হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন।আশা করছি মহান সৃষ্টিকর্তার দোয়ায় সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।সবার কাছে আশা করবো সবাই সাবধানে থাকবেন।আজকে আপনাদের সাথে ইতিহাসের এক ঐতিহাসিক বিষয় নিয়ে আলোচনা করবো।আমি জানি না এর আগে এই বিষয় নিয়ে লিখেছে কিনা।তবে আজকে আপনাদের সাথে আমাদের ইতিহাসের সাক্ষী ঐতিহাসিক বিউটি বোডিং নিয়ে আলোচনা করবো।বেশি কথা না বলে চলেন শুরু করি।
আমাদের ইতিহাসের এক কালজয়ী সাক্ষী হচ্ছে আমাদের এই বিউটি বোডিং।আসলে বিউটি বোডিং এর কথা বললে এর ইতিহাস শেষ করা যাবে না।৪৭ এর দেশ ভাগের সময় কাল থেকে মুক্তিযুদ্ধের আগে পর পর্যন্ত জড়িয়ে রয়েছে অনেক স্মৃতি।আমি ঢাকায় থাকার সময় আমার বন্ধুদের নিয়ে গিয়েছিলাম এই কালজয়ী জায়গায়।খুব ভোরে গিয়েছিলাম। আমরা ৩ জন।এই বিউটি বোডিংএর অবস্থান শ্রীসদাস লেন,(বাংলাবাজার)ঢাকা- ১১০০।এইটা মূলত ছিল জমিদার সুধীর চন্দ্র দাশের।এইটাকে তিনি বাগান বাড়ি হিসেবে ব্যাবহার করতেন।পরে ৪৭ এর দেশ ভাগের পর এইটা হয়ে যায় সোনারবাংলা প্রেস। এখানে সব চেয়ে মজার বিষয় হচ্ছে যে আমাদের কবি শামসুর রহমানের প্রথম কবিতা এই প্রেস থেকে ছাপানো হয়েছিল।দেশ ভাগের পর যখন কলকাতায় সোনার বাংলা প্রেস চলে যায় তখন এইটা বিউটি বোডিং নামে চালানো হয়। যুদ্ধের পর এইটা বন্ধ হলেও আবার পরবর্তীতে চালু করা হয়। এই বোডিং এর জন্মলগ্ন থেকেই এখানে অনেক সাহিত্তিক,কবি, শিল্পি,চিত্রপরিচালক,গায়ক,রাজনীতিবিদসহ আরও অনেক পেশার মানুষ।এখানে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু নিজে গিয়েছিলেন। অনেক মিটিং তিনি এখান থেকেই পরিচালনা করেছেন। যা আজ ইতিহাসের সাক্ষী হয়ে আছে। উপরের যে ছবিটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মেইন গেইট।এই গেট দিয়ে ভিতরে গেলেই আমাদের সেই বিউটি বোডিং।
ছবিতে যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সেই জমিদার বাড়ি।যা কালক্রমে পরিবর্তিত হয়ে গেছে।আগের সেই জৌলুষ আর নেই।দেয়াল থেকে ইট খশে পরছে।কিন্তু এক সময় যেখানে সুধীর চন্দ্র তার জমিদারি চালাত।এখন এইটা কমিউনিটি পুলিশরা ব্যাবহার করতেছে এবং নিচে দোকান ভাড়া দেওয়া হয়েছে।
গেইট দিয়ে ঢোকার পর প্রথমেই এই ভবনটা চোখে পরবে।দেয়ালগুলো দেখেই মনে হয় যেন এখানে কতো ইতিহাস লুকিয়ে আছে।একদিনের মুখরিত বোডিং আজ নিরব।সুন্দর করে ভবনের যাওয়ার ইটের রাস্তা এবং দুই পাশে ফুলের গাছ লাগানো।
দুর থেকে ছবি তুলে নিলাম প্রথম বিল্ডিংএর।হয়তো ইটগুলো বলছে আমার এক সময় জৌলুষ ছিল।
এইটা হচ্ছে বিউটি বোডিং এর অফিস কক্ষ।যা এক সময় হয়তো মানুষের ভিরে মুখরিত ছিল। তবে আজ তা নিরব।এখনও খোলা হয় আমরা সকালে যাওয়ার কারণে তালা বন্ধ অবস্থায় ছিল।
এখানে বিউটি বোডিং এর ইতিহাস দেওয়া আছে এবং যাদের পদধূলিতে এক সময় মুখরিত থাকতো এই বিউটি বোডিং তাদের নাম দেওয়া রয়েছে।
১৯৭১ সালের২৮শে মার্চ মুক্তিযুদ্ধের সময় এখানে ১৭জন শহীদ হয়েছেন।এখানে তাদের নাম দেওয়া হয়েছে।
এখানে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণে একটা স্মৃতিফলক তৈরি করা হয়েছে এবং এই স্মৃতিফলক এর মোড়ক উন্মোচন করেন কবি শামসুর রহমান।
ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আমি নিজেও একটা সেলফি তুলে নিলাম বিউটি বডিং এ।
এই ভবনটা হচ্ছে ভিতরে।অফিস কক্ষের সাইড দিয়ে ভিতরে গেলে এই ভবনটা চোখে পরবে।এখানে একটা জিনিস খেয়াল করলাম আগের যুগের কারুকার্জ ।যা আমাকে মুখরিত করেছে।আসলে নিজে এখানে আসতে পেরে ধন্য মনে করতেছিলাম।
এইটা হচ্ছে অফিস রুমের সামনের অংশটা।যেখানে খুব সুন্দর করে বিউটি বোডিং এর সাইন বোর্ড দেওয়া আছে।
