||ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ আমার প্রথম দিনের অনুভূতি এবং কিছু আলোকচিত্র||

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@rafi4444 বাংলাদেশের নাগরিক।

আজ - ০৪ পৌষ | ১৪২৮ বঙ্গাব্দ | রবিবার | শীতকাল |


আমি রফিকুল ইসলাম,আমার ইউজার নাম @rafi4444।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ আমার প্রথম দিনের অনুভূতি এবং কিছু আলোকচিত্র সম্পর্কে উপস্থাপনা করবো ।আশাকরি আপনাদের ভালো লাগবে। আমার এই পোস্টের ১০% বেনিফিশিয়ার @shy-fox এর জন‍্য।


IMG_20211219_225856.jpg

IMG_20211219_225640.jpg


ট্রেনিং সেন্টার
Device : Redmi 10 prime
What's 3 Word Location :https://w3w.co/shadows.matriarch.birthrate

চলুন শুরু করা যাক

আমি প্রথমেই কিছু কথা বলতে চাই আমার যখন পলিটেকনিক লাইফ শেষ হয় তখন একটি ট্রেনিং করতে হয় তা আপনারা সবাই জানেন। তো যখন আমার সপ্তম সেমিস্টার পরিক্ষা শেষ হয় তখন কে কোথায় ট্রেনিং করবে ঐ টার লিষ্ট জমা দিতে হয়। আমি কুষ্টিয়ার পৌরসভায় ট্রেনিং করতে ইচ্ছা পোষন করি। আমাদের ট্রেনিংয়ের ডেটটা দেওয়া হয় ১৮ তারিখ। কোন এক অজানা কারনেই নিদিষ্ট তারিখে ট্রেনিং টা হয়ে ওঠে না। ১৯ তারিখে আবার ডেট করে সকাল ১০ টায়।


IMG_20211219_225730.jpg
যাত্রা পথে দৃশ্য
https://w3w.co/composing.decker.likewise


IMG_20211219_225708.jpg
কেন্দ্রে প্রবেশের আগের মূহুর্ত্তের দৃশ্য
https://w3w.co/wools.earmarking.anxiety
তো আজ আমরা সবাই আমাদের কলেজে উপস্থিত হই একসঙ্গে যাবো বলে যেহেতু আজ ট্রেনিংয়ের প্রথম দিন। সেজন‍্য এক অন‍্যরকম অনুভূতি কাজ করছিল মনের মধ্যে। তো আমরা সবাই আমাদের কলেজ থেকে পৌরসভার উদ্দেশ্যে রওনা দেই রাইট সকাল ১০ টায়।রাস্তায় প্রচন্ড জ‍্যামের কারনে একটু লেট হয়ে যায় আমাদের। যখন আমরা সবাই পৌরসভায় পৌঁছনোর পর কি করবো কিভাবে শুরু করবো ঠিক বুঝতে পারছিলাম না।


IMG_20211219_105036.jpg

IMG_20211219_225142.jpg

IMG_20211219_225219.jpg

IMG_20211219_225239.jpg

IMG_20211219_225510.jpg

IMG_20211219_225557.jpg

IMG_20211219_225615.jpg
ভিতরের দৃশ্য
https://w3w.co/shadows.matriarch.birthrate

কলেজ থেকে একটি চিঠি দেওয়া হয়েছিল আমাদের কাছে পৌরসভায় জমা দেওয়ার জন‍্য। সেটাতে লেখা ছিলো মুলত আমরা কতো জন তার আন্ডানে ট্রেনিং করবো।


IMG_20211219_225116.jpg

IMG_20211219_225312.jpg

IMG_20211219_225335.jpg

IMG_20211219_225352.jpg

IMG_20211219_225422.jpg

IMG_20211219_225445.jpg
রঙিন মাছের দৃশ্য
https://w3w.co/shadows.matriarch.birthrate

তো সেই চিঠি কার কাছে জমা দেব এইটা বুঝতে পারছিলাম নাহ। অনেক যাবত এই শাখা থেকে ঐ শাখা,ঐ শাখা থেকে এই শাখায় দৌড়াদৌড়ি করছিলাম সবাই। কেননা প্রচুর লোকের সমাগম ছিলো পৌরসভার মধ্যে।একপর্যায়ে পৌরসভার এক কর্মকর্তার কাছে জিজ্ঞেস করতেই একটা ঠিকানার নাম বলে দেয় আমরা দ্রুতই সেখানে চলে যাই। কিন্তু দুঃখের বিষয় ঠিকানাটা ভুল ছিল।


IMG_20211219_224851.jpg

IMG_20211219_224820.jpg

IMG_20211219_224728.jpg
সুন্দর দৃশ্য
https://w3w.co/shadows.matriarch.birthrate

আবার আমরা অন‍্য এক কর্মকর্তার কাছে আমাদের চিঠিটা দেখাই এবং সে আমাদেরকে একটি ভবনের দোতলায় যাওয়ার নির্দেশ দেয়। আমরা সবাই তার অফিসে পৌছাতেই চিঠিটা আমাদের কাছ থেকে গ্রহণ করেন এবং আমাদেরকে বলেন পৌরসভার মেয়র সাহেব না আসা পর্যন্ত অপেক্ষা করতে।


IMG_20211219_224908.jpg

IMG_20211219_224934.jpg

IMG_20211219_224950.jpg

IMG_20211219_225010.jpg
সকল কর্মচারীবৃন্দের নাম
https://w3w.co/shadows.matriarch.birthrate

প্রায় ২ ঘন্টা অপেক্ষা করি সবাই মেয়রের জন‍্য। আর আমি এই ফাঁকে পৌরসভাটা ঘুরে দেখি এবং কিছু আলোকচিত্রের দৃশ্য ধারন করি। অতঃপর সকল কিছুর অবসান ঘটিয়ে মেয়র সাহেব পৌরসভায় এসে পৌছায়। তখন কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারি আমাদের ট্রেনিং মাষ্টার কাজের জন‍্য ঢাকায় গেছে। আমাদের সবাইকে বলা হয় ট্রেনিং মাষ্টার আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।😥😥

এই ছিল আমার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের প্রথম দিনের অনুভূতি এবং কিছু আলোকচিত্র।


ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পৌরসভা টি দেখতে অনেক সুন্দর। পৌরসভার ভিতর ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে। আপনার সুন্দর মুহুর্ত গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ মন্তব্য করার জন‍্য।

ট্রেনিং এ গিয়ে আপনার প্রথম দিনের অনুভূতি ভালো লাগলো পড়ে। আপনাদের ট্রেনিং এর কাজটা না হলেও একটা অভিজ্ঞতা অর্জন করলেন নতুন জায়গায় গিয়ে। আর ছবিগুলো অনেক ভালো হয়েছে আপনার, সাথে লিখেছেনও ভালো ।

ধন্যবাদ দাদা আপনি আমার পোস্টটি পড়েছেন এবং সুন্দর একটি কমেন্ট করেছেন খুব খুশি হয়েছি দাদা। আপনার ভালো মতামত আমায় অনুপ্রাণিত করে। ভালোবাসা অবিরাম দাদা।

ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতে গিয়ে প্রথম দিনের অনুভূতি নিয়ে দারুন 1 টি পোস্ট করেছেন আপনি। আপনার ট্রেনিং এর কাজটা না হলেও নতুন জায়গা সম্পর্কে খুবই সুন্দর অভিজ্ঞতা অর্জন করতে পেরেছেন। আর আপনার পোষ্টের ফটোগ্রাফি গুলো অসাধারণ সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি আমার পোস্টটি পরেছেন এবং সুন্দর মন্তব্য করেছেন। ভালোবাসা অবিরাম।