কৃষি বিশ্ববিদ্যালয়ে একদিন । -{১০% বেনিফিট @shy-fox এর জন্য}

in hive-129948 •  2 years ago 

আমি @rahimakhatun
from Bangladesh

২ রা পৌষ , ১৪২৯ বঙ্গাব্দ

১৮ই ডিসেম্বর ২০২২ খৃস্টাব্দ ।


আজ রোজ রবিবার

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ



318841335_809868326777679_2022842224678996511_n.jpg

আজ পৌষ মাসের ২ তারিখ ,শীত মনে হয় একটু একটু বুঝতে পারছি। যদিও তেমন না,আগের তুলনায় মোটামুটি। অথচ ছোটবেলায় দেখতাম এই সময় ঘরে গরম কাপড় পড়া লাগতো ,কিন্তু এখনোও গরম কাপড় পড়া লাগে না। যাই হোক আজ কে পোস্ট করতে একটু দেরি হয়ে গিয়েছে। আসলে সকাল থেকে বাবার সাথে বাবার অফিসের কাজে সাহায্য করতে যেয়ে আমার একটু দেরি হয়ে গিয়েছে। এই ডিসেম্বরে বাবার অফিসে অনেক কাজ থাকে ,যা বাসায় এসে হিসাব মিলাতে হয় ,তখন মাঝে মাঝে আমি বাসায় থাকলে সাহায্য করলে বাবা একটু স্বস্তি পায়। কেবল হিসাব শেষ করেই লিখতে বসলাম। প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে কিছু ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো। গতকাল একটু গিয়েছিলাম আগারগাঁও কৃষি বিশ্ববিদ্যালয়। আসলে সেখানে একটা মিলনায়তন ছিল ,ছাদ কৃষির। সেই সকাল ১০ টার দিকে বাসা থেকে বের হয়েছি ,ঐখানে যেয়ে পৌঁছিয়েছিলাম প্রায় ২ তার দিকে। বাস রিকশায় বসে থাকতে থাকতে পিঠ ব্যথা হয়ে গিয়েছে। আসলে ঢাকা শহরে বের হয় মানেই দিন পুরো শেষ। সাপ্তাহিক ছুটির দিনেও অনেক জ্যাম থাকে। যাই হোক ঐখানে আমি অনেক অনেক ছবি তুলেছি ,ফুলের এবং গাছের। সব তো আর একদিনে দেওয়া সম্ভব না। আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো।

320759734_1197264897874595_765300481230213371_n.jpg

এই ফুলের নাম হচ্ছে গোলাপ ফুল । দেখতে অনেক সুন্দর। এই ফুলটিকে ফুলের রানী বলা হয়। গোলাপ পৃথিবীর জনপ্রিয় তম ফুল। গোলাপের অনেক রকম রং হয়। সুন্দরতম ফুলগুলোর মধ্যে গোলাপ একটি। গোলাপ rosaceae পরিবারের rosa গণের। পৃথিবীতে অনেক প্রজাতির গোলাপ রয়েছে। গোলাপ গাছ অনেক দিন বাঁচে। আর উচ্চতা অনেক বড় হয়। গোলাপ গাছ সারা বছরেই বাঁচে ,ফুল ও সারা বছর হয়।

319613614_483132500618275_2463706596866611810_n.jpg

320091381_670725311226534_7656228501451727294_n.jpg

এই হচ্ছে হলুদ গোলাপ। দেখতে বেশ সুন্দর লাগছে।

318939434_531043042399733_423316971332799063_n.jpg

এই হচ্ছে মিষ্টি কলারের হাজারী গোলাপ। কলার টা আসলেই অনেক মিষ্টি।

320440736_563706522433764_1692063402397785692_n.jpg

এইটা খুব সম্ভবত করবি ফুল।

319393068_5553459488098308_9031491845686175033_n.jpg

এই ফুলগুলোর নাম হচ্ছে ভারবেনা হাইব্রিডা । দেখতে অনেক সুন্দর। এইটির অনেক প্রজাতি রয়েছে। ভারবেনেসি পরিবারের অন্তর্গত। এইটি উচচতায় ২৫ সেন্টিমিটারের বেশি হয় না। এইটি অনেক কালারের হয় থাকে। এগুলাতে অনেক ফুল হয়ে থাকে। এইটি খুব আকষণীয় ফুল।

যাই হোক ,আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy flowers
linksource

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hello, friend!

This post has been upvoted by the Steemgoon curation team.

Thank you for your hard work.


If you would like to support us, please consider voting for our witness, Your vote is very important to us!.
If you vote for us as a witness, you can get daily littile upvote to your post.

image.png

আপু ঢাকা শহরে কেন বর্তমান সময়ে সব জায়গায় জ্যাম লেগে থাকে।বাসা থেকে বের হওয়া মানে পুরো দিন টা শেষ হয়ে যায় আর কোন কাজ করার সুযোগ থাকে না।কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তোলা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। খুব সুন্দর ভাবে আপনি ফটোগ্রাফি গুলো করছেন।প্রত্যেকটি ফুলের কালার অনেক সুন্দর দেখাচ্ছে এবং ফটোগ্রাফি গুলো আপনি অনেক দক্ষতার সাথে করেছেন।খুব সুন্দর একটি মুহূর্ত আপনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন ধন্যবাদ।

এই জন্য তো দৌড়ে কোথাও বের হতে মনে চায় না,সেখানে ১ ঘন্টা লাগে, জ্যামের কারনে ৩ ঘন্টা লাগে।খুবই বিরক্ত লাগে।

আপনি কৃষি বিদ্যালয় গিয়ে অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। সকাল দশটায় বাইর হলেন ২টো বাজে ওখানে পৌছলেন। সত্যিই ঢাকা শহরে এত জ্যাম । তবে আপনি বেশ চমৎকার চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। আপনি অফিসের কাজে আপনার বাবাকে হেল্প করেন শুনি খুব ভালো লাগলো। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ। আমাদের মাঝে অনেক সুন্দর করে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইলো আপনার জন্য।

হুম আপু জ্যামের ও সিঙ্গালের কারনে যেতে যেতে ২ টা বেজেছে।যাই হোক আপনার কাছে ছবিগুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ

ঠিকই বলেছেন বর্তমান সময় ঢাকা শহরে বাহিরে বের হলে অর্ধেক দিন শেষ হয়ে যায় রাস্তাঘাটে অনেক যানজট থাকে। কৃষি বিদ্যালয়ে চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। গোলাপের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং কবরী ফুলের ফটোগ্রাফি ও অনেক ভালো ছিল। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

অর্ধেক নাকি আপু একেবারে পুরো দিন।আসলেই গোলাপ ফুলের কালারগুলো দেখতে বেশ ভালো লেগেছে, সরাসরি ও বেশ সুন্দর ছিলো।করবীর কালারটাও বেশ মিষ্টি। ধন্যবাদ

আপু ডিসেম্বর মাস আসলে সবার কাজই বেড়ে যায়। কারন বছর শেষ তো তাই অনেক ধরনের হিসাব মিলাতে হয়। কৃষি বিশ্ববিদ্যালয়ে তো ছাদ কৃষি থাকবেই। হলুদ কালারের গোলাপটা দেখতে অনেক ভাল লাগতেছে। ধন্যবাদ আপু।

হুম আমি জানি,ডিসেম্বর মাস মানেই ক্লোজিং এর হিসাব।হ্যা হলুদ আর মিষ্টি কালারের গোলাপটা বেশ সুন্দর। ধন্যবাদ

হুম আমি জানি,ডিসেম্বর মাস মানেই ক্লোজিং এর হিসাব।হ্যা হলুদ আর মিষ্টি কালারের গোলাপটা বেশ সুন্দর। সরি নেটওয়ার্কের সমস্যার কারনে এই কমেন্ট দুইবার সেন্ড হয়েছে।