বাহির হবার সময় আমি গেটের সামনে একটা সেলফি তুলে নিলাম।যাতে একদিন মনে করতে পারি যে আমি এই ঐতিহাসিক জায়গার এসেছিলাম।নিজেকে ধন্য মনে হবে।আসলে পরিশেষে আমি বলতে চাই যে আমাদের দেশের যা ঐতিহাসিক স্থান আছে এগুলকে যত্ন করে রাখা দরকার। যদি আমরা এগুলো মুছে ফেলে দেই তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ইতিহাস সম্পর্কে জানতে পারবে না।আমাদের সবার উচিৎ যে যার জায়গা থেকে ঐতিহাসিক নিদর্শন রক্ষা করা।তাহলে টিকে থাকবে আমাদের ইতিহাস টিকে থাকবে আমাদের ঐতিহ্য।সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।
আর এখানেই আমি শেষ করলাম আমাদের ইতিহাসের কালজয়ী স্থান বিউটি বোডিং এর ভ্রমণের অভিজ্ঞতা।জানি না কতটুকু তুলে ধরতে পেরেছি আপনাদের মাঝে।যদি কোন ভুলত্রুটি হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন।সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।
ফটোগ্রাফি | রবিউল ইসলাম |
---|---|
ডিভাইস | Realme 7 Pro |
ছবি তোলার স্থান | লোকেশন |
আমি রবিউল ইসলাম। আমার স্টীমিট আইডি @rabiul365। আমি একজন বাংলাদেশি।আমি আমার দেশকে নিয়ে গর্ববোধ করি।কারন আমি আমার মায়ের ভাষায় কথা বলি।দেশ আমার ভাষা আমার।আমি বর্তমানে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছি।আমি একজন সপ্ন বিভোর মানুষ।সপ্ন দেখতে পছন্দ করি।ভ্রমন আমার খুব পছন্দের কাজ।ভ্রমন ভালবাসি।মাঝে মাঝে নিজের মনের ভাবকে প্রকাশ করতে আঁকাআঁকি করে থাকি।চেষ্টা করি নতুন কিছু করার,কারন সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
বিউটি বোর্ডিং নিয়ে আপনার দারুন গল্প রচনা করেছেন। এটি শুধু একটি বোর্ডিং ছিলনা ছিলো ইতিহাসের প্রাণকেন্দ্র।১৯৪৭ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পরবর্তী সময় পর্যন্ত নানা ঘটনার সাক্ষী এই বিউটি বোর্ডিং। কয়েক বছর আগে বাংলা বাজারে যাওয়ার পর আমার যাওয়ার সুযোগ হয়েছিল। বিউটি বোর্ডিং এর পাশেই সুপরিচিত একটি প্রেসে আমাদের এলাকার কিছু লোক কর্মরত ছিল। সেই সুবাদে কয়েকবার বিউটি বোর্ডিং নিয়ে যাওয়া হয়েছিল। বিউটি বোর্ডিং কে ঘিরে জ্ঞানগর্ভ মূলক এমন গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আপনাকে আপনার এত সুন্দর গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ও শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনার মত আমারও একবার যাবার সুযোগ হয়েছিল এই ঐতিহাসিক স্থানটিতে। আমি আর আমার বন্ধু এক রাত্রি যাপন করেছিলাম এই বোর্ডিং হাউসে।জায়গাটি অনেক পুরাতন হলেও ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ইতিহাসের কথা না হয় বাদই দিলাম। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আপনাকে আপনার সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোষ্টটি পড়ে বোর্ডিং এর সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম । আপনি সুন্দরভাবে ফটোগ্রাফি গুলো পড়ার পাশাপাশি বোর্ডিং কি সবকিছু তুলে ধরেছেন । এত সুন্দর একটি বিখ্যাত বোর্ডিং এর সম্পর্কে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিউটি বোর্ডিং সম্পর্কে এত কিছু তথ্য জেনে অনেক ভালো লাগলো। জানিনা কখনো সেখানে যাওয়া হবে কিনা। যদি কখনো ওই জায়গার আশেপাশে চাই তবে নিশ্চয়ই এ বিউটি বোর্ডিং এ যাওয়ার চেষ্টা করব। সেখানে জড়িয়ে আছে অসাধারণ সব স্মৃতি। বিখ্যাত বিখ্যাত মানুষের সাথে বিউটি বোর্ডিংয়ের কিছু না কিছু যোগ সূত্র আছে। তা আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম। ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিউটি বোর্ডিং সম্পর্কে জেনে খুবই ভালো লাগলো ভাই।এর আগে এই বিষয় সম্পর্কে কোনো ধারণা ছিল না।অনেক পুরনো আমলের হলেও স্মৃতি বিজড়িত একটি স্থান।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit