DIY " এসো নিজে করি "রঙিন কাগজ দিয়ে একটি বাঁদুরের অরিগ্যামি তৈরি(🦊১০% লাজুক খ্যাক এর জন্য)

in hive-129948 •  3 years ago 

হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন।আশা করছি মহান সৃষ্টিকর্তার দোয়ায় সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।সবার কাছে আশা করবো সবাই সাবধানে থাকবেন।রমজান মাসে সব কিছু পাল্টে গেছে আসলে।কারন ভার্সিটি থেকে এসে আর শরীর কাজ করে না।যাই হোক গতদুই দিন আগে একটা ক্র্যাফট এর কাজ করেছিলাম।আজকে এরই ধারাবাহিকতায় একটি রঙিন কাগজের তৈরি বাঁদুরের অরিগ্যামি আপনাদের সামনে শেয়ার করবো।আশা করছি আপনাদের ভালো লাগবে।বেশি কথা না বলে চলেন শুরু করি।


রঙিন কাগজ দিয়ে একটি বাঁদুরের অরিগ্যামি তৈরি


photo_2022-04-09_23-13-47.jpg


115.png



উপকরণ


image.png

photo_2022-04-09_23-13-02.jpg

  • ৮ ইঞ্চি বাই ৮ ইঞ্চি কালার পেপার।
  • কটি হোয়াইট পেন
  • একটি কাঁচি

১ম ধাপঃ

path19368.png


পেপারটি প্রথমে চিত্রের ন্যায় ভাঁজ করে চারটি মার্ক করে নিবো।


photo_2022-04-09_23-13-08.jpg


২য় ধাপঃ

path19368.png


এরপর পেইজ টা উল্টিয়ে নিয়ে কোণাকুণি ভাবে দুই দিকে ছবির মত করে ভাঁজ করে নিবো।


photo_2022-04-09_23-13-13.jpg


৩য় ধাপঃ

path19368.png


এরপরে পেপারটি চিত্রের ন্যায় ভাঁজ দিয়ে ত্রিভুজ আকৃতি করে নেবো।


photo_2022-04-09_23-13-17.jpg


৪র্থ ধাপঃ

path19368.png


তারপর পেপারটি দুদিক থেকে এভাবে ভাঁজ করে নিবো।


photo_2022-04-09_23-13-21.jpg


৫ম ধাপঃ

path19368.png


এবারে পেপারটি নিচের কোণটি চিত্রের ন্যায় ভাঁজ করে নিবো।


photo_2022-04-09_23-13-24.jpg


৬ষ্ঠ ধাপঃ

path19368.png


এবারে পেপারটি একপাশে থেকে আগের মার্ক করাভাঁজটি মিলিয়ে নিলে এমন দেখাবে।


photo_2022-04-09_23-13-27.jpg


৭ম ধাপঃ

path19368.png


এবারে আমরা ডান দিক থেকে চিত্রের ন্যায় একটি ভাঁজ দিয়ে নিবো।


photo_2022-04-09_23-13-30.jpg


৮ম ধাপঃ

path19368.png


তারপর নিচ থেকে এরকম করে আরো একটি ভাঁজ দিয়ে নিবো।


photo_2022-04-09_23-13-33.jpg


৯ম ধাপঃ

path19368.png


এরপর এভাবে অন্য পাশেও একই ভাবে ভাঁজ করে নিবো।


photo_2022-04-09_23-13-36.jpg


১০ম ধাপঃ

path19368.png


এবারে পেপারটি উল্টিয়ে নিয়ে এভাবে পেপারটি মার্কিং করে নিবো।


photo_2022-04-09_23-13-40.jpg


১১ম ধাপঃ

path19368.png


এরপরে পেপারটিকে চিত্রের ন্যায় ভাঁজ করে নিলে এমন দেখাবে।


photo_2022-04-09_23-13-42.jpg


১২ম ধাপঃ

path19368.png


এরপর পাখা তৈরির জন্য পেপারটি উল্টিয়ে নিয়ে এভাবে মার্কিং করে নিবো।


photo_2022-04-09_23-13-43.jpg


১৩ম ধাপঃ

path19368.png


এরপরে দুপাশে ভাঁজের মাধ্যমে মার্কিং করে নিলে এমন অবস্থায় আসবে।


photo_2022-04-09_23-13-44.jpg


১৪ম ধাপঃ

path19368.png


এবারে সাদা পেন দিয়ে চোখ ও মুখ একে দিলেই হয়ে যাবে কাগজের তৈরি বাদুর।


photo_2022-04-09_23-13-46.jpg


১৫ম ধাপঃ

path19368.png


এরপর খুব সুন্দর করে রেখে দিলে দেখতে বাঁদুরের মতো দেখাবে।


photo_2022-04-09_23-13-47.jpg


আর এভাবেই শেষ হয়ে গেলো আমাদের সেই রঙিন কাগজ দিয়ে একটি বাঁদুরের অরিগ্যামি তৈরির কাজ।জানি না কেমন হয়েছে।ভালভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।আশা করছি আপনাদের ভালো লাগবে।আপনাদের উৎসাহ পেলে আরও ভালো কিছু করতে পারবো।সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।তবে দেখা হবে অন্য কোন দিন অন্য কিছু নিয়ে।

ফটোগ্রাফিরবিউল ইসলাম
ডিভাইসRealme 7 Pro
ছবি তোলার স্থানলোকেশন

LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

আমার পরিচয়

IMG20220118113255n.jpg

আমি রবিউল ইসলাম। আমার স্টীমিট আইডি @rabiul365। আমি একজন বাংলাদেশি।আমি আমার দেশকে নিয়ে গর্ববোধ করি।কারন আমি আমার মায়ের ভাষায় কথা বলি।দেশ আমার ভাষা আমার।আমি বর্তমানে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছি।আমি একজন সপ্ন বিভোর মানুষ।সপ্ন দেখতে পছন্দ করি।ভ্রমন আমার খুব পছন্দের কাজ।ভ্রমন ভালবাসি।মাঝে মাঝে নিজের মনের ভাবকে প্রকাশ করতে আঁকাআঁকি করে থাকি।চেষ্টা করি নতুন কিছু করার,কারন সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়।



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


image.png

সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।


115.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর বাদুড় তৈরি করেছেন ভাইয়া। একদম সত্যিকারের বাঁদুরের মতই লাগছে দেখতে। খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন আমাদের সাথে। আপনাকে ধন্যবাদ ভাইয়া এবং শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপু আপনাকে তো সুন্দর মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।

রঙিন কাগজ দিয়ে আপনার তৈরি করা বাদুরের অরিগামিটি অনেক সুন্দর লাগছে। বাদুর কে অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন। অরিগামি তৈরি করার পদ্ধতি ও ধাপ আকারে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাই আপনাকে আপনার এত সুন্দর মতামতের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।

ভাইয়া এই সেদিন আমার কাঁঠাল গাছে এসে ঠিক এরকমই একটি বাঁদুর বসেছিল। আমার ছেলে কখনো বাস্তবে বাদুর দেখেনি সেদিন প্রথম দেখিয়েছিলাম। আর আজ আপনার রঙিন কাগজের বাদুড়টি দেখে আমার মনে হচ্ছে হুবহু সেই বাদুড় দেখতে পাচ্ছি। কতইনা নিখুঁত করে তৈরি করেছেন বাদুড় টিকে। রঙিন কাগজ ব্যবহার করে এত সুন্দর একটি বাঁদুর তৈরি করে ধাপে ধাপে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

ধন্যবাদ ভাই আপনার এত সুন্দর মতামত দিয়ে আমার পাশে থাকার জন্য।

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি বাঁদর তৈরি করেছেন ভাইয়া। দেখতে একেবারে সত্তিকারের বাঁদরের মতো লাগছে। রাতের বেলায় এমন বাঁদর চোখের সামনে পড়লে তো ভয় লাগবে। তাছাড়া বাঁদর তৈরির প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপু আপনার এত সুন্দর মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।

আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে একটি বাঁদুরের অরিগ্যামি তৈরি তৈরি করেছেন। দেখে খুব ভালো লাগলো। খুব চমৎকারভাবে আপনি ধাপসমূহ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত অসাধারন পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

আপনার কাছে ভাল লেগেছে জেনে অনেক ভালো লাগলো ভাই। এত সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

রঙিন কাগজ দিয়ে তৈরি আপনার বাদুরের অরিগামি টি সত্যি অসাধারণ হয়েছে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে।কালো কাগজ ব্যবহার করার জন্য আপনার বাদুড় টি একদম সত্যি কারের বাদুড়ের মতো দেখাচ্ছে। বেশ ভালো বানিয়েছেন আপনি ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি ডাই শেয়ার করার জন্য ।আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপু আপনাকে আপনার এত সুন্দর গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থাকার জন্য।

রঙ্গিন কাগজের তৈরি বাদুড়ের অরিগামিটি চমৎকার হয়েছে ভাইয়া। অরিগামিটি দেখতে খুবই সুন্দর লাগছে৷ আপনার এই পোষ্টের মাধ্যমে অসাধারণ হাতের কাজ দেখতে পেলাম। ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ ভাই আপনাকে আপনার মতামত প্রকাশ করার জন্য।

