সাতটি ফুলের ফটোগ্রাফি।

in hive-129948 •  2 days ago 

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ০২ মার্চ, রবিবার, ২০২৫খ্রিঃ



কভার ফটো


1000029010.jpg

কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আজ আমি আপনাদের সাথে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। আমি প্রত্যেক সপ্তাহে একটি করে ফুলের ফটোগ্রাফি পোস্ট শেয়ার করে থাকি। ফুল হলো সৌন্দর্যের প্রতীক। আর সৌন্দর্য ফটোগ্রাফি করতে কে না ভালোবাসে? আমি তো ফুলের ফটোগ্রাফি করতে ভীষণ পছন্দ করি। আজকাল ফুলের থেকেও বেশি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে বেশি ভালো লাগে।এখানকার প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমি আমাদের ক্যাম্পাস থেকে ক্যাপচার করেছি। আমাদের ক্যাম্পাসে একাধিক রকমের ফুল এবং ফুলের গাছ রয়েছে। যাইহোক আর দেরি না করে চলুন তাহলে আমার শেয়ার করা সাতটি ফুলের ফটোগ্রাফি দেখে নেওয়া যাক।



ফটোগ্রাফি নং-১


1000029011.jpg

ক্যাপশন: নয়ন তারা।
ডিভাইস: গুগোল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০মেগাপিক্সেল
তারিখ: ২৭ শে ফেব্রুয়ারি ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে নয়নতারা ফুলের ফটোগ্রাফি। নয়নতারা ফুলের কয়েকটি রং হয়ে থাকে। নয়নতারা ফুলের সাদা এবং হালকা গোলাপি রং সকলে বেশি পছন্দ করে। আমাদের ক্যাম্পাসে সাদা এবং গোলাপি রঙের নয়নতারা ফুল রয়েছে। প্রায় অনেকের বাড়িতেই নয়ন তারা ফুল দেখা যায়। নয়ন তারা ফুলের চাষ অতি সহজ। অনেকেই বাড়ির বাগান কিংবা বারান্দার টবে নয়নতারা ফুল চাষ করে থাকেন। এতে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পায়।

ফটোগ্রাফি নং-২


1000029012.jpg

ক্যাপশন: নাম না জানা ফুল।
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ:২৭ শে ফেব্রুয়ারি ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া


আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে নাম না জানা একটি ফুল। এটি মূলত বিদেশি ফুল। দক্ষিণ, দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের স্থায়ী ফুল এটি। আমাদের দেশে এই ফুল খুব কম দেখা যায়। এই ফুলে নিজস্ব কোন ঘ্রাণ নেই। তবে ফুলের নমনীয় গঠন বেশ ভালো লাগে। আমাদের ক্যাম্পাস এ ধরনের ফুল অনেক রয়েছে।

ফটোগ্রাফি নং-৩


1000029013.jpg

ক্যাপশন: পিটুনিয়া।
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ২৭ শে ফেব্রুয়ারি ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার এই ফটোগ্রাফিটি রয়েছে সুন্দর পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি। পিটুনিয়া ফুল মূলত বিভিন্ন রংয়ের হয়ে থাকে। আমাদের ক্যাম্পাসেই একাধিক রঙের পিটুনিয়া ফুল রয়েছে। এই ফুলগুলো ক্যাম্পাসের সৌন্দর্য অনেকটা বৃদ্ধি করে। এটি মূলত সপুষ্পক উদ্ভিদ। এসব ফুল বেশিরভাগ হাইব্রিড জাতের হয়ে থাকে।

ফটোগ্রাফি নং-৪


1000029014.jpg

ক্যাপশন: গাঁদা ফুল।
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো।
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ২৭ শে ফেব্রুয়ারি ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া


আমার এই ফটোগ্রাফিতে রয়েছে একটি কমলা রঙের গাঁদা ফুলের ফটোগ্রাফি। শীতকালীন ফুলগুলোর মধ্যে গাঁদা ফুল একটি অন্যতম ফুল। গাঁদা ফুলের সৌন্দর্য এবং ঘ্রাণ সম্পর্কে আমরা সকলেই জানি। গাঁদা ফুল আমাদের দেশে অনেক অঞ্চলে অত্যাধিক চাষ করা হয়। গাঁদা ফুল চাষ করা অত্যন্ত সহজ হওয়ায় অনেকেই চাষের জন্য এই ফুল বেছে নাই। গাঁদা ফুল সৌন্দর্য দিক থেকেও অতুলনীয়।


ফটোগ্রাফি নং-৫


1000029015.jpg

ক্যাপশন: ভারবেনা।
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০মেগাপিক্সেল
তারিখ: ২৭ শে ফেব্রুয়ারি ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার এই ফটোগ্রাফিতে রয়েছে ভারবেনা ফুলের ফটোগ্রাফি। ভারবেনা ফুল অনেক রঙের হয়ে থাকে। আমি নিজে চোখেই ভারবেনা ফুলের একাধিক রং দেখেছি। আমাদের ক্যাম্পাসে দুই রঙের ভারবেনা ফুল রয়েছে। ফুলগুলো হাতে নাগাল থেকে অনেকটাই দূরে হওয়ায় ফটোগ্রাফি করতে অনেকটাই সমস্যা হয়েছে। তারপরেও আমি জুম করে ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। জুম করে ফটোগ্রাফি করার কারণে ফুলের সৌন্দর্যটা পরিপূর্ণভাবে তুলে ধরতে পারেনি। তবে এই ফুল গুলো দেখতে ভীষণ সুন্দর।


ফটোগ্রাফি নং-৬


1000029016.jpg

ক্যাপশন:গাজানিয়া রিজেনস।
ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ২৭ শে ফেব্রুয়ারি ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার এই ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন গাজানিয়া রিজেনস ফুলের ফটোগ্রাফি। এই ফুলের নামটি আমি একেবারেই জানতাম না। কালকে একটি আপুর পোস্টে দেখেছিলাম গাজানিয়া ফুল অন্যরকম দেখতে হয়। তবে এটাও যে গাজানিয়া ফুল সেটা আমি গুগল থেকে জানতে পারলাম। এই ফুলগুলো বাস্তবে দেখতে গাঁদা ফুলের মতই সুন্দর। ফটোগ্রাফিতে এর সৌন্দর্য অনেকটা কম দেখা যাচ্ছে। আমাদের এই ক্যাম্পাসে টবের মধ্যে এই ফুল অনেক রয়েছে। আমাদের ক্যাম্পাসে চারিপাশে এত ফুল দেখলে মনটা শান্ত হয়ে যায়।


ফটোগ্রাফি নং-৭


1000029017.jpg

ক্যাপশন: কাঠগোলাপ।
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ:২৭ শে ফেব্রুয়ারি ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার সর্বশেষ ফটোগ্রাফি তে রয়েছে কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি। কাঠগোলাপ ফুল পছন্দ করে না এরকম মানুষ খুব কম। আমি ব্যক্তিগতভাবে কাঠগোলাপ ফুল খুব পছন্দ করি। কাঠগোলাপ ফুলের সাদা রংটা অসাধারণ একটি রং। ক্যাম্পাসের ছোট্ট একটি গাছ রয়েছে। এই ছোট গাছে প্রতিদিন একটি দুইটি করে কাঠগোলাপ ফুল ফুটতে দেখা যায়। কাঠগোলাপ ফুলের গাছটি হাতে নাগালের অনেকটাই বাইরে। দূরে হওয়ায় ফটোগ্রাফি করতে অনেকটাই সমস্যা হয়। তবুও আমি চেষ্টা করেছি এই সুন্দর ফুলটির সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার।

আজ এই পর্যন্তই।



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রতিটা ফুলের ফটোগ্রাফির যে সুন্দর সুন্দর পোস্ট করেন তার মত আজকের পোস্টটি ও চমৎকার লেগেছে। ফুলগুলো আপনি সিঙ্গেল ফোকাস করে তুলেছেন বলেই পেছনটা এত ব্লার হয়েছে যে কারণেই ফুলগুলো আরো ভালো লাগছে দেখতে। কোন একটা ছবি কি যে দারুন বলবো সেই জায়গা নেই। প্রতিটা ছবি খুব ভালো লেগেছে।

image.png

1000029037.png1000029043.png1000029042.png

ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। ফুল দেখলে সবারই খুব ভালো লাগে। নয়ন তারা ফুলটা একদম নজরকাড়া হয়েছে। তাছাড়া দ্বিতীয় যে ফুলটা শেয়ার করছেন সেটাও খুবই সুন্দর হয়েছে আপু। সর্বোপরি সবগুলো ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে।

কয়েকটি এলোমেলো ফুলের ফটোগ্রাফি দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফী টি একটু বেশি ভালো লেগেছে। আসলে কাঠ গোলাপ ফুল আমার খুবই প্রিয় একটি ফুল।

বাহ আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ণনা যেন অবাক করে দিল আমাকে। প্রত্যেকটা ফুল আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সবগুলো ফুলের ফটোগ্রাফি প্রশংসনীয়। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করে দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

অসাধারণ প্রত্যেকটি ফুলের ছবি তুলে আমাদের সঙ্গে শেয়ার করেছেন। সাতটি ছবিই ভীষণ সুন্দরভাবে ক্যামেরাবন্দি করেছেন। বিশেষ করে গাঁদা এবং পিটুনিয়া ফুলের ছবি দুটি অসাধারণ সুন্দর হয়েছে। এত সুন্দর সব কটি ছবি দিয়ে অ্যালবাম তৈরি করে আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য ধন্যবাদ।

আপনার মোবাইলে ধারণ করা ভিন্ন ভিন্ন ধরনের এই ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম। আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন এবং তা আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন। আসলে চমৎকার ছিল আপনার এই ফটোগ্রাফি গুলো। অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে খুশি হয়েছি।

আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো দিদি।আপনি বরাবরের মতো চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন। সুন্দর বর্ননায় আরো বেশী ভালো লেগেছে আমার। প্রতিটি ফুলের ক্যাপচার খুবই সুন্দর হয়েছে।তবে আমার কাছে বেশী ভালো লাগলো কাঠ গোলাপ, গাজানিয়া রিজেনস ফুলের ফটোগ্রাফি দুটো।অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার চমৎকার ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন।প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি আমার কাছে দারুন লেগেছে, শেয়ার করার জন্য ধন্যবাদ।

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

আপনার ফটোগ্রাফি সবসময় দারুণ হয়। নয়ন তারা ফুলের ফটোগ্রাফি, ভারবেনা ফুলের ফটোগ্রাফিটা আমার কাছে দারুণ লেগেছে। বাকিগুলাও দারুণ ছিল।

দারুন কিছু ফুলের সৌন্দর্য উপভোগ করলাম প্রতিটা ফটোগ্রাফিতে ফুলের সৌন্দর্যটা চমৎকারভাবে তুলে ধরেছেন। সুন্দর এই ফুলের ফোটোগ্রাফি গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ফুল মানেই সুন্দর। প্রশংসা করে শেষ হবে না। এক কথায় প্রতিটা ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে ক্যাপচার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলা দেখে মুগ্ধ হয়েছি। ধন্যবাদ আপনাকে আপু।

ফুলের ফটোগ্রাফি সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কারণ ফুলের সৌন্দর্য আমরা সবাই অনেক ভালবাসি। অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার তোলা সাতটি ভিন্ন ভিন্ন ফুলের ফটোগ্রাফি দেখে আমি তো জাস্ট মুগ্ধ হলাম। প্রতিটা ফটোগ্রাফি আপনি খুবই সুন্দর ভাবে করেছেন। আমার কাছে আপনার প্রথম তিনটা ফুলের ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে দেখতে। জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মত ছিল প্রতিটা ফুলের ফটোগ্রাফি।

দ্বিতীয় ফটোগ্রাফির ছোট ছোট এই ফুলগুলো আমিও কিছুদিন আগে দেখেছিলাম। নাম জানা নেই তবে এগুলোর যে পাতা হয় সেটা টক হয় খেতে। যাইহোক আপনি খুব সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। গজনীয়া ফুলগুলো অনেক ধরনের হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

আপনি আজকে চমৎকার সাতটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনার ফটোগ্ৰাফি গুলো দেখে মনে হচ্ছে আপনি প্রফেশনাল ফটোগ্রাফার। আমার কাছে কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফিটি বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু আপনাকে

আরে বাহ্ আপনি তো দেখে খুবই চমৎকার চমৎকার ফুলের ফটোগ্রাফি করেছেন। আসলে এ ধরনের ফটোগ্রাফি গুলোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। মুগ্ধ হয়ে গেলাম আপনার ফটোগ্রাফি দেখে। আপনি বরাবরই খুব চমৎকার চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। এত চমৎকার ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

বাহ, আপু আপনাদের ক্যাম্পাসে তো দেখছি বেশ চমৎকার সব ফুলের গাছ রয়েছে। ক্যাম্পাস জুড়ে এত সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো থাকলে সেখানে সময় কাটাতে খুব ভালো লাগে। এমন সুন্দর ফুল দেখলে ফটোগ্রাফি না করে থাকা যায় না। আপনি প্রাকৃতিক দৃশ্যের যেমন সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেন তেমনি আজ ফুলের ও খুব চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রতিটা ফুল দেখতে খুবই সুন্দর। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো সত্যিই মনমুগ্ধকর।প্রতিটি ফুলের সৌন্দর্য যেন এক নতুন রূপে ধরা দিয়েছে ক্যামেরায়, আর সেই সাথে আপনার বর্ণনাগুলো আরও বিশেষ করেছে ছবিগুলোকে। প্রতিটি ফুল যেন জীবন্ত হয়ে উঠেছে আপনার শেয়ার করা ছবিগুলোর মাধ্যমে। ফুলের এমন দৃষ্টিনন্দন ছবি দেখে আমি সত্যিই অবাক, এবং আনন্দিত। এত সুন্দর মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।