আমার তোলা রেনডম কিছু ফটোগ্রাফি।।{( ১০% বেনিফিশিয়ারি @shy-fox এর জন্য)}

in hive-129948 •  3 years ago  (edited)

❤ আজ রোজ রবিবার, ২রা জানুয়ারি ২০২২ খিস্টাব্দ ও ১৮ই পৌষ ১৪২৮ বঙ্গাব্দ এবং ২৮ ই জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী । এখন ষড়ঋতুর হিসাবে শীতকাল ।❤


কেমন আছেন সবাই ? আশা করি, সৃস্টিকর্তার অসীম কৃপায় সবাই অনেক ভালো আছেন। আমি ও ভালো আছি। সবাইকে আন্তরিকভাবে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।

ছবি তুলতে আমার ভালো লাগে। বিশেষ করে নদী কিংবা সূর্য। আমি তো আগেই বলেছিলাম রাজশাহী যেয়ে এমন একদিন বাদ যায় নি যেদিন আমরা বাহিরে বের হইনি এবং ছবি তোলা হয় নি। এবার পদ্মা নদীর অনেক ছবি তুলেছি। ভাইয়া এর বাসা থেকে হেঁটে হেঁটে পদ্মা নদীর পাড়ে যাওয়া যায়। ঐদিন আমরা গিয়েছিলাম টি বাঁধে। যদিও এখানে আমরা আগে ও গিয়েছি । তবে তখন আমরা শুধু মাত্র উপর থেকে চলে এসেছি। কিন্তু ঐদিন একেবারে পাড়ে অর্থাৎ নিচ অব্দি গিয়েছি। যদিও নামতে মোটামুটি ভয় হচ্ছিলো। পাড়টা অনেক ঢালু। তো অনেক সাবধানে নামলাম। ওই খানে রোদের জন্য তাকানো যাচ্ছিলো না। নেমে আমরা দেখলাম, অনেকে বড়শি দিয়ে মাছ ধরছিলো। ওই খানে দেখলাম মাঝ নদীতে অনেক নৌকা ,দূর থেকে দেখতে খুব সুন্দর দেখাচ্ছিল এবং আমরা খুব মজা করছিলাম। নামার পর একটাই চিন্তা হচ্ছিলো কিভাবে উপরে উঠবো। অনেক কষ্টে ও ভয় নিয়ে উপরে উঠেছিলাম। কারণ একবার যদি পা পিছলিয়ে যায় নির্ঘাত মরণ। সর্বোপরি বলা যায় আমাদের অনেক ভালো লাগছিলো। নদীর কাছে গেলে মানুষের মন যতই খারাপ থাকুক না কেন, এমনিতেই মন ভালো হয় যায়। বিশেষ করে নদীর কাছে গেলে আমার মন ভালো হয়ে যায়। কথা না বাড়িয়ে চলুন দেখে নেই ছবি গুলো

267933902_1128648351206142_379503275629035633_n.jpg

source

device :samsung SM-A217F

এই ছবিটা তোলার সময় নৌকাটা মোটামুটি পাড়ের কাছাকাছি ছিল।

270894391_1558247167867248_7305313035340170150_n.jpg

source

device :samsung SM-A217F

এই ছবিটা টি বাঁধের উপর থেকে তোলা।

270769156_821384211915923_2231476276233688490_n.jpg

source

device :samsung SM-A217F

এইটা হচ্ছে টি বাঁধের শেষ মাথা। এই ছবিটাও টি বাঁধের উপর থেকে তোলা।

269605791_448320663499459_686347496269561157_n.jpg

source

device :samsung SM-A217F

এইটা টি বাঁধের পাড়ের নিচের অংশ।

269883731_289829923114565_7744279343926271979_n.jpg

source

device :samsung SM-A217F

অনেকে বড়শি ফেলে মাছ ধরছে।

270061741_230716149215408_4116033508410813048_n.jpg

source

device :samsung SM-A217F

একজনের বড়শিতে দেখলাম এই মাছ গুলো ধরা পড়েছে।

269937857_281072034081216_874638255094296481_n.jpg

source

device :samsung SM-A217F

নদীর তোলা ছবি।

270470555_468664347974639_5353704771373182716_n.jpg

source

device :samsung SM-A217F

দূর থেকে নৌকার তোলা ছবি

269735708_666513621427299_6599976467235425424_n.jpg

source

device :samsung SM-A217F

শেষ করছি আমার আজকের ব্লগ। নতুন বছরে সবার সুন্দর কাটুক, ভালো থাকুক। খারাপ সময় গুলো দূর হয়ে যাক, এই প্রত্যাশায়। ধন্যবাদ সবাইকে ।

devicesamsung SM-A217F
LocationRajshahi
Photograpy Typeriver

262062024_634772777967042_2697391207345170494_n.png

263544199_1053046818602365_4060455287568505597_n.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করেছেন। নৌকা ভ্রমনের ফটোগ্রাফিটা আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য রইল শুভকামনা

সুন্দর মতামতের জন্য আপনাকে ধন্যবাদ।

অনেক সুন্দর হয়েছে ফটোগ্রাফিগুলো। বাধের পাড়ে গিয়ে ছবি গুলো তোলার কারণে স্পষ্ট বুঝা যাচ্ছে, আর একটি নৌকা পাড়ে পড়ে আছে সেটাও দেখা যাচ্ছে। খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন আপু।

ধন্যবাদ আপু

আপনার রেনডম ফটোগ্রাফি সত্যিই চমৎকার ছিল ।আমার কাছে নদীর দৃশ্য মান চিত্র খুবই ভালো লেগেছে ।আপনি সূর্য কালীন সময়ের দৃশ্য খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে বিকালের সুন্দর মুহূর্ত উপভোগ করতে আমি খুবই ভালোবাসি। আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

যতবারই আপনার রাজশাহীর ছবিগুলো দেখেছি ততোবারই মনটা খুব খারাপ হয়ে গিয়েছে। খুব মনে পরছে রাজশাহীর কথা। আসলেই চমৎকার একটি শহর রাজশাহী। যে কারো ভালো লাগবে সেখানে গেলে। আপনি খুব সুন্দর কিছু ছবি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। দেখে খুবই ভাল লাগল। ধন্যবাদ আপনাকে পুরনো কিছু স্মৃতি মনে করিয়ে দেয়ার জন্য।

ধন্যবাদ আপু।

সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো। নদী বা প্রকৃতির সব ছবিই আমার কাছে ভালো লাগে। কর্মসূত্রে রাজশাহীতে ছিলাম অনেকদিন। খুবই সুন্দর একটি শহর। শুভকামনা রইল আপনার জন্য।