"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা -৩২। কার্ড বোর্ড দিয়ে আমার বানানো নারী দিবসের DIY প্রজেক্ট।

in hive-129948 •  2 years ago 

"আসসালামু আলাইকুম"

আমি @rahimakhatun
from Bangladesh
২৩ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ ।

৮ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ ।


এখন ষড়ঋতুর বসন্তকাল ।

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। আজকে আমি আপনাদের জন্য প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজ "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য কার্ড বোর্ড দিয়ে DIY প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি । প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের সকলের প্রিয় @rme দাদাকে সুন্দর একটি বাংলা প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দেওয়ার জন্য।তারপর আমাদের প্রিয় মডারেটরদের কে এমন একটা সুন্দর ভিন্ন আঙ্গিকের প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

কার্ড বোর্ড দিয়ে DIY প্রজেক্ট এর ফটোগ্রাফি

আমি আজ "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা আমি আজ "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা ৩২অংশগ্রহণের জন্য আমার বানানো কার্ড বোর্ড দিয়ে DIY প্রজেক্ট তৈরি করেছি। । কিছুই পারি না পারি। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বেশ ভালো লাগে।অনেক ভেবে চিন্তে আজকে লাগিয়ে আমি DIY প্রজেক্ট তৈরি করেছি। আমি আজকে DIY প্রজেক্টটি থিম তৈরি করেছি। আজকে বিশেষ দিন আজ নারী দিবস , তাই আমি চেষ্টা করেছি এই নিয়ে একটি প্রজেক্ট তৈরি করার জন্য । নারীর অধিকার রক্ষা আর সহিংসতা বন্ধে এই দিবস পালিত হয়ে আসছে। আমি diy প্রজেক্টে চেষ্টা করেছি বেগুনি রং ব্যবহার করতে। কারণ নারী দিবসের প্রতীক হচ্ছে বেগুনি রং কারণ বেগুনি নির্দেশ করে সুবিচার এবং মর্যাদা। যা দৃঢ় ভাবে নারী সমতায়নে যুক্ত। দীর্ঘ আন্দোলন সংগ্রাম শেষে বেগুনি রং এখন নারীবাদীদের বেগুনি রং প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ২০১৮ সাল থেকে থিম কালার হিসেবে বেগুনি রং স্থান করে নিয়েছে। বেগুনি দিয়ে সূর্যের অতি বেগুনি রশ্মি বুঝানো হয়। অর্থাৎ সূর্যের বেগুনি রশ্মির মত নারীরাও শক্তি শালী হবে। ১৮৫৭ সালে যুক্তরাষ্টে নারী শ্রমিকের হাত ধরে এই দিবসের সূচনা ঘটে। নারীরা একসাথে অনেক কিছু সামলাতে পারে। নারীরা হয় ডাক্তার ,নারীরা হয় সেবিকা ,নারীরা হয় পাইলট ,নারীরা হয় ক্যাপ্টেন নিজেদের সংসার সামলানো আরো কত কি। যাই হোক কথা না বারিয়ে যাওয়া যাক মূল আয়োজনে।

প্রয়োজনীয় উপকরণ

  • 🔶কার্ড বোর্ড
  • 🔶স্কেল
    • 🔶কাঁচি
      • 🔶পেন্সিল/কলম
        • 🔶আঠা
          • 🔶 রঙিন পেপার
            • 🔶 পুঁতি
              • প্রস্তুত প্রণালী

                ১ম ধাপ

                প্রথমে হার্ড বোর্ড কেটে নিচ্ছি।

                ২য় ধাপ

                বেগুনি কালার কাগজ আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।

                ৩য় ধাপ

                এইট লিখে নিয়েছি।

                ৪র্থ ধাপ

                হার্ড বোর্ডে লাগিয়ে নিয়েছি। গ্লিটার পেপার দিয়ে ফুল বানিয়ে নিয়েছি।

                ৫ম ধাপ

                পেন্সিল দিয়ে কালো কাগজে এঁকে নিচ্ছি।

                ৬ষ্ঠ ধাপ


                ক্যাপ্টেন,উকিল , ডাক্তার ও নার্স এঁকে বোর্ড কাগজ এ আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।

                ৭ম ধাপ

                তারপর জামা বানিয়ে নিয়েছি।

                ৮ম ধাপ

                বেগুনি কালারের মাঝে একটি ফেস এঁকে কেটে নিয়েছি।

                ১০ ধাপ

                পুতি লাগিয়ে লিখে নিয়েছি।

                ৯ম ধাপ

                ) শক্তকাগজে কেটে তাতে কালার করে নিয়েছি

                ১১ তম ধাপ

                তারপর এইখানেও লিখে নিয়েছি।

                ১২ তম ধাপ

                হয়ে গেলো "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা ৩২অংশগ্রহণের জন্য আমার বানানো কার্ড বোর্ড দিয়ে DIY প্রজেক্ট তৈরি । আজ এই অব্দি পরবর্তীতে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ নিয়ে।সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

                ধন্যবাদ সবাইকে

                device Galaxy A13
                LocationDhaka
                photograpy papers cutting

                Authors get paid when people like you upvote their post.
                If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
                Sort Order:  

                কার্ড বোর্ড দিয়ে নারী দিবসের DIY প্রজেক্টটি দেখে খুবি ভালো লাগলো।ধাপে ধাপে উপস্থাপন দেখে শিখতে পারলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

                image.png

                আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি নারী দিবসকে কেন্দ্র করে খুব সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন। আপনার এই ডাই প্রজেক্ট আমার কাছে অনেক ইউনিক লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

                কার্ড বোর্ড দিয়ে ডিআইওয়াই প্রোজেক্টটি খুব সুন্দর হয়েছে । একদিক থেকে যেমন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে ফেলেছেন তেমনি নারী দিবসের উদযাপনটা ও একই সাথে সম্পন্ন হয়ে গেল ।

                আপু আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে কার্ড বোর্ড দিয়ে আপনার বানানো নারী দিবসের ডায় প্রজেক্ট টি অনেক সুন্দর ভাবে শেয়ার করেছেন। আসলে প্রত্যেকটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে বিশেষ করে একটু পরিশ্রম বেশি হয়। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

                শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন। খুব ভাল লাগলো আপু। আপনাকে অভিনন্দন জানাই। আপনি নারী দিবস কে কেন্দ্র করে খুব সুন্দর ডাই পোস্ট শেয়ার করেছেন। খুবই সুন্দর হয়েছে।ধন্যবাদ আপু।

                অনেক সুন্দর ছিল আপু কার্ড বোর্ড দিয়ে আমার বানানো নারী দিবসের DIY প্রজেক্ট টি ৷ অনেক পরিশ্রম করেছেন ৷ অসংখ্য ধন্যবাদ আপনার জন্য রইল শুভকামনা ৷

                প্রথমে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি নারী দিবস কে কেন্দ্র করে খুবই সুন্দর একটি ডাই পোস্ট তৈরি করেছেন। আপনার এই গায়ে প্রজেক্ট আমার কাছে যথেষ্ট ভাল লেগেছে। এখানে আপনি এক ঢিলে দুই পাখি মারলেন।প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন আবার নারী দিবসও পালন করে ফেললেন।

                কার্ড বোর্ড দিয়ে নারী দিবসের ডাই প্রজেক্ট দেখে মুগ্ধ হলাম। আপনার সময় উপযোগী ডাই পোস্টটি সতি অসাধারণ। ধাপে ধাপে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

                সত্যি আপু নারীরা ডাক্তার, নারীরা ইঞ্জিনিয়ার, নারীরা পাইলট, আবার নারীরাই সংসার সামলায়। নারীরা সবদিকেই সমান তালে কাজ করে এগিয়ে যাচ্ছে। নারীদের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন আপু দেখে অনেক ভালো লাগলো।নারী দিবস উপলক্ষে নারীদের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

                প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আর বাহ বেশ সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করেছেন আপনি। এগুলো তৈরি করতে অনেক সময় এর প্রয়োজন হয়, তাই দেখতেও সুন্দর হয়। যাইহোক আপু ৯,১০,১১ তম ধাপের ছবিগুলো এক। একবার দেখে নিবেন। ধন্যবাদ আপনাকে।

                আপু নারী দিবস উপলক্ষে কার্ডবোর্ড দিয়ে তৈরি আপনার প্রজেক্ট টা আমার কাছে অনেক ভালো লেগেছে। শুধু নারী দিবসে নয় সবসময় আমাদের উচিত নারীজাতিকে সম্মান করা। তারা হলো আমাদের মায়ের জাতি। তারা আমাদের বোন,তারা আমাদের বউ। তারা সব সময় সম্মানিত। ধন্যবাদ আপু।