হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ০৩ রা ডিসেম্বর, মঙ্গলবার , ২০২৪ খ্রিঃ।
কভার ফটো
ফটো ক্রেডিট রেক্স-সুমন ভাই।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আজ আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট শেয়ার করতে চলেছি। বর্তমানে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের যে অবনতি সেটা আমাদের কোনভাবেই কাম্য নয়। হিংসা দিয়ে কখনো সম্পর্ক নির্মাণ করা যায় না প্রত্যেকটি সম্পর্ক নির্মাণ করতে প্রয়োজন ভালোবাসার। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যাচ্ছে ভারত বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার চিত্রটি। যা কোনভাবেই আমাদের কাম্য নয়।
ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আস্তে আস্তে তিক্ততার দিকে চলে যাচ্ছে।ভারত এবং বাংলাদেশের সম্পর্ক বহু পুরনো। বাংলাদেশ সৃষ্টির সময় থেকেই ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বাংলাদেশ একসময় ভারতবর্ষের অংশ ছিলো।দুই দেশের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যের মধ্যে অনেক মিল লক্ষ্য করা যায়। ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রাজনীতির কারণে ফাটল ধরেছে এই কারণে আমরা সাধারণ মানুষ ধোঁয়াশার মধ্যে পড়ে যাচ্ছি। বর্তমান পরিস্থিতিতে যা ঘটছে তা আমরা সাধারণ মানুষ কখনোই চাইনা।
বাংলাদেশ নামক স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্র পেতে ভারতের সাহায্য কোনভাবেই অস্বীকার যোগ্য নয়। ভারতের সাহায্যে তখন পৃথিবীর বুকে বাংলাদেশ নামক স্বাধীন এবং সার্বভৌমত্ব একটি রাষ্ট্র আমরা পেয়েছিলাম। এক সময় রাজনীতি দিক থেকেও বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ থাকলেও বর্তমানে তা তিক্ততাই পরিণত হয়েছে।বাংলাদেশের এবং ভারত দুটি পাশাপাশি রাষ্ট্র হওয়ায় ভারত বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক প্রয়োজন। ভারত বাংলাদেশের বিভিন্ন বিপদে সাহায্য করে এসেছে। বাংলাদেশের নাগরিক হিসেবে বলছি বাংলাদেশ ভারতের বিপদে সাহায্য করবে এটাই আমাদের কাম্য।
প্রত্যেকটি দেশের তাদের নিজস্ব জাতীয় পতাকা রয়েছে। জাতীয় পতাকা শুধু এক টুকরো কাপড় নয়, জাতীয় পতাকা হলো দেশের গর্ব। বাংলাদেশের লাল সবুজের জাতীয় পতাকা আত্মত্যাগ, গৌরব এবং স্বাধীনতার প্রতীক বহন করে। ভারতের জাতীয় পতাকা শক্তি, শান্তি এবং আত্মত্যাগের কথা বলে। আমাদের প্রত্যেকের উচিত সকল দেশের পতাকাকে সম্মান করা। বর্তমানের পরিস্থিতিতে যে বিষয়টা উঠে এসেছে, জাতীয় পতাকার অবমাননা।একজন বিবেকবান মানুষ হিসেবে এটা কি কোনভাবে আশা করা যায়?
আমরা মানুষ। আমরা সৃষ্টির সেরা জীব। আমাদের নিজস্ব বিবেক রয়েছে। একজন বিবেকবান মানুষ হয়ে আমরা কখনোই কোনো দেশের নিজস্ব প্রতীক বা স্বরূপকে অবমাননা করতে পারি না। কোন দেশের পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা মানে গোটা দেশের প্রতি সম্মান প্রদর্শন করা। আর কাউকে সম্মান প্রদর্শন করলে তবে সম্মান পাওয়া যায়। কিছু হিংসাত্মক জনগণের জন্য দুই দেশের জনগণ এই অবমাননার কুফল ভোগ করছে। আমরা সাধারণ মানুষ হিসেবে, দেশের প্রতিটি নাগরিক চাই সুস্থভাবে বাঁচতে। আমাদের সকলের উচিত এই হিংসাত্মক মনোভাব ত্যাগ করে দুই দেশের মধ্যে আবার সুসম্পর্ক ফিরিয়ে আনা।
প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে বন্ধুতো পূর্ণ সম্পর্ক সর্বদা সুফল বয়ে আনে। আমাদের প্রত্যেকের উচিত একে অপরের দেশকে সম্মান জানানো,একে অপরের পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা। আমাদের সব সময় মনে রাখা উচিত, হিংসা দিয়ে কখনো সম্পর্ক করা যায় না। আমরা আবার সুন্দর সম্পর্ক গড়ে তুলবো ভালোবাসার বন্ধনে।
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি তিনটি ম্যান্ডেটরি টাস্ক কমপ্লিট করার পরে স্ক্রিনশট নিয়েছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে এখন সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই শুধু এই বিষয়গুলোই চোখে পড়ছে। হ্যাঁ আপু আমরা সবাই চাই দুই দেশের সম্পর্ক যেন অনেক বেশি সুন্দর থাকে। এই অবমাননার জন্য আমাদের সবারই ক্ষতি হবে। বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক আগে যেমন ছিল তেমনি থাকা দরকার। অনেক সুন্দর করে এই বিষয়টা নিয়ে পোস্ট লিখেছেন আপু। খুব ভালো লেগেছে পড়তে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের দুই দেশের ভেতরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলে সবার জন্য ভালো হবে। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা সত্যি বলেছো হিংসা নয় ভালোবাসা দিয়েই দুই দেশের মাঝে সম্পর্ক গড়তে চাই। আমরা একে অপরের সাহায্য কখনোই ভুলতে পারবো না। ইতিপূর্বে আমরা একে অপরকে অনেক সাহায্য করেছি। আমরা এখন চাই আমাদের এই সুন্দর ভালোবাসার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকুক। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আমরা একে অপরের সাহায্য কখনই ভুলতে পারবো না তাই দুই দেশের ভেতরে সুসম্পর্ক থাকলে আমাদের জন্য ভালো। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় ভারতের কথা কেউ ভুলতে পারবে না। এদেশ আমাদের সব দিক দিয়ে হেল্প করেছে। এখনো পর্যন্ত আমাদের দেশের সব সময় তারা পাশে আছে। আর যারা পাতাকা অবমাননা করছে তারা মনে হয় মানুষের কাতারে পড়ে না। এসব মানুষগুলো হচ্ছে এক ধরনের হিংস্র প্রাণী। তাই আমি মনে করি সব রাষ্ট্রের পতাকাকে সবাই সম্মান করা দরকার আমাদের সবার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা সত্যি বলেছেন ভাইয়া যারা পতাকা অবমাননা করে এরা এক ধরনের হিংস্র প্রাণী। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে হিংসা করে কেউ কোনদিন উপরে উঠতে পারে না। উদ্দেশ্যে যদি ভালো না হয় সে কখনোই সফলতা অর্জন করতে পারে না। আমরা একে অপরের প্রতি ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধা দেখিয়ে সব কিছু জয় করতে চাই। বন্ধু বন্ধুর মত না হলে ভালো দেখাই না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশ্যই ভাইয়া বন্ধু বন্ধুর মত না হলে ভালো দেখায় না। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit