"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬৮|| আমার করা শীতকালীন সেরা ফুলের ফটোগ্রাফি

in hive-129948 •  last month 

সসালামু আলাইকুম

জ রোজ মঙ্গলবার

২১
ই জানুয়ারি ২০২৫ খৃস্টাব্দ

ই মাঘ , ১৪৩১ বঙ্গাব্দ

১৪
ই রজব ১৪৪৬ হিজরী।।


খন ষড়ঋতুর শীতকাল ।

"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬৮ এর জন্য আমার করা কিছু ফুলের কিছু ফটোগ্রাফি

ছবি তোলায় @rahimakhatun

Device- samsung SM-A217F


প্রথমে ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় দাদাকে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম জন্য। তারপর জানাই সম্মানিত মডারেটরদের যারা এত সুন্দর একটি কন্টেস্টের আয়োজন করেছে। মাঝে মাঝে এমন কনটেস্টে অংশগ্রহণ করতে ভালো লাগে। ফুল মানেই সুন্দর এবং মিস্টি। প্রকৃতির রূপ বৈচিত্র্যে ষড়ঋতুর হেমন্তের পরেই শীতকাল কাল। বাংলাবর্ষের পৌঁষ ও মাঘ দুই মাস শীতকাল কাল। আমাদের দেশে শীতকালে সব পাতা ঝরে যায় ,তবে কিছু কিছু ফুল শীতকালেই ফুটে। শীতকালে বিভিন্ন গাছে ফুলে ফুলে সমারোহ হয়ে যায়। যাই হোক তাহলে চলেন তাহলে দেখে আসি আমার করা ফটোগ্রাফি গুলো।

  • নাম : পিটুনিয়া ফুল
  • বৈজ্ঞানিক নাম :petunia spp .
  • পরিবার :Solanaceae
  • প্রজাতি :পেটুনিয়া আলপিকোলা,পেটুনিয়া অ্যাক্সিলারিস আরো অনেক।।


  • পিটুনিয়া ফুল
    এর নাম হচ্ছে পিটুনিয়া।এগুলো হচ্ছে দক্ষিন আমেরিকার প্রজাতি।অনেক গুলো কালার হয়।এর বীজ গুলো দেখতে পেঁয়াজের মত হয়।বেশ সুন্দর ফুলগুলো। এগুলো শীতকালেই বেশি হয়।কারন গরম জলবায়ু এগুলো সহ্য করতে পারেনা।সপ্তাহে একবার পানি দিলেই।
  • নাম : গাঁদা ফুল
  • বৈজ্ঞানিক নাম :Tagetes erecta .
  • পরিবার :Asteraceae
  • জাত :২ ধরণের ।।


  • গাঁদা ফুল
    গাদাঁ ফুলের কথা নতুন করে কি বলবো।কম বেশি সকলেই আপনারা জানের এই সম্পকে। শীতকালীন ফুলের মধ্যে একটি। অনেক গুলে কালারের হয়ে থাকে।সাইজগুলো ও অনেক।এর কিন্তু অনেক ঔষধ গুনাগুন রয়েছে। চোখ উঠলে কিংবা হাত পা কেটে গেলে এর রস দিলে উপকার পাওয়া যায়।তাছাড়া কোন ঘা তে এর রস দিলে ভালো হয়ে যায়।
    .
  • নাম : ডায়ান্থাস ফুল
  • বৈজ্ঞানিক নাম :chrysanthemum indicum.
  • পরিবার :Asteraceae
  • প্রজাতি :তিনটি প্রজাতি বিশেষ ভাবে পরিচিত

  • নাম : ডায়ান্হাস

  • ডায়ান্হাস ফুল
    এই ফুলের নাম ডায়ান্হাস।যদিও বেশ কঠিন নাম।তবে দেখতে বপশ সুন্দর। এটাকে অনেকে চায়না পিঙ্ক বলে।এটি শীতের সময় বেশি ফোটে অন্যানো সময় মারা যায় বেশির ভাগ। আমি ও একটা লাল কালারের কিনেছিলাম পরে শীতের শেষে মারা গিয়েছিলো গতবছরে।
  • নাম : মেলাপুডিয়াম ফুল
  • বৈজ্ঞানিক নাম :Toxicodendron succedaneum .
  • পরিবার :জানা নেই
  • নানা নাম :কাঁকড়াশিঙি, স্থানীয়কাইমলা।।


  • মেলাপুডিয়াম ফুল
    হলুদ কালারের দেখতে বেশ সুন্দর। এর আর কোন কালার আছে কিনা আমার জানা নেই। তবে আমি শুনেছি এগুলো নাকি ক্ষতিকারক গাছ।বেশ ভালোই হয় মনে হচ্ছে ফুলগুলো। খুব বেশি যত্ন লাগে না হয়তো।
  • নাম : সন্ধ্যামালতী ফুল
  • বৈজ্ঞানিক নাম :Mirabillis jalapa .
  • পরিবার :Nyctaginaceae
  • নানা নাম :কৃষ্ণকলি ।।


