আমাদের ঈদের দিন।

in hive-129948 •  2 years ago 

আমি @rahimakhatun
from Bangladesh

আজ রোজ বৃহস্পতিবার ।

২৯এ জুন ২০২৩ খৃস্টাব্দ ।


মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

muslim-g9be26aa37_640.jpg

source

<
সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা। আশা করি আজ সারাদিন বেশ ভালো কেটেছে। আসলে ঈদুল আজহার দিন এত পরিশ্রমের মধ্যে দিয়ে যায়, যার জন্য ভালো থাকার সুযোগ কমই থাকে।এই দিনে কম বেশি সবাই কাজ করে। যদি ও এবার আমার উপর দিয়ে তেমন কোন ঝামেলা যায় নি,অসুস্হ থাকার কারনে।
আজ আমার দিন টা বেশ ভালোই গিয়েছে। আসলে কাল রাতে ঘুমাতে ঘুমাতে একটু দেরি হয়ে গিয়েছিলো।আসলে বাসায় সবাই একসাথে থাকলে গল্পের শেষ হয় না।তাছাড়া বাচ্চাদের ও খেলার শেষ হয় না।এরাও ঘুমাতে ঘুমাতে অনেক দেরি করে ফেলে।আর সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে।

কাল রাতে সবগুলো ভাই বোন মিলে গল্পগুজব করে দেরি করে ঘুমায়।তারপর সকাল সকাল উঠে তাড়াতাড়ি গোসল করে নেয়।আমার ছেলে তো ঘুম থেকে উঠবেই না পরে আমার ভাই এর ছেলে জোর করে ঘুম থেকে উঠিয়ে বাথরুমে নিয়ে পানি ঢেলে দিয়েছে তারপর ওর কান্না কে দেখে কোন রকম কান্না থামিয়ে রেডি করে মসজিদে পাঠানোর জন্য পাঠাবো, এমন সময় বৃষ্টি কাকে বলে পরে আমার ভাইয়া আমার ছেলেকে কোলে করে নিয়ে গিয়েছে।পরে বাসায় এসে ড্রেস চেঞ্জ করে ওরা ওদের কাজে চলে গিয়েছে।


যদিও অসুস্থ থাকার কারনে ঈদ আগের মত খুব বেশি ভালো কাটেনি।আসলে শরীর ভালো না থাকলে যা হয় আরকি।তবে আজকের বৃষ্টি তো বেশ ভালোই হয়েছে। অনেকদিন পর বৃষ্টি বেশ ভালোভাবেই উপভোগ করলাম।আগে যখন ছোট ছিলাম তখন ঈদের দিন বৃষ্টি হলে একেবারে অসহ্য লাগতো।


কারন তেমন ঘোরাঘুরি করতে পারতাম না।ছোটবেলায় সব সময়ই আমার উপর দায়িত্ব পরতো বাড়ি বাড়ি যেয়ে মাংস বিলি করা।একবার মাংস বিলি করতে যেয়ে বেশ মজার একটি ঘটনা ঘটেছে। যখন মাংস বিলি করতে পাশের বাসায় যাচ্ছিলাম তখন রাস্তায় কুকুর দেখে বেশ ভয় পেয়েছিলাম, ভয় পেয়ে তাড়াতাড়ি যেতে গিয়ে মাংস সহ পরে গিয়েছিলাম।তারপর আর কি মাংস তে বালু টালু মেখে একাকার।


তারপর বাসায় এসে আর বলিনি পরে গিয়ে এই হাল হয়েছে ভয়ে।আসলে হারানো দিনগুলো বেশ মজার ছিলো।আগের দিন গুলো আবার যদি ফিরে পাওয়া যেত।তারপর তো ঈদ সালামির একটা ব্যপার ছিলো।আগে নতুন টাকা দেখলেই বেশ আনন্দ লাগতো,এখন আর নতুন টাকা দেখলে আর তেমন আনন্দ হয় না।এখন দেখি আমার ভাইয়ের মেয়ে ছেলে নতুন টাকা দেখলে বেশ খুশি হয়,যদি আমার ছেলে তেমন একটা বুঝে না।


ও খালি ওদের পিছন পিছন।ওরা যা করছে তাই অনুকরন করছে।সারাদিন ওদের পিছ পিছ ঘুরে সন্ধ্যায় নিজে নিজে ঘুমিয়ে গিয়েছে। তারপর কিছুক্ষন ঘুৃমিয়ে,উঠে ওদের সাথেই খেলছে।


যাই হোক আজ এই অব্দি ,আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

,

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

আপু আপনার ঈদের আনন্দময় ব্লগটি পড়ে অনেক ভালো লাগলো। আপনার মাংস বিলি করার ঘটনাটি পরে অনেক হাসি পেলো।কুকুরের ভয়ে মাংস ফেলে দিয়ে চলে এসেছিলেন। ঈদের আরেকটি আনন্দের অংশ হলো নতুন টাকা। যেটা দেখে বর্তমানে ছেলে মেয়েরা অনেক খুশি হয়। ধন্যবাদ আপু

Posted using SteemPro Mobile

আসলে ছোটবেলার ঈদ উদযাপন টা ছিল একেবারেই অন্যরকম। ছোটবেলায় অনেক রকমের মজার ঘটনা ঘটেছে এই ঈদকে নিয়ে। আর সেগুলো মনে পড়লে ইচ্ছে করে আবারও সেই ছোটবেলায় ফিরে যেতে। আপনার ছেলে যেহেতু ছোট তাই সে তেমন কিছুই বুঝে না। আপনার ভাইয়ের ছেলেমেয়েদেরকে অনুকরণ করে চলে। আসলেই অসুস্থ হলে কিছুই ভালো লাগেনা। তবে বৃষ্টিটা বেশ ভালোভাবে উপভোগ করেছিলেন এটা জেনে ভালো লাগলো।

আপু আপনার অনেক সৌভাগ্য তাই তো আপনি পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পেরেছেন। আসলে মাঝে মাঝে হয়তো চাইলেও সেটা হয় না। যাইহোক আপু আপনার ঈদ ভালো কেটেছে জেনে ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইল। সেই সাথে আপনাকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।

আমার কাছেও ঈদের দিনটা অনেক ব্যস্ত গেছে কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম সারাদিন কাজকর্ম নিয়ে। এছাড়া ও সব আত্মীয়-স্বজনের একত্রিত হলে অনেক গল্প গুজব করা যায়। আপনার তো ঈদ খুব মজার কেটেছেন অনেক ভালো লাগলো।

পরিবারের সাথে ঈদ উদযাপন করার আনন্দ সবার থেকে অন্যরকম হয়। সবাই একসাথে অনেক আনন্দ করা যায়। আর ঈদের সময় সবাই যখন একসাথে হয় তখন অনেক আড্ডাবসে এবং গল্প গুজব হয়। আপনি আপনার পরিবারের সাথে খুব ভালোভাবেই ঈদ উদযাপন করেছিলেন। আপনার প্রত্যেকটা ঈদ যেন এভাবে আনন্দ এবং হাসি খুশির মাঝে কাটে এটাই কামনা করছি।