আসসালামুয়ালাইকুম
আমি রাবেয়া
বাংলাদেশ থেকে বলছি
আমি সিরাজগঞ্জ জেলার মেয়ে , এখানেই জন্ম এখানেই বেড়ে ওঠা
আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করলাম গত বছর
সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে
আমার টেকনোলজি রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং আমাদের কাজ নির্দিষ্ট স্থানে শীততাপ নিয়ন্ত্রিত করা ,আমাদের এক টিচার আমাদের বলতো তোমরা ঠাণ্ডা গরমের স্টুডেন্ট
আমার বাংলা ব্লগ এ এটা আমার প্রথম পোস্ট
আমি এই প্লাটফর্মে এসেছি গত দুই মাস আগে , যখন
আমি প্রথম এই প্লাটফর্মে আসি আমার সামনে প্রথমেই আমার বাংলা ব্লগ কমিউনিটি আসে তখন ই আমি জয়েন হই এমনি
এই প্লাটফরমে আসার উৎসাহ পাই আমি আমার কলেজ এর বন্ধু @shahinalam12 থেকে
আমার প্রথম থেকেই আমার বাংলা ব্লগ কমিউনিটি অনেক ভালো লাগে,এখানকার সব পোস্ট আমার খুব ভালো লাগে ,তাই আজকে পোস্ট করতে আসলাম।
আমি পেইন্টিং করতে খুব পছন্দ করি, অবসর সময় আমি বসে বসে রং তুলি,ক্যানভাস প্যাড নিয়ে বসে পড়ি মাঝে মাঝে ইচ্ছে করে আমি যদি অনেক বড় পেইন্টার হতাম। আমার বই পড়তে অনেক ভালো লাগে উপন্যাস পড়তে গেলে আমি যেনো হারিয়ে যাই উপন্যাসের চরিত্রে , আমি প্রচুর বই পড়ি।
আমি একজন ছোট ব্যাবসায়ী আমি শাড়ি-পাঞ্জাবি ডিজাইন করে সেল করি , কাপল ড্রেস ডিজাইন করি পেইন্টিংয়ে আমার ছোট একটা ফেসবুক পেজ আছে সেখানে আমি সেল করি, এখন আমার চিন্তা আমার ছোট ব্যাবসা টাকে বড় করা আর একটা বুটিক হাউস করার সেখানে বেকার মেয়েদের কাজ দিবো আমি সবাই দুয়া করবেন আমার জন্য।
আমার আব্বু একজন বেসরকারি কোম্পানির কর্মকর্তা জোনাল ইনচার্জ হিসেবে ছিলেন বর্তমানে অবসরে আছেন আব্বু ,আর আম্মু গৃহিণী
আমরা চার বোন দুই ভাই,সবার বড় আপা,আপার বিয়ে হয়েছে দুলাভাই এর ছোট একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে
আম্মু আর আমি
তারপর আমার ভাইয়া , ভাইয়া টেক্সটাইলে ডিপ্লোমা - বিএসসি ইঞ্জিনিয়ার , ভাবী ম্যানেমেন্ট এ মাস্টার্স,ভাবী জব করে না কবে করে না বলতে ভাইয়া করতে দেয় না ,আমাদের একটা প্রিন্স আছে আমার ভাইয়ার ছেলে সে খুবই দুরন্ত ,আমাদের চোখের মণি
তারপর আমার আরেক আপা উনি ইলেকট্রিক্যাল এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ,দুলাভাই রূপালী ব্যাংকের একটা শাখার ব্র্যাঞ্চ ম্যানেজার
তারপর আরেক আপা উনি গৃহিণী ,দুলাভাই ঢাকায় ব্যাবসা করে
তারপর আমি বললাম একটু আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার
তারপর ছোট ভাই কৃষি ডিপ্লোমাতে পড়তেছে
আমি খুব সৌখিন একটা মেয়ে আমার ঘুরতে অনেক ভালো লাগে, সব সময় সৌখিন ভাবে চলতে পছন্দ করি
আমার জন্য সবাই দোয়া করবেন।
আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ্য রাখুন
আল্লাহ হাফেজ
Device | Name |
---|---|
Android | Realme c11 |
Camera | 13MP camera |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @rabeya1 |
আপনার ভেরিফিকেশন পোস্ট ভালো হয়েছে তবে যার নাম মেনশন করেছেন নাম সঠিক হয়নি, এডিট করে সঠিক করুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি ঠিক করেছি।
আমি কি এখন থেকে এখানে পোস্ট করতে পারবো????
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
না, আগে discord এ জয়েন করুন।
আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে স্বাগতম।
আপনাকে সঠিকভাবে পোস্ট করতে হলে অবশ্যই আমাদের লেভেল ওয়ান এর ক্লাস এ জয়েন হতে হবে। সর্বপ্রথম আপনাকে Discord এ জয়েন হয়ে এসে ক্লাসগুলো এটেন্ড করতে হবে এবং আমাদের কমিউনিটির নিয়ম মেনে পোস্ট করতে হবে।
কিভাবে খুব সহজে Discord Account খুলবেন।
আমাদের Discord Link https://discord.gg/5aYe6e6nMW
নিয়ম কানুন ও গুরুত্বপূর্ন তথ্য।
"আমার বাংলা ব্লগের" অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ কমিউনিটি পোস্টগুলির হাইপার লিঙ্কগুলির আর্কাইভ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit