"লেভেল-১ থেকে আমার অর্জন"

in hive-129948 •  last year 

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশের নাগরিক

আজ -১৮ই জানু‌য়ারি, বৃহস্পতিবার, ২০২৪ খ্রিষ্টাব্দ

আমি পূর্নিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14 । আমি বাংলাদেশ থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সকল সদস্য এবং সদস্যাদের প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



1000054135.jpg

আমি [আমার বাংলা ব্লগ] এর একজন নতুন সদস্য হতে পেরে আমি গর্বিত।আমার বাংলা ব্লগ এ একজন স্বয়ংসম্পূর্ণ ব্লগার হয়ে উঠতে কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়। আমি বর্তমানে আমার বাংলা ব্লগ লেভেল ওয়ান এ আছি এবং এবিবি স্কুল হতে আমার শ্রদ্ধেয় প্রফেসরদের মাধ্যমে আমি যা যা অর্জন করেছি সেগুলা এই পোস্টে লিখিত পরীক্ষার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো।



১. প্রশ্ন: কোন ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গণ্য হয়?

উত্তর: সাধারণভাবে স্পামিং বলতে অযাচিত ও অপ্রাসঙ্গিক বিষয়কে বোঝায় যেটা বারবার করা হয়ে থাকে তাকে স্পামিং বলে। একই ধরনের পোস্ট বার বার ঘুরিয়ে ফিরিয়ে করলে বা অপ্রাসঙ্গিক কমেন্ট করালে এগুলো স্পামিংয়ের ভেতর পড়ে। কারো অনুমতি ব্যতীত বার বার মেনশন করা বা অপ্রয়োজনীয় মেসেজ বারবার করা এইসকল কার্যকলাপ স্পামিংয়ের ভেতর পড়ে।। আবার পোষ্টের সাথে অপ্রাসঙ্গিক ট্যাগও স্পামিংয়ের আওতায় পড়ে। স্টিমিট প্ল্যাটফর্মে স্পামিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

২. প্রশ্ন: ফটো কপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?

উত্তর: কপিরাইট হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রক্ষা করার জন্য কপি বা নকল করার ক্ষেত্রে একটি রাইট বা আইন। ইনফ্রিঞ্জমেন্ট এর বাংলা হচ্ছে লঙ্ঘন করা। সারা বিশ্বে যারা মেধা খাটিয়ে লেখালেখি এবং ফটোগ্রাফি করে তাদের এ সকল নিজস্ব বিষয় তাদের অনুমতি ব্যতীত নিয়ে নিজে অর্থ উপার্জনের কাজে ব্যবহার করা কপিরাইট এর আওতায় পড়ে। স্টিমিট প্ল্যাটফর্মে কপিরাইট সম্পূর্ণ নিষিদ্ধ কারণ এখান থেকে সবাই নিজের মতো করে ইনকাম করে। স্টিমিট সাইটে সৃজনশীল এবং ব্যক্তিগত উদ্ভাবনী কাজের মাধ্যমে রিওয়ার্ড পাওয়া যায় তাই এখানে কপিরাইট সম্পূর্ণ নিষিদ্ধ। তবে কপিরাইট ফ্রি কিছু ওয়েবসাইট আছে সেখান থেকে ছবি ডাউনলোড করে পোস্ট দেয়া যেতে পারে তবে অবশ্যই পোষ্টের নিচে ছবির সোর্স দিয়ে দিতে হবে।

৩. প্রশ্ন: তিনটি ওয়েবসাইটের নাম বলুন যেখান থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়।

উত্তর: কপিরাইট ফ্রি তিনটি ওয়েবসাইট হলো:

▪️ https://pixabay.com/
▪️ https://www.pexels.com/
▪️ https://www.freeimages.com

৪. প্রশ্ন: পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয়?

উত্তর: কোন পোস্টের ট্যাগ অতি গুরুত্বপূর্ণ বিষয়। যে বিষয় নিয়ে পোস্ট লেখা হবে সেই সংক্রান্ত বিষয়ের উপর সবসময় ট্যাগ ব্যবহার করতে হবে। যদি কোন রেসিপি পোস্ট করলে recipe , food দিতে হবে আবার ভ্রমণ পোস্ট করলে travel , traveling এই রকমের ইত্যাদি ট্যাগ দেওয়া যাবে। যে কোন পোস্টে ট্যাগ দেয়ার অর্থ হচ্ছে খুব তাড়াতাড়ি একই ধরনের পোস্ট কে খুঁজে বের করা যায়। স্টিমিট প্ল্যাটফর্মে সকল ট্যাগ ইংরেজি ছোট হাতের অক্ষরে লিখতে হয়।

আবার যদি কোন সেক্সচুয়াল কনটেন্ট,নগ্ন ছবি,প্রাণী হত্যা,কিংবা মুমূর্ষ রুগী ইত্যাদি এবং গরু ও শূকরের মাংসের রেসিপি পোস্ট করেন তাহলে অবশ্যই nsfw ট্যাগ দিতে হবে। আমাদের শ্রদ্ধেয় ফোল্ডার দাদা যেহেতু এ সকল পোস্ট পছন্দ করেন না তাই nsfw ট্যাগ দিতে হয় এমন কোন পোস্ট দেয়া থেকে আমরা বিরত থাকবো। যদি শুধু স্টিমে কোন পোস্ট শেয়ার করে থাকলে অন্য কোথাও না করলে সেটাতে steemexclusive ট্যাগ দিবো।

৫.প্রশ্ন: আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?

উত্তর: আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কিছু কিছু বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ আছে সেগুলো হলো :-

▪️ সামাজিক বর্ণ বৈষম্যমূলক কোন ধরনের পোস্ট এখানে শেয়ার করা যাবে না।
▪️ চাইল্ড পর্নোগ্রাফিক্স যেকোন পোস্ট এখানে শেয়ার করা যাবে না।
▪️রাজনৈতিক ব্যক্তিবর্গ বা দলের সমালোচনা বা প্রশংসামূলক কোন ধরনের পোস্ট করা যাবে না।
▪️ কোন ব্যক্তি বিশেষের উপর ঘৃণা বা অবজ্ঞা সূচক কোন ধরনের পোস্ট করা যাবে না।
▪️ যেকোনো ধরনের পশু-পাখি নির্যাতনমূলক কোন ছবি বা পোস্ট শেয়ার করা যাবে না।
▪️ নারী নির্যাতনমূলক বা নারীর সম্মানক্ষুণ্ন কোন পোস্ট করা যাবে না।
▪️কোন অপরাধকে সমর্থন করে এমন কোন পোস্ট করা যাবে না।
▪️শিশুশ্রম সমর্থন করে এমন কোন পোস্ট করা যাবেনা।
▪️ অবৈজ্ঞানিক মিথ্যা কুসংস্কার সমর্থন করে এমন কোন পোস্ট শেয়ার করা যাবে না।
▪️NSFW ট্যাগ ছাড়া কোন অশ্লীল বা যৌনতা বিষয়ক পোস্ট করা যাবে না।
▪️ কোন ধর্ম, ব্যক্তি বা কোন জাতিকে ও হেয় করে এমন কোন ধরনের পোস্ট করা যাবে না।

৬. প্রশ্ন: প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন?

উত্তর: কোন ব্যক্তির লেখাকে নিজের বলে চালিয়ে দেওয়া বা কিছুটা পরিবর্তন করে চালিয়ে দেওয়াকে প্লাগিয়ারিজম বলা হয়। অন্যের লেখা দেখে উন্মুগ্ধ হয়ে নিজে লেখা যাবে কিন্তু সেটার ৭০% নিজের ভাষায় লিখতে হবে এবং বাকি ৩০% হয়তো নেয়া যাবে নিয়ম নীতির ভেতরে কিন্তু উপযুক্ত সোর্স ব্যবহার করতে হবে। প্লাগিয়ারিজম একটি ভীষণ মারাত্মক অপরাধ। প্লাগারিজম মতো ভীষণ অপরাধ করা থেকে সবার বিরতি থাকা উচিত।

৭. প্রশ্ন: রি-রাইট ( re-write ) আর্টিকেল কাকে বলে?

উত্তর: কোন একটা বিষয় নিয়ে লেখালেখি করলে সেটাকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য কিছু কিছু ডাটা বাইরের কোনো ওয়েবসাইট থেকে ভালো সোর্স থেকে নিতে হবে। এইসকল ওয়েবসাইট বা সোর্স থেকে ডাটা নিয়ে নিজের মতো করে সাজিয়ে লিখলে ৭৫% লেখা অবশ্যই নিজের হতে হবে।আর বাকিটুকু অর্থাৎ ২৫% অন্য জায়গা থেকে নেয়া যাবে কিন্তু যথাযুক্ত সোর্স উল্লেখ করতে হবে। উপরোক্ত পদ্ধতিতে লেখাকে রিরাইট বলা হয়। আমার বাংলা ব্লগে রিরাইট পোস্ট করার ক্ষেত্রেও অনেক নিয়ম নীতি রয়েছে। এসকল নিয়ম নীতিগুলো অবশ্যই মেনে চলতে হবে।

৮. প্রশ্ন: লেখার সময় রি রাইট আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?

উত্তর: রি-রাইট আর্টিকেলের ক্ষেত্রে যেসকল বিষয়গুলো উল্লেখ করতে হবে সেগুলো হলো:

▪️৭৫% লেখা সম্পূর্ণ নিজের হতে হবে।
▪️ রেফারেন্স সোর্স উল্লেখ করতে হবে।
▪️কপিরাইট ফ্রি ইমেজ গুলোর সোর্স উল্লেখ করতে হবে।
▪️সংগৃহীত তথ্য ইনভার্টেড কমার মধ্যে উল্লেখ করতে হবে।

৯. প্রশ্ন: একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?

উত্তর: যদি কোন পোস্ট ১০০ শব্দের নিচে লেখা হয় তবে সেই পোস্ট কে ম্যাক্রো পোস্ট হিসাবে গণ্য করা হবে। বারংবার ম্যাক্রো পোস্ট করা এক ধরনের স্পামিং।

১০. প্রশ্ন: প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে?

উত্তর:একজন ব্লগার প্রতি ২৪ ঘন্টায় সর্বোচ্চ তিনটি পোস্ট আমার বাংলা ব্লগে শেয়ার করতে পারবেন। তিনটির বেশি কেউ করার চেষ্টা করলে তিনি স্প্যামার বলে গণ্য হবে।

এটাই ছিলো আমার লেভেল ওয়ান হতে অর্জন। সবাইকে ধন্যবাদ।

সবাইকে অসংখ্য ধন্যবাদ

@purnima14

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার লেখা গুলো পড়ে বুঝতে পারলাম আপনি বেশ অনেক মনোযোগ সহকারে লেভেল ওয়ানের ক্লাস করেছেন এবং লেকচার শীট গুলো পড়েছেন। আশা করি আপনি খুবই সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করবেন।আপনার জন্য শুভকামনা রইল আপু। ধন্যবাদ

অসংখ্য ধন্যবাদ ভাই।

প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপু। আজকে আপনি আমাদের মাঝে লেভেল ওয়ান এর লেকচার সিট আর ক্লাস করে যে সমস্ত বিষয় শিখতে পেরেছেন তারই উপর পরীক্ষা প্রশ্নের অ্যানসার করেছেন। আপনার উত্তর গুলো দেখে বেশ ভালো লাগলো। বেশ সুন্দর করে অনেক কিছু গুছিয়ে লিখেছেন এবং বিস্তারিত শিখেছেন দেখে খুশি হলাম।

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

  ·  last year (edited)

তুমি লেভেল ওয়ান থেকে অনেক কিছু জানতে ও শিখতে পেরেছো। আজকে অনেক সুন্দর পরীক্ষা দিয়েছো সেজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই এগিয়ে যাও সামনের দিকে।

Posted using SteemPro Mobile

অনুপ্রেরণা দিয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ।