পরিবারের সদস্যের সাথে ঘুরতে যাওয়ার কিছু মুহূর্ত।"১০ শতাংশ লাজুক শিয়ালের জন্য"

in hive-129948 •  3 years ago 

পরিবারের সদস্যের সাথে ঘুরতে যাওয়ার কিছু মুহূর্ত।

IMG20211019134131.jpg

আমাদের সবারই পরিবার আছে।আমাদের সবারই উচিৎ পরিবারের সাথে সময় কাটানো। আমরা এমন একটা সময় পার করতেছি যেখানে কারো জন্য সময়ই হয় নাহ,পরিবারতো দুরের কথা। জীবনের সব কিছু পরিবারকে ঘিরেই আমাদেরকে এইটা মনে রাখতে হবে।পরিবার ছাড়া যেমন একটা সমাজ হয় নাহ,তেমনি আপনি আমি কেউ চাইলেও পরিবার ছাড়া চলতে পারবেন নাহ।আজ আমি আমার পরিবারের সাথে সুন্দর সময় কাটানোর কিছু মুহূর্ত আর আমার মনের কিছু কথা শেয়ার করব।আশা করছি সবার ভাল লাগবে।

IMG20211019134309.jpg

কিছুদিন আগে আমার পরিবারের কিছু সদস্যের সাথে ঘুরতে গেছিলাম।এইটা একটা ছোট খাটো ভ্রমণ ও বলতে পারেন।আমরা আমাদের একজন আত্মীয়ের বাসায় গেছিলাম।গ্রামটা দেখতে অনেক সুন্দর। উপরের প্রথম ছবিতে দেখতে পাচ্ছেন দুইজন কে একটা আমি আর আমার ভাতিজা।দুই পাশে ধানখেত মাঝখানে রাস্তা।আপনারা হয়তো না দেখলে বুঝতে পারতেন না যে বাংলাদেশের গ্রামগুলো কতো সুন্দর,আসলে সেদিনের আকাশটাই যেন ছিল অন্যরকম।গুরি গুরি বৃষ্টি পরতেছিল।প্রথমে মনে হচ্ছিল যে আমাদের আমাদের ভ্রমণটাকে হয়তো পণ্ড করে দিবে।কিন্তু আশে পাশের পরিবেশ দেখে আসলেই আমাদের মনটা ভরে গিয়েছিল।আপনারা দ্বিতীয় ছবিতে দেখছেন আমার পরিবারের কিছু সদস্য।এরা হলো,সামনের সারিতে আমার চাচি,চাচা,আমার ছোট ভাতিজা,আর আমার ফুপা।এবং শেষ এর সারিতে এরা হচ্ছে আমার ভাতিজি।হয়তো বলতে পারেন আমি কোথায়,আসলে ছবিটা আমি উঠাচ্ছিলাম।

IMG20211019134122.jpg

আসলে গ্রামের বর্ণনা দিতে গেলে শেষ করা যাবে নাহ।কারন গ্রামটা অনেক সুন্দর যা ছিল বলার বাহিরে।আপনারা হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন যে দুই পাশে ধান খেত আর মাঝখানে রাস্তা।যা ছিল অপরুপ দৃশ্য।আমরা যারা শহরে থাকি তাদের কাছে এই রকম গ্রামীন পরিবেশ কল্পনার মত।সবসময় গাড়ীর হর্ন এর শব্দ,কালো ধোয়ায় ছড়িয়ে গেছে পুরো শহর।আমরা জানি না আসলে কবে বাহির হইতে পারবো এই রকম ইট-পাথরের দালানকোঠার ভিতর থেকে।যাই হোক এখন ফিরে যাই সেই গ্রামে,গ্রামের পরিবেশটাই ছিল যেন অন্যরকম।আমি আরও কিছু ছবি আপনাদের কাছে শেয়ার করব,এই গ্রাম এর যা দেখে হয়তো বুঝতে পারবেন।গ্রামটা যেন একটা কবির।কারন শুনেছি সব কবি নাকি নদীর পাড়ে গিয়ে কবিতা লিখত।তবে এই গ্রাম এত বড় কোন নদী নাই, আছে একটা নদীর শাখা।আপনি চিন্তা করেন যে একটা গ্রামের পাশ দিয়ে নদী বয়ে গেছে,আপনি সেই নদীর পাশে একা বসে আছেন, কতোটাই নাহ ভাল লাগবে আপনার।

IMG20211019153651.jpg

আমরা বলি যে আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ।কিন্তু যেভাবে নদি-নালা ধ্বংস হচ্ছে হয়তো আমাদের পরের জন্ম ভুলেই যাবে যে বাংলাদেশে নদী ছিল।এইটা শুধু আমার আপনার দোষ নাহ সবার।কারন আমরা আমাদের নিজের ক্ষতি নিজেই করছি।আমরা যে যার জায়গা থেকে আমাদের নিজের মতো করে নিজের দেশের ঐতিহ্য ,আমাদের দেশের প্রাকৃতিক সম্পদকে রক্ষা করার চেষ্টা করব।দেশ আমাদের,সম্পদ আমাদের, তেমনি রক্ষা করার দায়িত্ব আমাদের।

আমি আসলে নিজের পরিবারের কথা বলতে গিয়ে আমার দেশ নিয়ে আলোচনা করেছি।বলেছি আমাদের দেশের সুন্দর নদ-নদীর কথা।এবার ফেরা যাক আমার পরিবারের কাছে,আমরা সেদিন ৭ জন গিয়েছিলাম ঘুরতে।যা ছিল অসাধারণ একটা দিন আমার জন্য। আমরা সারা দিন ঘুরছি তারপর খাওয়া দাওয়া করে বাসার দিকে রওনা দেই।সেদিন বাসায় ফিরতে আমাদের সন্ধ্যা হয়েগেছিল।
আজ আমি এখানেই আমার পরিবারের সাথে ঘোরার কিছু মুহূর্তের বর্ণনা শেষ করছি।ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ইতি
@rabiul365

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পরিবারের সাথে আপনি অনেক সুন্দর একটি সময় উপভোগ করেছেন। সেইসাথে আপনি গ্রামীণ পরিবেশে প্রকৃতির সাথে অন্যরকম একটি চিত্র তুলে ধরেছেন। গ্রাম শব্দের অর্থ যেন শান্তিপ্রিয় একটি জায়গার নাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোষ্ট করার জন্য।

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য।

পরিবারের সদস্যদের সঙ্গে আপনি খুব সুন্দর সময় কাটিয়েছেন।আমাদের সবারই উচিত পরিবারকে সময় দেয়া।কারণ যে কোনো বিপদে পড়লে সবার আগে পরিবারের সদস্যরাই পাশে দাঁড়ান।আপনার ঘুরতে যাওয়া গ্রামটিও অনেক সুন্দর ছিল।ধানের জমির পাশ দিয়ে হাঁটার মজাই আলাদা। আপনার সুন্দর মূহুর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।