|| একটি অর্ধ বৃত্তের রঙিন ম্যান্ডেলা আর্ট ||

in hive-129948 •  last year 

নমস্কার বন্ধুরা


আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভাল আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।

আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আবারো নতুন একটি আর্ট পোস্ট নিয়ে। আজকে একটি ম্যান্ডেলা আর্ট আপনাদের মাঝে শেয়ার করব। এই কমিউনিটিতে প্রতিনিয়ত বহু মানুষ ভিন্ন ভিন্ন সুন্দর ধরনের আর্ট পোস্ট করে থাকে। যেগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। তাই আমিও মাঝে মধ্যে বিভিন্ন ধরনের আর্টগুলো করার চেষ্টা করি। বহুদিন পর একটি ম্যান্ডেলা আর্ট করলাম আজ। ম্যান্ডেলা আর্ট গুলো করতে একটু বেশি সময়ের প্রয়োজন হয়ে থাকে। শুধুমাত্র ম্যান্ডেলা আর্ট বলে নয় যেকোনো ধরনের আর্ট একটু সুন্দর করে করতে গেলে, বেশি সময়ের প্রয়োজন হয়ে থাকে। আজকে এই ম্যান্ডেলা আর্টটি করতে আমারও বেশ সময়ের প্রয়োজন হয়েছে। অন্য সময় গুলোতে আমি সাদা-কালো ম্যান্ডেলা আর্টগুলো করে থাকি। প্রথমবার একটি রঙিন ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করলাম। কালার কম্বিনেশনটা যদিও খুব ভালো করে ফুটিয়ে তুলতে পারিনি। তবুও চেষ্টা করেছি ভালো করে ফুটিয়ে তোলার। আশা করি আর্টটি আপনাদের কাছে খারাপ লাগবে না। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক।


1000051584.jpg


প্রয়োজনীয় উপকরণ
সাদা কাগজ
পেন্সিল
রবার
কম্পাস
স্কেল
স্কেচ পেন
রঙিন পেন
চাঁদা

অংকন প্রণালী :


1000051570.jpg

প্রথমেই নিয়ে নিয়েছি আমার প্রয়োজনীয় উপকরণ গুলি - সাদা কাগজ, পেন্সিল, রবার, কম্পাস, স্কেল, চাঁদা,স্কেচ পেন আর রঙিন পেন।


1000051571.jpg

প্রথমে সাদা কাগজটি নিয়ে, সেটির উপরে স্কেল আর স্কেচ পেন এর সাহায্যে নিচের দিকে একটি দাগ টেনে নিলাম।এরপর একটি চাঁদা ওই দাগের উপরে ধরে সাদা কাগজটির উপরে কয়েকটি বিন্দু নিয়ে নিলাম।


1000051572.jpg

এবার ওই বিন্দুর উপর দিয়ে স্কেলের সাহায্যে কয়েকটি দাগ টেনে নিলাম। আর কম্পাসের সাহায্যে কয়েকটি ছোট ছোট অর্ধবৃত্ত এঁকে নিলাম।


1000051573.jpg

প্রথম অর্ধ বৃত্তটির ভিতরে স্কেচ পেন এর সাহায্যে ফুলের আকারে ডিজাইন করে নিলাম। পরবর্তী অর্ধবৃত্তটির ভিতরেও স্কেচ পেনের সাহায্যে ডিজাইন করে নিলাম।


1000051574.jpg

এর পরবর্তী অর্ধবৃত্তটির ভিতরে আবারো ফুলের আকারে ডিজাইন করে নিলাম এবং তার পরের অর্ধবৃত্তটির ভিতরে আবারো একটু ভিন্ন ধরনের ডিজাইন করে নিলাম।


1000051575.jpg

পরবর্তী অর্ধবৃত্তটির ভিতরে ছকের ন্যায় এবং তারপরের অর্ধবৃত্তটির ভিতরে আবারো স্কেচ পেন এর সাহায্যে ফুলের ন্যায় ডিজাইন করে নিলাম।


1000051576.jpg

শেষের অর্ধবৃত্তটির ভিতরে কিছুটা ত্রিভুজের ন্যায় ছক করে ভিতরে ছোট ছোট ডিজাইন করে নিলাম।


1000051577.jpg

এরপর একে একে লাল,নীল, হলুদ,সবুজ,আকাশী, বেগুনি বিভিন্ন ধরনের রঙিন পেন গুলোর সাহায্যে প্রত্যেকটা ডিজাইনের ভিতরে রং করে নিলাম।


1000051578.jpg

আবারো একই ভাবে বিভিন্ন ধরনের রঙিন পেন গুলোর সাহায্যে পরবর্তী অংশের ডিজাইন গুলোর কিছুটাতে রং করে নিলাম।


1000051579.jpg

এইভাবে ধীরে ধীরে বিভিন্ন ধরনের রঙিন পেন এর সাহায্যে আর্টটি প্রায় সম্পূর্ণ করে ফেললাম। শেষে কালো রঙের স্কেচ পেন এর সাহায্যে বাদবাকি অংশটুকু ভর্তি করে দিলাম। আর এই ভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রঙিন ম্যান্ডেলা আর্ট।


1000051584.jpg

সবশেষে ছবিটির নিচে সিগনেচার করে, তার বেশ কয়েকটি ফটোগ্রাফি করে নিলাম।


পোস্ট বিবরণআর্ট
ফটোগ্রাফার@pujaghosh
ডিভাইসpoco m6 pro

আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।





🪔আমার পরিচয়🪔

InShot_20240217_224020693.jpg

আমি পূজা ঘোষ(রাজশ্রী)। বনগাঁতে বসবাস করি। আমি বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয় থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, বিজ্ঞান বিভাগে ।পাশাপাশি কম্পিউটার এবং স্পোকেন ইংলিশের কোর্স করেছি। বর্তমানে আমি ফার্মাসিতে অধ্যায়নরত । ভবিষ্যতে এইগুলো নিয়ে ভালো কিছু করার আশায় এগোচ্ছি। কবিতা আবৃত্তি করতে আমি খুবই ভালোবাসি। ছোটো বয়েস থেকেই কবিতা আবৃত্তি শিখছি। এছাড়া ছবি আঁকতে,ঘুরতে যেতে,নতুন নতুন খাবার খেতে,গান শুনতে,ফোটোগ্রাফি করতে আর মানুষের সাথে মিশতে ভালোবাসি।

🎯 সমাপ্ত🎯

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ! চমৎকার দেখতে হয়েছে। সবচেয়ে যেটি আমার কাছে চিত্তাকর্ষক মনে হয়েছে যে, আর্টটির নাম ম্যান্ডেলা আর্ট দেখে। জ্যামিতিক আকারের শিল্পায়নটি যথেষ্ট সুন্দর।
ধন্যবাদ এমন বাহারি রঙের মিশেলের ছবি দেখতে দেয়ার জন্য, 💐

ম্যান্ডেলা আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে, খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে।

আপনি সবসময় আমাদের মাঝে খুব সুন্দর সুন্দর কিছু আর্ট শেয়ার করে আসছেন। প্রতিনিয়ত একের পর একটি আর্ট একেবারে নিখুঁত হচ্ছে৷ আজকেও অসাধারণ হয়েছে এই আর্ট। অর্ধ বৃত্তের মধ্যে এই রঙিন সুন্দর আর্টটি খুবই সুন্দরভাবেই আপনি ফুটিয়ে তুলেছেন৷ রঙের সংমিশ্রণ খুব সুন্দর ভাবে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ৷

অর্ধ বৃত্তের মধ্যের এই রঙিন ম্যান্ডেলা আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে।