘুরে এসেছিলাম । আশা করি ফোটোগ্রাফি গুলো আপনাদের কাছে খারাপ লাগবে না। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক।
হেনরি আইল্যান্ডের সব থেকে সুন্দর এবং আকর্ষণীয় জায়গা এটি। কারণ এর এক পাশে হল সমুদ্রের নোনা জল আর অন্য পাশে হল হালকা পরিমাণ মিষ্টি জল। যেখানে সাধারণত চিংড়ি মাছের চাষ করা হয়। বিকাল হওয়ার সাথে সাথে আমরা এই জায়গায় ঘুরতে গেছিলাম। তখন সবেমাত্র সূর্য ডুবতে বসেছে এবং পরিবেশটা এতটাই সুন্দর লাগছিল যে বলে বোঝাতে পারবো না।
বলতে গেলে এই জায়গাটাকে সমুদ্রের মোহনা বলা যেতে পারে। সমুদ্র থেকে যত নৌকা বা ট্রলার মাছ ধরে এখানে আসে এবং সেখান থেকে বাজারজাত করা হয় দেশের বিভিন্ন প্রান্তে। আমার কাছে সব থেকে আকর্ষণীয় লেগেছিল এই জায়গার জল। এত সুন্দর এবং স্বচ্ছ ছিল, মনে হচ্ছিল ঝাঁপ দিয়ে স্নান করে আসি। যেহেতু আমরা নৌকার উপর ছিলাম এজন্য হয়তো আরো বেশি সুন্দর লাগছিল পরিবেশটা।
সমুদ্র থেকে বেশ কিছুটা ভেতরে গিয়ে জেলেদের বসত বাড়ি এগুলো। বাড়িগুলো খুবই সাধারণ তবে আশেপাশের পরিবেশটা সবথেকে বেশি আকর্ষণীয় ছিল। যেখানে ছিল গাছপালা, গরু ছাগল এবং ছোট ছোট পুকুর। যদিও এই বাড়িটা দেখতে অতটা আকর্ষণীয় নয় তবে ফটো তুলতে ইচ্ছে করছিল তাই আর কি। তবে আশ্চর্যের বিষয় হলো এই জায়গাগুলোতে বিদ্যুতের তেমন কোনো সুব্যবস্থা ছিল না।
এই ফটোটা হেনরি আইল্যান্ডের সমুদ্র সৈকত থেকে তোলা। আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে বালির উপর ছোট ছোট গর্ত রয়েছে। তবে এই গর্ত গুলো কিন্তু এমনি এমনি হয়নি। এগুলো হলো ছোট ছোট কাঁকড়ার বশত বাড়ি। সমুদ্রর ঢেউ এ যত কাঁকড়া তীরে এসে পৌঁছায় সেগুলো সাধারণত এখানে এসে ছোট ছোট গর্ত করে এবং কোন বিপদ সংকেত দেখলেই তার ভেতর লুকিয়ে যায়। আমি যখন কাকারা দেখতে পৌঁছে ছিলাম তার আগেই তারা সবাই গর্তের ভিতর ঢুকে গেছিল।
পড়ন্ত বিকেলের সমুদ্র সৈকত থেকে তোলা একটি ফটোগ্রাফি। এই ফটোটা অনেক বেশি কমন। সাধারণত সৈকতে ঘুরতে যায় তারা এই ধরনের ফটোগ্রাফি করে থাকে সুতরাং এই ফটোর ভেতর তেমন কোন স্পেশালিটি নেই। তারপরও আর কি ফটো তুলতে হয় এই জন্য তুলেছিলাম। তবে আশা করছি আপনাদের কাছে খুব বেশি একটা মন্দ লাগবে না।
এটা হল হেনরি আইল্যান্ডের ম্যানগ্রোভ ফরেস্টের একাংশ। সাধারণত আমরা যখন গিয়েছিলাম তখন জোয়ার ছিল এজন্য গাছগুলো বেশ কিছুটা জলের নিচে চলে গেছে এবং সারিসারি বাধা নৌকাগুলো অনেকটা জলের উপর উঠে পড়েছিল। যদিও আমার কাছে পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগছিল।
ম্যানগ্রোভ ফরেস্টের ভেতরের এক অংশ। এই জায়গাটা এত বেশি জঙ্গল আচ্ছন্ন এবং ঘন ছিল যে ভেতরটা অনেক বেশি ভয়ংকর লাগছিল। তবে আশ্চর্যের বিষয় হল এই গাছগুলোর ঠেস মূল পায়ে এমনভাবে বিধে যাচ্ছিল। অনেকটাই ভয় পাচ্ছিলাম যে পায়ের চামড়া ভেদ করে ভিতরে না ঢুকে যায়। যেহেতু আমরা সবাই খালি পায়ে হাঁটছিলাম সমুদ্র সৈকতটাকে অনেক বেশি সুন্দর করে উপভোগ করার জন্য এই জন্যই ভয়টা বেশি কাজ করছিল। তবে একটা অসাধারণ ভালো লাগাও কাজ করছিল।
পোস্ট বিবরণ | ফোটোগ্রাফি |
---|---|
ডিভাইস | realme 8i |
ফটোগ্রাফার | @pujaghosh |
এত সুন্দর সুন্দর আকর্ষণীয় কিছু ফটোগ্রাফি দেখে আমি তো মুগ্ধ হলাম। প্রত্যেকটা ফটোগ্রাফির মাধ্যমে সেই জিনিসগুলোর সৌন্দর্য ফুটে উঠেছে। আপনি ভিন্ন ভিন্ন স্থান থেকে প্রত্যেকটা ফটোগ্রাফি করেছেন যা দেখে বুঝতে পারছি। এরকমভাবে বিভিন্ন রকমের ফটোগ্রাফি করলে সবার কাছে অনেক বেশি ভালো লাগে। ফটোগ্রাফি সম্পর্কে শেয়ার করা বর্ণনা গুলো ও আমার কাছে ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপু আপনাকে, আপনার সুন্দর মন্তব্য পেয়ে অনেক খুশি হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পড়ন্ত বিকেলে সমুদ্র সৈকত থেকে তোলা ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আবার ছোট ছোট গর্তে কাকড়ার বসতবাড়ি গুলো ও বালির উপরে সুন্দর লাগছে। সমুদ্র পাড়ে বেশ সুন্দর সময় পার করেছেন। আপনার কাটানো সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ ভাই আপনাকে, আপনার অনেক সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাঝে মাঝে এরকম আকর্ষণীয় কিছু জায়গা দেখতে অনেক সুন্দর লাগে আপু। অনেক সুন্দর ভাবে আপনি ফটোগ্রাফি করেছেন। অনেক সুন্দর ভাবে আপনি ফটোগ্রাফির বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অনেক ধন্যবাদ আপু , আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ আপু। হেনরি আইল্যান্ড টা আসলেই তো অনেক সুন্দর। আর আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল। হেনরি আইল্যান্ডে সমুদ্রের নোনা জল এবং মিষ্টি জল উভয়েরই অস্তিত্ব আছে এটা বেশ অসাধারণ। পাশাপাশি সমুদ্র এবং মানগ্রোভ ফরেস্ট টা দেখে অনেক ভালো লাগল। সবমিলিয়ে চমৎকার ফটোগ্রাফি করেছেন আপু। ধন্যবাদ আমাদের সঙ্গে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই হেনরি আইল্যান্ড টা সত্যিই খুব সুন্দর। অনেক ধন্যবাদ আপনাকে ,আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হেনরি আইল্যান্ড থেকে অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আমাদের মাঝে। প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ লেগেছে আমার কাছে। হেনরি আইল্যান্ড এ নোনা জল এবং মিষ্টি জল দুইটাই আছে, এটা আগে তো জানা ছিল না। খুব ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু, হেনরি আইল্যান্ডে নোনা জল এবং মিষ্টি জল দুটোই আছে। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও অসাধারণ আপনি খুব চমৎকার ফটোগ্রাফি করেছেন। আপনি সাগরের পাশে হেনরি আইল্যান্ড জায়গা থেকে এই চমৎকার ফটোগ্রাফি গুলো করেছেন। আসলে কোথাও ঘুরতে গেলে চমৎকার কিছু দেখলে পরিবেশ ভালো লাগলে ফটোগ্রাফি করতেও বেশ চমৎকার লাগে। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাই, কোথাও ঘুরতে গিয়ে চমৎকার জায়গা গুলি দেখলে সেগুলোর ফটোগ্রাফি না করে পারা যায় না। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুব চমৎকার কিছু আকর্ষণীয় ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ।হেনরি আইল্যান্ড জায়গাটি নদী থাকার কারণে মনে হয় সৌন্দর্য অনেক বেশি। তবে হেনরি আইল্যান্ড এর পাশের নোনা জল এবং মিষ্টির জল থাকার কারণে চিংড়ি মাছ মনে হয় ভালো হয়। যাইহোক সবগুলো ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এবং খুব সুন্দর করে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু হেনরি আইল্যান্ডে নদী থাকার কারণে এর সৌন্দর্য অনেক বেশি। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অচেনা জায়গা দৃশ্য দেখতে পেরে এবং সেই সম্পর্কে ধারণা অর্জন করতে পেরে বেশ ভালো লাগে আমার। ঠিক তেমনি অচেনা জায়গার দৃশ্য আমাদের মাঝে তুলে ধরেছেন আপনি আর আপনার এই পোষ্টের মধ্য দিয়ে বেশ ধারণা অর্জন করতে পারলাম। আশা করি এভাবে অচেনা জায়গা সম্পর্কে আমাদের মাঝে অনেক কিছু শেয়ার করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার অচেনা একটি জায়গার দৃশ্য সুন্দরভাবে দেখাতে পেরে, আমরাও খুব ভালো লাগলো ভাই ।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit