ইলাস্ট্রেটর দিয়ে একটা সার্কেল ব্লেন্ড আর্ট।

in hive-129948 •  8 months ago 

আমি @rahimakhatun
from Bangladesh

১২ বৈশাখ ১৪৩১বঙ্গাব্দ ।

২৫ এপ্রিল ২০২৪খ্রিস্টাব্দ ।


এখন ষড়ঋতুর গ্রীষ্মকাল ।

nnnnn.jpg

প্রতিদিনের মত আবারো নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে একটি ইলাস্ট্রেটর দিয়ে একটা সার্কেল ডিজাইন দেখাবো।আসলে আমি আজকে আপনাদেরকে ব্লেন্ড অপশন দিয়ে কিভাবে সার্কেল ডিজাইন তৈরি করা যায় তাই দেখাবো।আসলে ব্লেন্ড মানেই হচ্ছে মিক্স করা। ব্লেন্ডারে যেমন সবকিছু মিক্স করে শরবত বানানো যায় অনেক টা এই রকম আরকি।আসলে কি গ্রাফিক্স এর কাজগুলো বেশ মজার একবার এই মজার কাজগুলো নিয়ে বসলে দিন দুনিয়ার খবর থাকে না আবার বসার আগ দিয়ে বসতে মন চাই না এমন আরকি।তবে গ্রাফিক্স এর কাজগুলো করতে নিলে অনেক ভাবতে হয় যার জন্য কাজ করতে অনেক সময় লাগে।তবে আমি কাজ করতে নিলে আমার অনেকবার উঠতে হয় বাবুর জন্য যার জন্য আমার একটি কাজ করতেই অনেক সময় লাগে।দেখা যায় বসবো বসবো করে অনেক সময় বসা হয় না,আসলে যেদিন মনে করি আজকে অন্যকোন কাজ করবো না শুধু এগুলোই করবো সেই দিন মনে হয় অন্যানো কাজ আরো বেশি করা লাগে।তাছাড়া মোবাইল তো একখানা রয়েছে একবার ফেসবুকে ঢুকলে মনে হয় পাঁচমিনিট আগে ঢুকেছি কিন্তু ঘড়ির দিকে তাকালে দেখি চল্লিশ মিনিট হয়ে গিয়েছে। হা হা।যাই হোক কথা না বারিয়ে চলুন যাই মূল আয়োজনে।

প্রয়োজনীয় উপকরণ

এডোবি ইলেস্ট্রেটর সফটওয়্যার ।

প্রস্তুত প্রণালী

১ম ধাপ

Screenshot (377).png

প্রথমে একটি নতুন আর্টবোর্ড নিব।

২য় ধাপ

Screenshot (379).png
তারপর একটি সার্কেল নিয়ে ctrl c দিয়ে কপি করে নিব।

৩য় ধাপ

Screenshot (380).png

তারপর দুইটা সিলেক্ট করে object থেকে blend অপসন দিয়ে make দিব ।

৪র্থ ধাপ

Screenshot (381).png

তারপর আরেকটি বড় সার্কেল নিয়ে সবগুলো সিলেক্ট করে ব্লেন্ড করবো।

৫ম ধাপ

Screenshot (383).png

তারপর বড় সার্কেল টি সিলেক্ট করে কেটে নিব।

৬ষ্ঠ ধাপ


Screenshot (384).png

তারপর সিলেক্ট করে ব্লেন্ড থেকে ব্লেন্ড অপসন থেকে spectfied স্টেপ করে বারিয়ে কমিয়ে নিব ।

৭ম ধাপ

Screenshot (385).png

তারপর ctrl c দিয়ে কপি করে ctrl f দিয়ে পেস্ট করে ছোট করে নিব ।

৮ম ধাপ

Screenshot (388).png

আবার একই রকম করে ছোট সার্কেল করে নিব ,তবে রোলার দিয়ে মাঝখান থেকে।

৯ম ধাপ

Screenshot (392).png

আবার একই রকম করে করে নিয়েছি।

১০ম ধাপ

Screenshot (394).png

আবার সার্কেল নিয়ে তারপর লম্বা সার্কেল নিয়ে ব্লেন্ড করে তারপর আবার শিফট চেপে সিলেক্ট করে রিপ্লেস করে নিব ।

১১ তম ধাপ

Screenshot (395).png
করে নিচ্ছি।

১২ তম ধাপ

Screenshot (396).png

spectfied স্টেপ গুলো বাড়িয়ে নিব।

Screenshot (398).png

আজ এই অব্দি পরবর্তীতে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ নিয়ে।সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

ধন্যবাদ সবাইকে

device adobe photoshop
LocationDhaka
photograpy screenshort

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

দারুন তো । বেশ চমৎকার একটি আর্ট দেখলাম। গ্রাফিক্স ডিজাইনের কাজ জানা থাকলে এই কাজগুলো কিন্তু বেশ সহজেই করা যায়। যদিও কাজ গুলো করতে বেশ সময় লাগে। আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে পোস্টটি শেয়ার করেছেন। ধন্যবাদ আপু।

আসলে আমি নতুন তো তাই সময় লেগেছে, অনেকেরই আরো কম সময় লাগে। ধন্যবাদ আপু

ইলাস্টেটরে দিয়ে খুব সুন্দর একটি ব্লেন্ড আর্ট করেছেন আপু। আর্রটি অনেক বেশি সুন্দর হয়েছে এবং প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে শেয়ার করাতে শিখতে হলে সুবিধা হচ্ছে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

আমি নতুন তো তাই খুব বেশি পারি না আশা করি সামনে আরো ভালো পারবো।ইনশাআল্লাহ।

ব্লেন্ডারে শরবত বানানোর মতোই কিন্তু আপনি ইলাস্ট্রেটর দিয়ে সার্কেল আর্ট করে দেখিয়েছেন। এ সমস্ত আর্ট গুলো আমার খুবই ভালো লাগে। অনেক সুন্দর হয়েছে আপু নতুন একটি ধারনা পেলাম কিন্তু আমি এটা পারি না। মাঝে মাঝে ইউটিউবে এ জাতীয় ভিডিও দেখার চেষ্টা করি কিন্তু অলসোতা চেপে ধরে। যাই হোক অনেক ভালো লাগলো কিন্তু।

হা হা,ভালো বলেছেন। ব্লেন্ড মানেই হচ্ছে মেশানো।ধন্যবাদ আপনাকে।

সার্কেল ব্লেন্ড টা তো দারুণ আর্ট করেছেন আপু। দেখে কেমন জানি চক্কর দিচ্ছে মাথা হা হা। দারুণ করেছেন কিন্তু আর্ট টা। প্রথমে বেশ কিছু সার্কেল দিয়ে শুরু হয় এবং পরবর্তীতে পুরোটা পূর্ণতা পায়। প্রতিটা ধাপ খুবই সুন্দর উপস্থাপন করে নিয়েছেন। ধন্যবাদ আমাদের সাথে আর্টটা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে আপু।

আসলেই কিছু কিছু আর্ট দেখলে এমন মাথা চক্কর দেয়, শুধু মাএ রঙের কারনে।ধন্যবাদ