দেখতে এক রকম হলেও ,কিছুটা পার্থক্য থাকে।

in hive-129948 •  3 months ago 
১১ ই আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ ।

২৩জুন ২০২৪ খ্রিস্টাব্দ ।



এখন ষড়ঋতুর বর্ষাকাল ।

books-8770940_1280.jpg

source

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে একটি জেনারেল পোস্ট শেয়ার করবো। শরীরের বর্ন ও গঠন এক রকম হলেই আচরণ ও ব্যবহারে মানুষ ও প্রকৃতির অনেক কিছুর পার্থক্য হয়।এই পার্থক্য দ্বারাই বোঝা কে কেমন।

যে কোন জিনিসের আকার বর্ন এবং আকৃতির সঙ্গে আরেকটা জিনিসের মিল থাকতে পারে তাই বলে যে এক রকম হবে তা কিন্তু হয় না।

এই যেমন কাক এবং কোকিল একই বর্নের তাই বলে কিন্তু তাদের এক বলা যায় না,দুইটা পাখি দুই রকম এবং স্বভাব ও আলাদা।কোকিলের কন্ঠ মানুষের মন জুরায় সেদিকে কাকের ডাক মানুষের বিরক্তের কারন হয়।

মায়ের পেটে একসাথে জন্মগ্রহন করে যমজ দেখতে এক রকম হলেও তাদের স্বভাত চরিত্র কিন্তু সম্পূর্ণ আলাদা।কারো সাথে কারো ব্যাক্তিত্ত্ব মিলে না।কারো সাথে তার সম্পকে জানতে হলে সঠিক অনুধাবন করার শক্তি থাকতে হয়। আমরা কারো সম্পকে ভালোভাবে না জেনে দেখা যায় মনের ভিতরে ঠাঁই দিয়ে দেই তখন দেখা যায় কোন প্রতারনা করলে আর কাউকে বিশ্বাস করতে পারি না,অথচ মানুষের মতো দেখা গেলেও সব মানুষ এক রকম হয় না।

কথায় আছে চুন খেয়ে এখন দই দেখলেই ভয় পায়।তেমনি কালাম সাহেব বিশ্বাস করে একজন কে কিছু টাকা ধার দেয়, অনেক দিনের পরিচিত তাই টাকা ধার চাওয়াতে না দিয়ে পারেনি, তাছাড়া মানুষকে উপকার করলে আল্লাহর সন্তুষ্ট ও পাওয়া যায় সেজন্য তারপর লোকটা যথা সময়ে আবার টাকা ফিরত ও দিয়েছে। তারপর আরেক পরিচিত মানুষ বিপদে পরে কালাম সাহেবের কাছে এসেছে কিছু টাকা ধার নিতে, কালাম সাহেব ও বেশ ভালো মনের মানুষ।

বিপদে পড়ে এসেছে তাই আর না করতে পারিনি।পরিচিত মানুষ,আবার এক সঙ্গে চলাফেরা করে এখন সেই মানুষ টাকা ফেরত দেয় না।আজকে দিব কালকে দিব করে ঘুরাচ্ছে।ফোন দিলে ফোন ধরে না, নয়তো বলে বসায় নেই। কালাম সাহেব এই অবস্থা দেখে ধৈর্য্য হারা হয়ে তার কাছে আর টাকা ফেরত চায় না।এখন সমস্যা হচ্ছে খুব কাছের মানুষ ধার চাইলেও সে দেয় না।

তাই তো বলা যায় মানুষের মত দেখলেও সব মানুষ মানুষ নয়।হয়তো রক্ত মাংস থাকে কিন্তু কারো ব্যাক্তিত্ত্ব এক হয় না।
এমন অনেক নানা ঘটনা প্রতিদিন ঘটে।এই যেমন এই যুগে অনেকে কাগজে ঠিকানা দিয়ে জিজ্ঞেস করে ঠিকানাটা কোথায় তারপর দেখা যায় যে ঠিকানাটা দেখে সে নাকে কিভাবে যেন শ্বাস নেয় তারপর তার আর সেন্স থাকে না।তখন তার সর্বস্ব দিয়ে দেয়।যার জন্য সত্যিকারী বিপদে পরা মানুষ সাহায্য পায় না।

আজ আর নয় আবার আসবো অন্যকোন দিন অন্য কোন ব্লগ নিয়ে,সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।


এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

আমার পরিচয়


আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

একদম সঠিক কথা বলেছেন আপু। দেখতে এক রকমের হলেও এমনকি বাহিরে বাহিরে সকলে ভালো মানুষ হলেও সকলের ভেতরের অংশ এক রকম ভাবে কাজ করে না। আর সেজন্যই প্রতিনিয়তই মানুষ আরেকজন মানুষের কাছে ঠকে যায়, দু:খ পায়, কষ্ট পায়!

অনেক সময় গোল্ড এবং সিটি গোল্ড দেখতে এক রকম মনে হলেও কি এক।আপনাকে ধন্যবাদ

চমৎকার একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করেছেন আপু।এটা ঠিক দেখতে এক হলে ও কিছুটা পার্থক্য থাকে।আপনি কিছু উদাহরন দিয়ে বুঝিয়ে দিলেন।আসলে মানুষের উপর একবার বিশ্বাস উঠে গেলে তখন আর কাউকে বিশ্বাস করার ইচ্ছে জাগে না।চুন খেয়ে মুখ পুরলে দই দেখলেও ভয় লাগে।ধন্যবাদ আপু বিষয়টি নিয়ে চমৎকার ভাবে কিছু লেখা শেয়ার করার জন্য।

আসলেই একবার বিশ্বাস ভেঙ্গে আবার বিশ্বাস করাটা কঠিন।ধন্যবাদ