প্রতিযোগিতা-১৭আমার উৎসবের ভ্রমণ কাহিনী ||।10% 𝕭𝖊𝖓𝖊𝖋𝖎𝖈𝖎𝖆𝖗𝖎𝖊𝖘 𝖋𝖔𝖗 @𝖘ʜʏ-ғᴏ𝖝🦊]

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম

আমি @rahimakhatun
from Bangladesh

২৯ ই বৈশাখ , ১৪২৯ বঙ্গাব্দ

১২ এপ্রিল ২০২২ খৃস্টাব্দ


আজ রোজ বৃহস্পতিবার

এখন ষড়ঋতুর গ্রীষ্ম কাল।

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।



ভূমিকাঃ

প্রতিদিনের মত আজকেও নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজ আমি প্রতিযোগিতা -১৭ অংশগ্রহণ করার জন্য আজকের পোস্টটাকে সাজিয়েছি।প্রথমেই আমি ধন্যবাদ জানাবো আমাদের সকলের প্রিয় এবং @rme দাদাকে এই রকম একটি প্লাটফরমে কাজ করার সুযোগ দেওয়ার জন্য।ধন্যবাদ জানাবো তারপর আমাদের প্রিয় এডমিন ভাইদের কে এমন একটা সুন্দর ভিন্ন আঙ্গিকের একটি প্রতিযোগিতার জন্য।

প্রতিযোগিতা -১৭ অংশগ্রহনের জন্য উৎসবে ভ্রমনের কিছু ছবি

made by-@rahimakhatun
Device- Realme 8 5G

সুয়াগাজী এলাকায় জমিদার বাড়ী

গুরুত্বপূর্ণ

আমাদের মসুলমানদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। তবে ঈদুল ফিতর এই আমাদের কাছে বেশি স্পেশাল কিংবা গুরুত্বপূর্ণ । কারণ এক মাস রোজা রাখার পর ,এই ঈদ পালিত হয়। তা ছাড়া এই ঈদে চাঁদ দেখার একটা ব্যাপার আছে। ২৯ তম রোযার ইফতারির পর চাঁদের উপর নির্ভর করে ঈদ হবে কি হবে না। তাছাড়া এই ঈদেই হাতে মেহেদি দেওয়া হয়। এই ঈদেই বেশির ভাগ সাজ-সজ্জা করা হয়। মূলত একমাস রোজা রাখার পর ,যখন ঈদ উপলক্ষে অনেক বেশি খাওয়াদাওয়া শুরু হয়,নতুন নতুন জামা , সাজ-সজ্জা সব মিলিয়ে আমার কাছে স্পেশাল কিংবা গুরুত্বপূর্ণ ।

জমিদার বাড়ির সামনের ছবি ।

made by-@rahimakhatun
Device- Realme 8 5G
প্রাচীন সভ্যতার ঐতিহ্য ঘেরা কুমিল্লা সুয়াগাজী এলাকায় এই জমিদার বাড়ি। দূর থেকেই সবুজে ঘেরা এই মহলটি দেখা যায়। সাদা রঙের। যদিও এখন ও জমিদারের বংশধ রা থাকে। ১৭০০ শতকে চৌধরীদের পূর্ব পুরুষ দৌলত চৌধরী ফটিকছুড়ি টি নান পুর থেকে চন্দপুর আসেন। খোয়া চৌধরীর ছেলে ফয়েজ চৌধরী ছিলেন প্রথম জমিদার। ১৯৫৪ সালে জমিদারি প্রথা সারা ভারত বর্ষে বিলুপ্ত হলে জমিদারি সমাপ্তি হয়। শেষের জমিদার ছিলেন উমর আহমেদ চৌধরী।

জমিদার বাড়ির সামনে দুইটা কামান ।

made by-@rahimakhatun
Device- Realme 8 5G
প্রাকৃতিক সবুজে ঘেরা জমিদার বাড়ির সামনে কামানের প্রতিকৃতি । প্রায় ভগ্নদশা কামানগুলা। কোন এক জমিদার খুব সযত্নে তৈরি করেছেন।

জমিদার বাড়ির ভিতরে পশুদের শিং ।

made by-@rahimakhatun
Device- Realme 8 5G
মহিষ, হরিন ও নীল গাই এর শিং।এই শিং গুলো জুলিয়ে রাখা মানে আভিজাত্যর বহিঃপ্রকাশ।

জমিদার বাড়ির জমিদার বাড়ির কিছু নিদর্শন ।

made by-@rahimakhatun
Device- Realme 8 5G
প্রাচীন কালের নির্দেশন হিসাবে কাঠের ডাইনিং টেবিল,সিন্দুক ও আলমারি এগুলোই আছে।বাকি সব হারিয়ে যায়।

জমিদার বাড়ির পুকুর ।

made by-@rahimakhatun
Device- Realme 8 5G
এই হচ্ছে জমিদার বাড়ির পুকুর ঘাট ।

ইটের দালান ।

made by-@rahimakhatun
Device- Realme 8 5G
যুদ্বের সময় কয়েকবার বোমা ফেলার কারণে বাড়িটির জমিদারি নিদর্শন নষ্ট হয়ে যায়।
made by-@rahimakhatun
Device- Realme 8 5G

অনুভূতি

ঢাকায় ঈদের দিন সকালে অনেক বৃষ্টি ছিল। তাই আমরা ঈদের দিন বিকালে পরিবার নিয়ে কুমিল্লায় যায়। তারপর পরের দিন আমরা সুয়া গাজী জমিদার বাড়ি যাই ঘুরতে। আসলে সময় কিংবা কর্মক্ষেত্রের জন্য পরিবার নিয়ে ঘুরতে যাওয়া হয় না। ভাই ,ভাবি ,আপু বাচ্চাকাচ্চা নিয়ে ঘুরতে পেরে বেশ ভালো লেগেছে। আর সাথে জমিদার বাড়ি ঘুড়ে বেশ ভালো লাগলো ,আবার অনেক কিছু জানতে পারলাম। সব মিলিয়ে অসাধারণ। আমার কাছে এই রকম দর্শনীয় স্থান যেতে বেশ ভালো লাগে।

আজ এই অব্দিই ,আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

ডিভাইস Realme 8 5G
লোকেশনকুমিল্লা
ফটোগ্রাফি সুয়াগাজী জমিদার বাড়ী
সোর্স [source]
তারিখ ৪ মে ২০২২(বুধবার )



banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সুয়াগাজী এলাকায় জমিদার বাড়ী ভ্রমণের কিছু সুন্দর মুহূর্ত আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু।

১৯৫৪ সালে জমিদারি প্রথা সারা ভারত বর্ষে বিলুপ্ত হলে জমিদারি সমাপ্তি হয়। শেষের জমিদার ছিলেন উমর আহমেদ চৌধরী।

আসলে জমিদার প্রথা বিলুপ্ত হয়ে গেলেও রয়ে গেছে তাদের সেই জমিদার বাড়ি গুলো। যা বর্তমানে দর্শনীয় স্থান হিসেবে সম্মান লাভ করেছে আমাদের দেশে। আসলে ওই জায়গাগুলোতে গেলে আমরা অনেক অজানা জিনিস দেখতে পাই জানতে পারি।

এখনও জমিদারের বংশধরা থাকে।ঘুরার জন্য বেশ ভালো জায়গা।সুযোগ পেলে একবার ঘুরে আসবেন।ধন্যবাদ আপনাকে।

আপনার উৎসবের ভ্রমণ কাহিনী পড়ে অনেক ভালো লাগলো। জায়গা দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

আমার উৎসের ভ্রমণকাহিনী পড়ে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।আপনার জন্য শুভ কামনা রইল।

আপনি আপনার ভ্রমণকাহিনিতে জমিদার বাড়ির যাবতীয় বিষয় সম্পর্কে তুলে ধরেছেন আমাদের মাঝে। আপনার এত সুন্দর ভ্রমণ কাহিনী দেখে ও পড়ে আমার খুবই ভালো লেগেছে।

আমার কাছে ও জমিদার বাড়ি সম্পর্কে জানতে পেরে অনেক ভালো লেগেছে।আসলেই অনেক অজানা জিনিস জানতে পারলাম।ধন্যবাদ

কুমিল্লায় সুয়াগাজী জমিদার বাড়ি সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম। এখনও জমিদারদের বংশধর বাস করে শুনে অবাক হলাম আপু! যাক, পরিবারের সাথে মাঝে মাঝে এভাবল গুরতে যাওয়ার মজাই অন্যরকম।

ঘুরতে বানান মনে হয় এই রকম হবে।ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

তাও আপনার সৌভাগ্য হয়েছিল ঘুরতে যাওয়ার, আমার সে ভাগ্যটুক ও ছিল না।প্রতি অঞ্চলেই মনে হয় একটা জমিদার বাড়ি আছে। আমাদের বরিশালেও এক্টি জমিদার বাড়ি আছে তবে তা ভুতুরে পরিবেশ হয়ে গেছে।আপানর ভ্রমনের দৃশ্য গুলো খুবই ভালো ছিল।বেশী বেশী ঘুরেন অনেক ভালো লাগবে।ধন্যবাদ শেয়ার করার জন্য, শুভ কামনা রইল

হুম আসলেই। ঈদের দিন সকালের বৃষ্টি দেখে মনে হয়েছিলো ঘুরতে যেতে পারবো না,অবশেষে পারলাম।যাই হোক আমার অনেক বরিশাল যাওয়ার ইচ্ছে আছে,সুযোগ পেলে যাব।ধন্যবাদ

চলে আসেন সময় করে সব কিছু ঘুরিয়ে দেখাব,

তারপর অতীত এবং ইতিহাসের স্মৃতি বিজড়িত বিষয়গুলোর প্রতি একটা আকর্ষণ কাজ করে আমাদের মাঝে, চিহ্নগুলো আছে বলেই হয়তো আমরা ইতিহাসটা এখনো জানার চেষ্টা করি। ফটোগ্রাফিগুলো ভালো ছিলো, শুভ কামনা রইল আপনার জন্য।

আমার কাছে পুরানো জিনিসের ইতিহাস জানতে খুব ভালো লাগে।আমি সুযোগ পেলে জানার ইচ্ছে করি।ভাইয়া আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ

আপু অনেক সুন্দর করে উৎসবের ভ্রমণ কাহিনী অনেক সুন্দর হয়েছে।আপনি অনেক দারুণ করে ফটোগ্রাফি করছেন।মনে হয় আপনার দিনটি অনেক ভালো কেটেছে।অনেক শুভ কামনা রইল।

ঘুরতে গেলে কার না ভালো লাগে।আমার বেশ ভালো কেটেছে দিনটা।ধন্যবাদ। শুভ কামনা রইলো।

আপু আপনি অনেক চমৎকার একটি জায়গায় ঘুরতে গিয়েছেন। কুমিল্লা সুয়াগাজী এলাকার জমিদার বাড়ি দেখতে পেরে অনেক ভালো লাগলো। আমিও এর আগে অনেক কয়েকবার এই জমিদার বাড়ির নাম শুনেছিলাম। তবে কখনও যাওয়া হয়নি। আজ আপনার পোস্টের মাধ্যমে জমিদার বাড়ি দেখে নিলাম ও অনেক কিছু শিখে নিলাম।

আমি তো কখনো নামও শুনিনি আপু,😉😉।তবে এবার দেখতে পারলাম।আপু সময় সুযোগ করে একবার যেয়ে দেখবেন ভালো লাগবে।ধন্যবাদ আপনাকে।

কুমিল্লায় বেশ কিছু দিন ছিলাম তবে এই জায়গায় যাওয়া হয়নি। বেশ চমৎকার কিছু নিদর্শন দেখলাম। জায়গাটা বেশ সুন্দর।
আরেকবার গেলে ঘুরে আসবো ইনশাআল্লাহ।
ভালো উপস্থাপনা ছিল পুরো পোস্টটিতে।

হ্যা,ভাইয়া আপনি তো কুমিল্লায় অনেক দিন ছিলেন।যাই হোক আবার গেলে একবার ঘুরে আসবেন। ভালো লাগবে।ধন্যবাদ আপনাকে।শুভেচ্ছা রইলো।