নমস্কার বন্ধুরা
আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আবারও নতুন একটি পোস্ট নিয়ে। চলুন তাহলে আর দেরি না করে মূল পর্বেই যাওয়া যাক।
টাইটেলটা দেখেই আপনারা বুঝতে পারছেন বৌভাতের দিন দুপুর বেলা তোলা কিছু ফটোগ্রাফি ।তবে সেটা কিন্তু আমার বউ ভাত ছিল না , হা হা হা। আমাদের পাশের ফ্ল্যাটের এক দাদা আর বৌদির বৌভাতের শুভ অনুষ্ঠান ছিল। গত সপ্তাহে আমি তাদের শুভ বিবাহের কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আর আজকের ফটোগুলো বৌভাতের দিন দুপুরবেলায় তোলা। বিয়ের দিন থেকে শুরু করে বৌভাতের দিন পর্যন্ত প্রতিদিনই আমাদের নেমন্তন্ন ছিল। তবে প্রতিদিন অবশ্য যাওয়া হয়নি। কিন্তু যখনই গেছিলাম ফটোগ্রাফি করতে কিন্তু ভুলিনি, হি হি হি।
যাইহোক , আমরা শুধুমাত্র বিয়ের দিন রাতে আর বৌভাতের দুপুর বেলা আর রাতের বেলা সেখানে উপস্থিত হয়েছিলাম। তার মধ্য থেকে বিয়ের দিন রাতের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করা হয়ে গিয়েছে, আজ বৌভাতের দুপুরের ফটোগ্রাফি শেয়ার করছি আর পরবর্তী সপ্তাহে বৌভাতের রাতের কিছু ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হব। বৌভাতের দিন দুপুর বেলা গিয়ে যখন দেখলাম বউয়ের সিংহাসন ফাঁকা রয়েছে, সেই সুযোগ আর কিছুতেই মিস করলাম না। দ্রুত দাদাকে ডেকে নিয়ে এসে সেখান থেকে আমার কিছু ফটো তুলিয়ে ,তারপর তাকে ছুটি দিলাম, হি হি হি।
আপনারাই বলুন, বউয়ের সিংহাসন যখন ফাঁকা পড়ে আছে তখন ফটো তোলার সেই সুবর্ণ সুযোগটা কি কখনো মিস করা যায়!! একদমই যায় না। তাই নিজের বেশ কয়েকটি ফটো তুলে নিয়েছিলাম। ফটো তুলতে আমি আসলে খুবই ভালোবাসি, তাই ফটো তুলে দেওয়ার মত কোনো মানুষ পেলে তাকে পুরোপুরি বিরক্ত না করে ছাড়ি না, হি হি হি।
এরপর দাঁড়িয়ে বেশ কয়েকটা ফটো তোলার পর, চলে গিয়েছিলাম ওপর তালায় খাবারের জন্য। আমাদের অবশ্য যেতে একটু দেরি হয়ে গিয়েছিল, তারপর আবার গিয়ে আগে ফটোগ্রাফি করেছিলাম নিজেদের, তাই আরও দেরি হয়ে গিয়েছিল খেতে বসতে। মূলত আমরাই ছিলাম দুপুরের খাবারের লাস্ট ব্যাচ।
খেতে বসে অবশ্য আমি কোনো ফটো তুলতে বলিনি, দাদা নিজেই বেশ কিছু ফোটো তুলে দিয়েছিল আমার আর বৌদির। তবে খাবারের স্বাদ কিন্তু অসাধারণ ছিল। বিয়ের দিন রাত থেকে শুরু করে, বৌভাতের রাত পর্যন্ত সবকটা আইটেম সত্যিই স্বাদে অতুলনীয় ছিল। তাই খাওয়ার ইচ্ছেটাও বেড়ে যাচ্ছিল।
খাওয়া-দাওয়ার পর বাইরে বেরিয়ে আমরা একটু আশেপাশে ঘোরাঘুরি করেছিলাম, এই ফটোটা দাদা আর বৌদির সাথে তখনই তোলা। তারপর একটা কোলড্রিংস কিনে নিয়ে ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। যেহেতু প্রায় সবাই আমরা একই ফ্ল্যাটের মানুষ, তাই সবাই মিলে একসাথেই অনেক মজা করতে করতে বাড়ি ফিরেছিলাম।
কিন্তু গেট দিয়ে ঢোকার পর মনে পড়লো, নিজের কোনো সিঙ্গেল সেলফি তো তোলা হয়নি , তাই আর না ভেবে নিচ থেকেই বেশ কয়েকটা সেলফি তুলে তারপর ঘরে ঢুকে গিয়েছিলাম। বেশ সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছিলাম সেদিন। সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনাদের খারাপ লাগেনি।
পোস্ট বিবরণ | লাইফ স্টাইল |
---|---|
ডিভাইস | realme 8i |
টাইটেল দেখে সত্যি অবাক হয়েছিলাম দিদি। আমি তো প্রথমে ভেবেছিলাম আমাদের দাওয়াত না দিয়েই বিয়েটা সেরে ফেলেছেন🤣🤣। যাই হোক পাশের ফ্ল্যাটের দাদা বৌদির বিয়েতে অনেক সুন্দর সময় কাটিয়েছেন দেখে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
না না আপু,এখনও বিয়ে সেরে ফেলিনি, হা হা হা। বিয়ে হলে আপনারা অবশ্যই দাওয়াত পাবেন 🌚।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি দিদি টাইটেল দেখে প্রথমে আমি ভেবেছিলাম আপনার নিজেরি বৌভাত হা হা হা।যাইহোক দিদি সিংহাসন খালি থাকলে সুযোগ নেওয়া ভালো। আপনি দেখছি অনেক সুন্দর একটি মুহূর্ত কাঠিয়েছেন। ধন্যবাদ দিদি অনেক সুন্দর কাটানো মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
না না আপু, আমার নিজের বিয়ে হয়নি 🌚। হ্যাঁ আপু, সিংহাসন খালি দেখে আর সুযোগটা হাতছাড়া করিনি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ বাহ বউয়ের সিংহাসন খালি পেয়ে বসে পড়লেন বউয়ের জায়গায়। যদিও একটু বউয়ের সাজ নিলে মন্দ হতো না। দাওয়াত হয়তো পেতাম না কিন্তু ছবি তো দেখতে পারতাম হাহাহা। যাইহোক ফটোগ্রাফিতে খুবই সুন্দর লাগছে আপনাকে। আর আজকের পোষ্টের মাধ্যমে আপনার দাদা বৌদিকে দেখতে পেলাম। মাঝে মাঝে এমন হয় যখন ফটোগ্রাফির পর নিজের সেল্ফি তুলতে ভুলে যাই। যাই হোক খুব উপভোগ করেছেন দেখছি সবাই মিলে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুধু ছবি দেখতে পেতেন না আপু, দাওয়াতও পেতেন। অনেক সুন্দর একটি প্রশংসনীয় মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টাইটেল দেখে তো অবাক হয়ে গিয়েছি আপু।গতকাল কথা হলো আপনার সাথে বিয়ে করে নিলেন বললেন ও না।😁😁
যাইহোক মাঝে মাঝে এরকম টাইটেল দিলে ভালোই লাগে ।লোকজন অনেকটা অবাক হয় ।বৌভাতের অনুষ্ঠানে বেশ সুন্দর সময় কাটিয়েছেন আপনি।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু ,সবাইকে অবাক করার জন্যই এমন একটা টাইটেল দিয়েছিলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহাহা!! আপনি তাহলে বউয়ের সিট দখল করলেন!! সুযোগের সদ্ব্যবহার যেটাকে বলে। ফটো ও তুলিয়ে নিলেন কয়েকটা। তবে আপনাকে কিন্তু বেশ সুন্দর লাগছে দিদি! বিয়েতে তো আরও মানুষ গিয়েছিল তাদেরকে দেখতে পেলাম না 😑
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই , সুযোগের সৎ ব্যবহার করে নিয়েছিলাম , হি হি হি। সুন্দর একটি প্রশংসনীয় মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit