|| কুলেখাড়া পাতার জুস ||

in hive-129948 •  10 months ago 

নমস্কার বন্ধুরা


আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভাল আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।

আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি খুবই সহজ, চটজলদি আর স্বাস্থ্যকর একটি জুস রেসিপি নিয়ে। এটা আমার নিত্য দিনের খাদ্য তালিকায় থাকে। তাই আজ ভাবলাম খুব সহজ এই জুসটি আপনাদের মাঝে ভাগ করে নেই । আমার টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন আমি কীসের কথা বলছি। আজ আমি কুলেখাড়া পাতার জুস তৈরি করেছি সকালে, সেটার সম্পর্কেই বলবো।


এই কুলেখাড়া পাতা বহু ঔষধি গুনে ভরপুর। এটি মূলত রক্তে হিমোগ্লবিনের উৎপাদনে সহায়তা করে। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী দেহে রক্তের পরিমাণ কমে গেলে প্রতিদিন কমপক্ষে একবার করে এই পাতার জুস খাওয়া উচিত। এছাড়া এটি অনিদ্রা থেকে মুক্তি দেয়। আয়ুর্বেদে এর প্রয়োজনীয়তা অসীম। তাই খেতে ভালো না লাগলেও স্বাস্থ্যের কথা মাথায় রেখে এটা খেয়েই নিই।


IMG_20231119_093059.jpg


এটি হলো কুলেখাড়া পাতার জুস।


প্রয়োজনীয় উপকরণপরিমাণ
কুলেখাড়া পাতা১০-১২ টা ডাল
মধু১চামচ

প্রস্তুত প্রণালী:


IMG_20231119_092633.jpg


এখানে নিয়ে নিয়েছি আমার প্রয়োজনীয় উপকরণ - ১০-১২ টি কুলেখাড়া পাতার ডাল আর এক চামচ মধু।


IMG_20231119_092719.jpg


প্রথমে পাতাগুলোকে একটা ঝুড়িতে করে ভালোভাবে ধুয়ে,ডাল গুলোকে বাদ দিয়ে পাতা গুলোকে একটা গামলার মধ্যে ছাড়িয়ে নিলাম।


IMG20231114114848.jpg


এরপর জুস তৈরি করার জন্য মিক্সিতে বেশ কিছুটা জল দিয়ে বেছে রাখা শাক গুলোকে দিয়ে দিয়েছি। তারপর বেশ কিছুক্ষণের মধ্যে জুস তৈরি হয়ে গেল।


IMG_20231119_092841.jpg


এরপর একটি গ্লাসে ঢেলে তাতে এক চামচ মধু মিশিয়ে দিলাম । এইভাবেই এটি পুরোপুরি পানের যোগ্য হয়ে উঠল।


IMG_20231119_093059.jpg


আসলে কুলেখাড়া রান্না করে খেলে আমার কাছে ভীষণ তেতো লাগে খেতে, আর সেটা খাওয়া আমার কাছে খুবই কষ্টকর। তাই এইভাবে জুস করে মধু আর জল মিশিয়ে খেলে এর তেতো ভাবটা অনেক কম লাগে। সেই জন্য আমি এটা এইভাবেই তৈরি করি সবসময়।


ডিভাইসrealme 8i
ফটোগ্রাফার@pujaghosh

আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু এখানে আপনি যে পাতাটা ব্যবহার করেছেন এই পাতাটার নাম আমার জানা নেই তবে আমাদের গ্রামের আশেপাশে অনেক দেখা যায়। কিন্তু এটা আমার জানা ছিল না এই পাতা জুস করে খাওয়া যায়। তবে ভেষজ কিছু অর্ধেক দিছে যেগুলো মানুষের দেহের জন্য খুবই উপকার। অনেক সুন্দর একটা জুস তৈরীর আপনার কাছ থেকে জানলাম বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

আপনাদের আশেপাশে তাহলে এই পাতা অনেক দেখা গেলেও নাম আপনার জানা ছিল না দেখছি। আমার পোষ্টের মাধ্যমে তাহলে জানতে পারলেন জেনে আমিও খুশি হলাম।

এই পাতা অনেক দেখেছি কিন্তু এর নাম জানা ছিল না। আজ আপনার পোস্টের মাধ্যমে এর খুব সুন্দর নাম জানতে পারলাম। কুলেখাড়া পাতা নামটা কিন্তু খুব সুন্দর। এই পাতার জুস এত উপকারী তাও জানতে পারলাম। জুস দেখে মনে হচ্ছে একটু তেতো হবে। ধন্যবাদ উপকারী একটি জুস শেয়ার করার জন্য।

এই শাকের নামটা আপনার কাছে বেশ পছন্দ হয়েছে দেখছি আপু । জুস টা খেতে তেতো ছিল।

কুলেখাড়া পাতার নাম আমি এই প্রথম শুনলাম। আর এই পাতা দিয়ে যে জুস তৈরি করা যায় সেটা জানা ছিল না। তবে আপনার পোস্ট থেকে নতুন একটা রেসিপি শিখে নিতে পারলাম। আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় এই জুসটি থাকে যা খুবই ভালো একটি দিক।

Posted using SteemPro Mobile

আমার পোষ্টের মাধ্যমে আপনি নতুন কিছু শিখতে পারলেন দেখে ভালো লাগলো ভাই । ধন্যবাদ আপনাকে।

কুলেখাড়া পাতার নাম এর আগে কখনো শুনিনি। এবং এর পাতার জুস তৈরি করা যায় তা জানা ছিল না। তবে এই পাতার অনেক গুনাগুন সম্পর্কেআপনার পোষ্টের মাধ্যমে জানতে পেরে আমার কাছে বেশ ভালো লেগেছে। শরীরের জন্য উপকারী একটি জুস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আমার পোষ্টের মাধ্যমে আপনি কুলেখাড়া পাতার অনেক গুনাগুন জানতে পারলেন জেনে ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে।

এই কুলেখাড়া পাতা বাংলাদেশ নাই।আমি তো কখনো কোনদিন দেখিনি।তবে আপনার পোস্টে এই কুলেখাড়া পাতার ঔষধী গুনগুন জানতে পেলাম।রান্না করে খেলে তেতো লাগে তাই আপনি জুস করে খেয়ে থাকেন মধু দিয়ে।বেশ ভালো পদ্ধতি এটি বেশ ভালো লাগলো এই কুলেখাড়ার জুস করার পদ্ধতি টি।ধন্যবাদ

হ্যাঁ আপু , রান্না করে খেতে এই পাতা বেশ তেতো লাগে। সেই জন্যই এভাবে জুস করে মধু দিয়ে খেয়েছি। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

কুলেখাড়া পাতার নাম শুনেছি। কিন্তু চিন্তাম না। আপনার মাধ্যমে চিনে নিলাম। কিন্তু আমি এ পাতা কখনও দেখিনি। এ পাতার যে এতো উপকারী তা জানা ছিল না।বেশ উপকারী পাতাতো। উপকারী জুস তৈরি শেয়ার করার জন্য ধন্যবাদ।

আমার পোষ্টের মাধ্যমে আপনি প্রথম কুলেখাড়া পাতা চিনলেন দেখছি, এই পাতা সত্যিই অনেক উপকারী।

এই পাতাগুলো তো কখনো দেখিনি দিদি। তবে এগুলো দেখছি অনেক ভালো ঔষধী গুণসম্পন্ন! রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও ঠিক রাখে এজন্য এমন জুস রেগুলার খাওয়া উচিত। আপনি একদম সহজ উপায়ে দেখিয়েছেন

হ্যাঁ ভাই ,এই পাতাগুলো অনেক ঔষধি গুনসম্পন্ন। তাই এগুলো রোজ খাওয়ার চেষ্টা করি।

কুলেখাড়া নামক এই শাক আমি আগে চিনতাম না দিদি। কিছুদিন আগে আমি এই শাক ভুল করে কিনে নিয়ে এসেছিলাম। বাড়ি আনার পরেই জানতে পারি এই শাকের নাম। এটির অনেক ঔষধি গুনাগুন রয়েছে সেটা আমার জানা ছিল। তবে এটি রক্তে হিমোগ্লবিনের উৎপাদনে এত বেশি সাহায্য করে সেটা আমার জানা ছিল না আগে।

হ্যাঁ ভাই, দেহে রক্ত কম হয়ে গেলে ডাক্তাররা অনেকে এই শাক খাওয়ার পরামর্শ দিয়েছে দেখেছি।

আমি এতদিনে এই বিষয়টা জানতাম না দিদি। অনেক উপকারি তো তাহলে এটি আমাদের জন্য।