রঙিন কাগজ দিয়ে আসলে অনেক কিছু বানানো যায় আর বানানো পরে দেখতে খুবই ভালো লাগে। আপনার রঙিন কাগজের তৈরি বাদুড় দেখতে কিন্তু সেইরকম লাগছে ।কালো কাগজ দিয়ে বানানোর কারণে আরও বেশি ভালো লেগেছে আমার কাছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে বর্ণনা দিয়ে দেখিয়েছেন।

ধন্যবাদ আপু আপনাকে আপনার এত সুন্দর মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।

আপনার বাদুরের চিত্রটি খুবই সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে এটি তৈরি করেছেন। বাদুর তৈরি প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার আগামীর জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ ভাই আপনাকে আপনার এত সুন্দর মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।

রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর বাদুর তৈরি করেছেন। দেখতে অসাধারণ লাগছে। ধাপগুলো আপনি খুবই সুন্দরভাবে বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

বাহ ভাই বাদুরের অরিগামি টি দেখতে অসাধারণ হয়েছে। এসব অরিগামি তৈরি করতে অনেক বুদ্ধি লাগে। সেই বুদ্ধি আপনার মাঝে আছে। ধন্যবাদ আপনাকে।

আপনার কাছে ভাল লেগেছে জেনে ভালো লাগলো ভাই। ধন্যবাদ আপনার এত সুন্দর মতামতের জন্য।

ব্যাট ম্যান মুভিতে এমন বাঁদুরের চিহ্ন দেখা যায় নায়কের টি-শার্টে। আপনি রঙিন কাগজ দিয়ে অসাধারণ ভাবে বাঁদুর তৈরি করেছেন। আপনার কাজ দেখে আমি মুগ্ধ ভাই।

ভালো লাগলো আপনার মতামত কি পড়ে। ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য ভাই ।

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি বাঁদুরের চিত্র তৈরি করেছেন ভাইয়া, আপনার বাদুর তৈরি করার পদ্ধতিটি আমার কাছে খুবই সুন্দর লেগেছে, খুব সহজ এবং অনেক সুন্দর করে আপনি একটি বাঁদুর তৈরি করেছেন, একবারে নিখুঁত ভাবে আপনি আপনার প্রজেক্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি বাদুরের অরিগামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। রঙিন কাগজের এরকম অনেক ধরনের জিনিস দেখতে খুবই ভালো লাগে, আপনার এই রঙিন কাগজ দিয়ে বাদুড় তৈরির প্রক্রিয়াকে আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে ভাই আপনার এত সুন্দর মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।

রঙিন কাগজ দিয়ে বাদুরের দৃশ্যপট তৈরি অনেক সুন্দর হয়েছে। এমনিতে বাদুর পাখি দেখে আমি খুব ভয় পাই। আপনার তৈরি দেখে অনেক ভালো লাগলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাই আপনাকে আপনার এত সুন্দর মতামতের জন্য।

ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে একটি বাঁদুরের অরিগ্যামি তৈরি করেছেন। দেখতে অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

আপনার কাছে ভাল লেগেছে জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনার এত সুন্দর মতামতের জন্য।

আপনি খুব চমৎকার করে রঙিন কাগজ দিয়ে বাদূরের অরিগামি তৈরি করেছেন। বাদুরের অরিগামি দেখতে আমার কাছে খুব ভালো লাগছে। কালো কাগজ দিয়ে বাদুরের অরিগামি করাতে বাদুরের অরিগামি টি খুব দারুনভাবে ফুটে উঠেছে। তাছাড়া আপনি রঙ্গিন কাগজ দিয়ে বাদুরের অরিগামি তৈরির প্রত্যেকটি ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাই আপনাকে আপনার এত সুন্দর গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমার পাশে থাকার জন্য।

আপনি খুব সুন্দর ভাবে দক্ষতার সাথে একটি বাঁদুরের অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে পোস্ট করেছেন। এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর মতামতের জন্য।

কালকে আমাদের বাসায় কলা বাদুর আসছিলো।আপনার তৈরি কলা বাদুর দেখে মনে পড়লো।বেশ সুন্দর হয়েছে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন।ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপু আপনারা এত সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর বাদুর তৈরি করলেন। সত্যি অসাধারণ। আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ, সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল।

ধন্যবাদ ভাই আপনাকে আপনার এত সুন্দর মতামত প্রকাশ করে আমাকে উৎসাহিত করার জন্য।

আপনি অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ ব্যবহার করে বাদুরের অরিগামি তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করার পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

আপনার এত সুন্দর গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

আপনার রঙিন কাগজের বাঁদুরের অরগেমি সত্যিই দারুণ ছিল এবং আকর্ষণীয়। দেখে তো ভয় পেয়ে গিয়েছিলাম। শুভেচ্ছা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাই আপনাকে আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

রঙ্গিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর করে একটি বাদুর তৈরি করেছেন। দেখে মনে হচ্ছে সত্যি কারের একটি বাদুর ঝুলে আছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা দেখে সবাই খুব সুন্দর করে বাদুর তৈরি করতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য

ধন্যবাদ আপু আপনাকে আপনাকে এত সুন্দর মতামত দিয়ে আমার পাশে থাকার জন্য।

রঙিন কাগজ দিয়ে বাঁদুরের অরিগামি তৈরি খুবই সুন্দর হয়েছে।। ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা বুঝতে সুবিধা হয়েছে ।
শুভকামনা রইল আপনার জন্য।।

ধন্যবাদ ভাই আপনাকে আপনার এত সুন্দর গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।

বাহ রঙিন কাগজের খুব সুন্দর একটি বাঁদর প্রস্তুত করেছেন তো খুবই ভালো লেগেছে আমার কাছে ইউনিক বুদ্ধি আর দক্ষতা থাকলে যা হয় ধন্যবাদ ভাইয়া

ধন্যবাদ ভাই আপনাকে আপনার এত সুন্দর মতামত দেওয়ার জন্য।

কাগজ দিয়ে ক্রাফট তৈরিতে আমি একদমই এক্সপার্ট না। তবে আপনাদের কাজ গুলো দেখলে ভীষণ ভালো লাগে। অনেক সুন্দর করে একটি অরিগামি বাদুড়ের ক্রাফট তৈরি করেছেন। এই ধরনের নিখুঁত কাজ গুলো দেখতে ভালই লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর উপস্থাপনার মাধ্যমে পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

প্র্যাকটিস করবেন আপু ইনশাল্লাহ একদিন আপনিও পারবেন। ধন্যবাদ আপনার এত সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য।

রঙিন কাগজ দিয়ে অনেক কিছু বানানো যায় আর সেটির একটি প্রমাণ আপনার এই বাঁদুরটি। অনেকে ইউনিক একটি কাজ ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ রঙিন কাগজ দিয়ে এত সুন্দর একটি বাঁদুর বানিয়ে আমাদের সাথে সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ভালো থাকবেন।

ধন্যবাদ ভাই আপনাকে আপনার এত সুন্দর গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থাকার জন্য।

রঙিন কাগজ দিয়ে বাদুরের অরিগামি তৈরীর প্রক্রিয়া টি একটি ইউনিক প্রক্রিয়া। এছাড়া বাদুর তৈরীর যে ধাপগুলো আপনি উপস্থাপন করেছেন সেগুলো ছিল অত্যন্ত সহজ এবং সুন্দর। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

দেখলে মনে হয় খুবিই সহজে তৈরী করা যায়, আসলে কাজ করতে গেলে অনেক কঠিন এবং অনেক সময়ের দরকার পরে।বাদুরটি খুবিই সুন্দর হইছে।প্রতিটা ধাপ খুবই সুন্দর করে বর্ননা দিছেন। ধন্যবাদ আপানাকে

ধন্যবাদ ভাই আপনাকে আপনার এত সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

রঙিন কাগজ দিয়ে একটি বাঁদুরের অরিগ্যামি তৈরি করার পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। রঙিন কাগজ ব্যবহার করেও যে এমন সুন্দর বাদুড় তৈরি করা যায় তা আমার জানা ছিল না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটা জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই আপনাকে আপনাকে আপনার এত সুন্দর মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।

রঙিন কাগজ দিয়ে একটি বাঁদুরের অরিগ্যামি জাষ্ট অসাধারণ হয়েছে 👌
জিনিসটা বেশ কায়দা করে তৈরি করেছেন বোঝাই যাচ্ছে।
আসলে রঙিন কাগজের অরিগামীগুলো সত্যিই দারুন হয়।

ধন্যবাদ ভাই আপনাকে আপনার এত সুন্দর মতামত দে আমার পাশে থাকার জন্য।

রঙিন কাগজ দিয়ে একটি বাঁদুরের অরিগ্যামি দেখতে চমৎকার লাগছে। আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

ধন্যবাদ ভাই আপনাকে আপনার সুন্দর মতামতের জন্য।

রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দরভাবে বাদুরের অরিগামি তৈরি করেছেন। বাদুরের অরিগামি টি দেখতে খুবই কিউট দেখাচ্ছে। এছাড়াও বাদুরের অরিগামি তৈরীর প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাই আপনাকে আপনার এত সুন্দর মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।