আমার পাওয়ার আপ ৫ স্টিম।

in hive-129948 •  last month  (edited)

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ২৭ ই আগস্ট, মঙ্গলবার, ২০২৪ খ্রিঃ



কভার ফটো

IMG-20240827-WA0145.jpg

ক্যানভা অ্যাপস দিয়ে সুন্দর একটি কভার ফটো তৈরি করেছি।



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি বর্তমানে লেভেল ফোরে আছি, আমি এখন থেকে আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করবো। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। স্টিমিট প্ল্যাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার পরিকল্পনা থাকলে পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। স্টিমিটে যে, একাউন্টে যত বেশি পাওয়ার সেই অ্যাকাউন্ট ততই বেশি শক্তিশালী। স্টিমিটে পাওয়ার আপ সম্পর্কে অবশ্য আমি তেমন জানতাম না কিন্তু লেভেল-২ এ ক্লাস করার পরে আমি আমার প্রফেসরদের কাছ থেকে পাওয়ার অ্যাপ সম্পর্কে বিস্তারিত বিষয়াদি জানতে পেরেছি। তাই আমি এখন থেকেই চেষ্টা করবো প্রতি সপ্তাহে অল্প অল্প করে পাওয়ার আপ করার। আমি বর্তমানে লেভেলে আছি তাই টার্গেট ডিসেম্বর সিজন ফোরে কোন টার্গেট নিচ্ছি না তবে ভেরিফাইড মেম্বার হওয়ার পরে অবশ্যই টার্গেট নিয়ে পাওয়ার আপ করবো। আজকে আমি ৫ স্টিম পাওয়ার আপ করেছি সেই প্রসেস এখন আপনাদের সাথে শেয়ার করবো।



প্রথম ধাপ

Screenshot_20240827_212347.jpg

প্রথমে আমার স্টিমিটের একাউন্টে যাব তারপর প্রাইভেট অ্যাক্টিভ কী দিয়ে ওয়ালেট লগইন করবো।‌ পাওয়ার আপ করার পূর্বে আমার ওয়ালেটের স্ক্রীনশট।

দ্বিতীয় ধাপ

Screenshot_20240827_212359.jpg

আমার স্টিমিট ওয়ালেটের লিকুইড স্টিমের পাশে যে, ড্রপডাউন মেনু আছে সেখানে ক্লিক করবো। তারপর একটি বক্স আসবে সেখান থেকে পাওয়ার আপে ক্লিক করবো।

তৃতীয় ধাপ

Screenshot_20240827_212413.jpg

পাওয়ার আপ বাটনে ক্লিক করার পরে নতুন একটি ইন্টারফেস আসবে তারপর এখানে অ্যামাউন্টের ঘরে আমি কত স্টিম পাওয়ার আপ করব সেই অ্যামাউন্ট লিখবো। তারপর পাওয়ার আপ বাটনে ক্লিক করবো।

চতুর্থ ধাপ

Screenshot_20240827_212424.jpg

এরপর আরো একটি নতুন ইন্টারফেস আসবে। এখানে ফরম, টু, এমাউন্ট এগুলো ঠিক আছে কিনা চেক দিয়ে ওকে বাটনে ক্লিক করলেই পাওয়ার আপ সম্পন্ন হয়ে যাবে।

পঞ্চম ধাপ

Screenshot_20240827_212436.jpg

পাওয়ার আপ সম্পন্ন করার পরে আমার স্টিমিট ওয়ালেটের স্ক্রিনশট।



পাওয়ার আপের সমীকরণ:
বিবরনস্টিম
পাওয়ার আপের পূর্বে এস.পি233.314
পাওয়ার আপের পরিমাণ5.00
পাওয়ার আপের পরে এস.পি338.314


পোস্টের ছবির বিবরন

ডিভাইসভিভো ওয়াই-২০
স্ক্রিনশটস্টিমিট ওয়ালেট
লোকেশনকুষ্টিয়া


প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

টার্গেটের চিন্তা মাথায় রেখে আপনি অল্প সংখ্যক হলেও পাওয়ার বৃদ্ধি করেছেন দেখে অনেক ভালো লাগলো। আমাদের সকলের উচিত এভাবে পাওয়ার বৃদ্ধি করতে থাকা। কারণ এই প্লাটফর্মে একমাত্র পাওয়ারই আমাদের মেন হাতিয়ার।

অসংখ্য ধন্যবাদ আপু ।আপনার মন্তব্য পরে ভালো লাগলো।

আমাদের সকলের উচিত নিয়মিত পাওয়ার বৃদ্ধি করা। আমরা যে যত বেশি পাওয়ার বৃদ্ধি করবো আইডি সক্ষমতা কত বৃদ্ধি পাবে। তোমার আইডি সক্ষমতা বৃদ্ধি করার জন্য আমাদের অবশ্যই পাওয়ার বৃদ্ধি অব্যাহত রাখতে হবে। আপনার পাওয়ার বৃদ্ধিমূলক পোস্ট দেখে অনেক অনেক ভালো লেগেছে।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

এই প্লাটফর্মে দীর্ঘদিন টিকে থাকতে হলে পাওয়ার আপের কোন বিকল্প নেই। তাই আমাদের পাওয়ার আপের ধারাবাহিকতা ধরে রাখতে হবে।আপনি আজ ০৫ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে পাওয়ার আপের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করছেন। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

যদিও পরিমান টা খুবই কম তবে মনে রাখতে হবে ছোট ছোট বালু কনা গুলো জমে একদিন পাহার হয়।আপনার জন্য শুভ কামনা রইলো এগিয়ে যান এভাবে।ধন্যবাদ শেয়াফ করার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া ।আপনার মন্তব্য করে অনেক ভালো লাগলো। সেই ছোটবেলায় পড়েছি ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল একদিন পাহাড় হয়ে যায়।

ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা সবসময় সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আপনি আজকে সামান্য পরিমাণ স্টিম পাওয়ার বৃদ্ধি করলেন। এভাবে করতে থাকলে নিজের সক্ষমতা বাড়ার পাশাপাশি কাজের প্রতি আগ্রহ বাড়বে।

হ্যাঁ ভাইয়া আমি সামান্য পরিমাণ স্টিম পাওয়ার আপ বৃদ্ধি করেছি। ধন্যবাদ ভাইয়া এভাবে সুন্দর মন্তব্য করে পাশে থাকবেন।

আপু আপনি এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য অল্প অল্প পাওয়ার আপ করে যাচ্ছেন দেখে খুব ভালো লাগলো। যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা বৃদ্ধি। নিজের একাউন্ট কে শক্তিশালী করার জন্য পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। আমরা সবাই পাওয়ার আপ ভালোবাসি। এভাবে এগিয়ে যেতে থাকেন আপনার জন্য শুভকামনা রইল।

হ্যাঁ আপু নিজের একাউন্ট কে শক্তিশালী করার জন্য পাওয়ার আপ এর গুরুত্ব অপরিসীম। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

আপনি টার্গেট ডিসেম্বর সিজন ফোরে অংশগ্রহন করছেন দেখে খুবই ভালো লাগলো। এই ভাবে একটু একটু করে পাওয়ার আপে বজায় রাখলে ইনশাআল্লাহ আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

💞 সৃষ্টিকর্তা সহায় 💞

Hey @rme! 🙌 Your posts are always a treat to read, and I love how you're engaging with the community. Keep sharing your awesome content, and let's keep this conversation going! 👍

Don't forget to show your support for our hardworking witnesses by casting your vote at https://steemitwallet.com/~witnesses. Let's give them a big thumbs up for all their efforts in keeping Steem running smoothly. 🙌

By the way, have you joined our Discord channel yet? 🤔 It's a great place to connect with fellow Steemians and get involved in some amazing discussions. Click here to join us: https://discord.gg/7SyC6uWBTS 💬