পোস্ট করতে একটু দেরি গেলো ,আসলে দুই দিন আগে থেকেই ছেলেটার বমি আর পাতলা পায়খানা। তাই লিখতে বসতে চাইলেও পারছিনা। সর্দি ও আছে দেখলাম। কাশি দিতে দিতে বমি করে দেয়। আসলে বাবু অসুস্থ থাকলে কোন কাজ করতে ভালো লাগে না ,এখন ঘুমাচ্ছে তাই এই ফাঁকে লিখতে বসলাম। যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজ একটি ভ্রমণ পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
![354335938_609360694298538_4529000768729899908_n.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmeQZgGEmYojK29SZxgkwTe11ogDUEh1LLkwBcZLje2v93/354335938_609360694298538_4529000768729899908_n.jpg)
বেশ কিছুদিন আগে ডেমরার বিখ্যাত জামদানি পল্লীতে গিয়েছিলাম। আসলে বাঙালি মেয়েদের সবচেয়ে বেশি পছন্দের শাড়ি হচ্ছে জামদানি শাড়ি। আমাদের বাসা থেকে খুব বেশি একটা দূরে না।আমাদের বাসা থেকে যেতে প্রায় ৩০ মিনিটের মত লাগে। আসলে ঐখানে গেলে এত এত জামদানি দেখলে আমি বেশ পাগল হয়ে যাই। এত এত কালার আর এত এত নকশা যা আসলে চোখ ফেরানো যায় না।আসলে আমাদের বাসার কাছেই প্রত্যেক শুক্রবার করে খুব ভোরে জামদানি হাট বসে। আমি অনেক আগে একবার গিয়েছিলাম ,আসলে এত ভোরে মেয়ে মানুষ একা যাওয়া বেশ রিস্ক। তারচেয়ে বড় কথা সেখানে অনেক দালাল থাকে যার জন্য বেশ ঝামেলা হয়।
![353925075_290321306824141_7688893046019166751_n.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmVrY9ms6UDcF9fXfrtnQAt8hUmzetgE114g4HLXfsdQVM/353925075_290321306824141_7688893046019166751_n.jpg)
তাই আমরা দিনের বেলা যাই একটি বাসায় যেখানে অর্ডার দিলে তার সেই ডিজাইন অনুযায়ীই কাস্টমাইজ করে দেয়। আসলে আমি জামদানি শাড়ি থ্রি পিস কিংবা পাঞ্জাবি এই খান থেকেই কিনে নিয়ে আসি। পরিচিত বাসা অনেক অনেক জামদানি শাড়ি তাদের। আমি আসলে বেশ চিন্তায় পরে যাই কোনটা রেখে কোনটা নিব।
![353800989_800355684830474_7345099372198984982_n.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmXXq2E5vDp3UwAApaytsj82eo162SPV2rmuxvAENcaudT/353800989_800355684830474_7345099372198984982_n.jpg)
আমি মূলত গিয়েছিলাম বিশেষ একজন মানুষের জন্য শাড়ি কিনার জন্য। তাই বুঝে উঠতে পারছিলাম না কোনটা রেখে কোনটা নিব। আসলে জামদানি মানেই অনেক সুন্দর ,একেকটা একেক রকম সুন্দর ,তাই বাছাই করা বেশ কঠিন।
![354272852_753330289881721_2621265690819725448_n.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmfNG4pX97Y7VmggyuJVpTKFijBWbAF348FMJSppRmxotm/354272852_753330289881721_2621265690819725448_n.jpg)
এই শাড়ির কালারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে অন্য কালার কম্বিনেশন থাকলে বেশ লাগতো ।
![354087424_2922959544503655_6993060573596877890_n.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmYu57qfzftPVrd1gWbNkcefxphtw9MQfqvUX4YMH1RLnJ/354087424_2922959544503655_6993060573596877890_n.jpg)
তাদের তিনটা আলমারি ভর্তি শাড়ি ছিল। তারপর সোফা এবং একটি রুম এবং খাট ভর্তি শাড়ি ছিল।
![354280259_1458998018251695_2322570999945254396_n.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmXYPVq6WJxg2cftNTYuyNNG4ZmwvYVWUVrPRmu7BFcECm/354280259_1458998018251695_2322570999945254396_n.jpg)
লোকেশন : রূপসী ,ডেমরা।
তারিখ : ১ লা জানুয়ারি ২০২৩।
সময় :বিকাল ০৪.০২
ডিভাইস : Galaxy -A13.
![348388298_1408694233317385_8884060261994652016_n.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmeEKbhxn8e2q9dmobos4CyhKjHvXApRk8C6DzU2T3xoCk/348388298_1408694233317385_8884060261994652016_n.jpg)
লোকেশন : রূপসী ,ডেমরা।
তারিখ : ১ লা জানুয়ারি ২০২৩।
সময় :বিকাল ০৪.০২
ডিভাইস : Galaxy -A13.
![351183905_1467283567416009_4324123176414778157_n.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmNX5FmbeVqPHrXMzJY22NkJAogcB81dH5tii5dhURYXzJ/351183905_1467283567416009_4324123176414778157_n.jpg)
লোকেশন : রূপসী ,ডেমরা।
তারিখ : ১ লা জানুয়ারি ২০২৩।
সময় :বিকাল ০৪.০২
ডিভাইস : Galaxy -A13.
![351100807_936660294261157_2141384244848701060_n.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmWJ8qRDoJxU4JBWVBiBQFUVAf4cfQW1r3QaFDi2Y54437/351100807_936660294261157_2141384244848701060_n.jpg)
আজ আর নয়। আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে ,সেই পযর্ন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
ধন্যবাদ সবাইকে
device | Galaxy A13 |
Location | Dhaka |
photograpy | bride and groom |
link | (Source)
|
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ছেলে অসুস্থ জেনে খারাপ লাগলো। দোয়া করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে। জামদানি পল্লী তো দেখছি আপনার বাসার অনেক কাছে। আসলে জামদানি শাড়ির সৌন্দর্য টাই অন্যরকম। শাড়ি গুলোর ফটোগ্রাফি বেশ ভালো লাগছিল দেখতে। নীল কালারের শাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে। ফটোগ্রাফি গুলা শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই আমি আপনার সন্তানের সার্বিক সুস্থতা কামনা করছি। আসলে ডেমরার জামদানি শাড়ি আমাদের দেশের জন্য একটি ঐতিহ্যবাহী শাড়ি। আসলে আমাদের দেশের মেয়েরা জামদানি শাড়ি পরিধান করতে খুবই পছন্দ করে। জামদানি শাড়ির অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লেগেছে আমার। জামদানি পল্লী ভ্রমন করে চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আপু আপনার ছেলের সুস্থতা কামনা করছি। আপনার ছেলে অসুস্থ এটা জেনে খুব খারাপ লেগেছে। আসলে বাচ্চারা অসুস্থ থাকলে কিছুই করতে ভালো লাগে না। আপনার বাচ্চা ঘুমানোর পরে এই পোস্টটি লিখতে বসেছেন। আসলে জামদানি শাড়ির সৌন্দর্য অনেক ভিন্ন। আপনার বাসার অনেকটাই কাছে জামদানি পল্লী। মাঝে মাঝে শেয়ার করার জন্য খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আমার কাছে দেখে তো খুব ভালো লেগেছে। আপনি জামদানি শাড়ি থ্রিপিস কিংবা পাঞ্জাবি এখান থেকে কিনে নিয়ে আসেন এটা জেনে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাঙালি মেয়েরা শাড়ি পরতে অনেক বেশি পছন্দ করে। আর সেই শাড়ি যদি জামদানি শাড়ি হয় তাহলে তো আর কোন কথাই নেই। আপনি আপনার বিশেষ মানুষের জন্য শাড়ি কিনতে গিয়েছিলেন জেনে খুবই ভালো লাগলো সেখানে গিয়ে বিভিন্ন ডিজাইনের শাড়ি দেখে মুগ্ধ হয়েছেন আপনার এই ফটোগ্রাফি এর মধ্যে সুন্দর সুন্দর শাড়ি দেখে আমি নিজেও মুগ্ধ হলাম। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit