বেদানা চারাগাছ রোপণ পদ্ধতি :(Vedana tree sapling planting method).

in hive-129948 •  3 years ago  (edited)

আজ - ২৮ শ্রাবণ| ১৪২৮ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল |



আসসালামু আলাইকুম,আমি রফিকুল ইসলাম , আমার ইউজার নাম @rafi4444। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।

আজ আমি আপনাদের মাঝে বেদানা চারাগাছ রোপন পদ্ধতি সম্পর্কে উপস্থাপন করবো।


20210811_151712.jpg

বেদনা চারাগাছ সংগ্রহ করার পর,গাছটি একটি শুকনো জায়গায় রেখে পুরো গাছ ঢেকে দিতে হবে অর্থাৎ জাগ দিতে হবে। যাতে করে গাছের উপরের অংশের পাতা টুকু ঝরে যায়(তবে গাছের পাতা থাকলেও সমস্যা নেই)।এভাবে গাছটি এক সপ্তাহ পযর্ন্ত রাখতে হবে।তারপর গাছের পাতা সব ঝরে গেলে গাছটি রোপণের উপযোগি হবে।



20210811_151912.jpg

প্রথমে একটি ভাল জায়গা দেখে প্রয়োজনমত মাটি খুরতে হবে। খেয়াল রাখতে যেন মাটিটা কোন ধরনের বেলে মাটি না হয়।তারপর...



20210811_152254.jpg



20210811_152034.jpg

গাছটি গর্তের মধ্যে দিয়ে মাটি দিতে হবে।তবে খেয়াল রাখতে হবে যেন গাছটি গর্তের মধ্যে বসানো বাকা না হয়।
গাছটির গোড়ায় মাটি দেয়া শেষ হলে গাছের গোড়ায় একটা শক্ত লাঠি দিয়ে চারিদিকে ভালো ভাবে মাটি আটকিয়ে দিতে হবে।যাতে করে গাছের গোড়ায় মাটি ভালো ভাবে পৌঁছে এবং গাছটা যেন নরবর না করে।গাছ লাগানোর কাজ শেষ হলে একটি শক্ত লাঠি গাছের গোড়ায় গেরে বেধে দিতে হবে।যাতে কোন ধরনের বাতাসে গাছের গোড়া না নরে যায়।তার পর...



20210812_222346.jpg

গাছের পাতায় কিছুদিন যাবত হাত দিয়ে পানি ছিটিয়ে দিতে হবে।

অতঃপর শেষ হয়ে গেলো আমাদের বেদানা গাছ রোপনের কার্যক্রম।

...গাছ লাগান,পরিবেশ বাচান...আমি লাগাচ্ছি আপনারাও লাগান...

আমার পোস্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করছি আপনারা সবাই আমার পোস্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে এই প্লাটফর্মটি থেকে অনুপ্রাণিত করবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বর্ষাকালে গাছ লাগানোর উত্তম সময়।খুব ভালো উদ্যোগ এটি।ধন্যবাদ আপনাকে ভাইয়া।

ধন‍্যবাদ আপনাকেও

দারুন উদ্যোগ ।গাছ লাগান পরিবেশ বাঁচান। শুভেচ্ছা রইলো।