  • সন্ধ্যামালতী ফুল
    নামটা যেমন সুন্দর দেখতে ও বেশ সুন্দর।বিভিন্ন বাড়ি আঙিনায় লাগালে দেখতে বেশ ভালো লাগে।উচ্চতায় ২ মিটার অব্দি হতে পারে।তবে একই গাছে অনেক কালারের ফুল ফোটে দেখতে ও বেশ চমৎকার লাগে।বিভিন্ন পোকামাকড় কামড়ের জায়গায় এর রস দিলে বেশ উপশম হয়। তাছাড়া পেট খারাপ হলে এটি ব্যবহার করা যায়।
  • নাম : ল্যান্টানা ফুল
  • বৈজ্ঞানিক নাম :Chrysothemis Pulchrlla. .
  • পরিবার :ভারবেনা
  • প্রজাতি :কয়েকটি বিশেষ ভাবে পরিচিত


  • ল্যান্টানা ফুল
    ছোট ছোট ফুলগুলো দেখতে বেশ ভালো লাগে।বেশি ভালো লাগে এর কালারগুলো।হলুদ,লাল,কমলা, আরো বিভিন্ন রঙের হয়ে থাকে।বাসার সামনে লাগালে দেখতে বেশ ভালো লাগে।এশিয়া ভারতসহ বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এটি চর্মরোগ আর অনেক রোগের প্রতিকার হিসেবে ব্যবহার করা হয়।

    চন্দ্রমল্লিকা ফুল
    এই হচ্ছে চন্দ্রমল্লিকা।এর অনেক কালার রয়েছে।দেখতে বেশ সুন্দর।অনেকগুলো প্রজাতির তবে তিনটি বেশ পরিচিতি।আমি যে ছবিটা তোলেছিলাম এর কালারগুলো ছবির চেয়ে বাস্তবে বেশ সুন্দর । শুভ্র আবার পিংক কালার।এমন কয়েকটা ফুলগাছ বেলকুনিতে রাখলে এমনি এমনি মন ভালো হয়ে যাবে।এই ফুলটাও শীতকালে বেশি দেখা যায়। অনেক বড় বড় ও চন্দ্রমল্লিকা দেখা যায় তবে আমার কাছে এই সাইজেরই বেশি ভালো লাগে।
  • নাম : ডালিয়া
  • বৈজ্ঞানিক নাম :Dahlia sp.
  • পরিবার :Asteraceae
  • প্রজাতি :প্রায় ৩০ টি


  • ডালিয়া ফুল
    এর নাম হচ্ছে ডালিয়া ফুল।এর অনেক কালার রয়েছে।প্রায় ৩০ টি প্রজাতি রয়েছে এবং ২০০০০ সম্কর প্রজাতি।প্রায় ১০ টি শ্রেনীর অন্তর্ভুক্ত। ফুল সজোর,পাপড়িগুলো চ্যাপ্টা। অনেক গুলো পাপড়ি হয়।আমাদের দেশে এই ফুল শীতকালেই বেশি ফোটে।এগুলো বড় ছোট ও মাঝারি আকৃতির হয়ে থাকে। নার্সারিতে যাওয়ার পর এই কালার টা আমার অনেক ভালো লেগেছে তাই দেরি না ছবি তোলে ফেলি।মনে হচ্ছিলো বাসায় নিয়ে আসি, কিন্তু অনেক বড় টপে লাগানো যা কেরি করা আমার পক্ষে সম্ভব ছিলো না।
  • নাম : নীলচিতা।
  • বৈজ্ঞানিক নাম :plumbagoauriculata .
  • পরিবার :Plumbaginaceae
  • অন্যান নাম :Blue plumbago,cape plumbago etc ।।


  • নীলচিতা।
    নাম টা বেশ সুন্দর। যদিও এর আগে আমি কখনও এই নাম শুনিনি।দেখতে যদিও সাদা তবে নাম নিলচিতা।হয়তো আরে অনেক কালার রয়েছে।এই ফুলগুলো বাহিরের দেশের, যদি ও আমি নার্সারি থেকে ছবি তোলেছি।এর নাকি ঔষধ গুন রয়েছে।গাছটি ঝোপের সৃষ্টি করে ১.৮ মিটার অব্দ লম্বা হয় এটি।
  • নাম : ঝুমকোলতা
  • বৈজ্ঞানিক নাম :Passiflora Incarnata
  • পরিবার :Passifloraceae
  • অন্যান নাম :প্যাশন ফ্লাওয়ার


  • ঝুমকোলতা ফুল
    এই ফুলটার নাম ঝুমকোলতা।এই ফুলটা আশে পাশে খুব কমই দেখা যায়।তবে দেখতে বেশ সুন্দর। হালকা বেগুনি রঙের। ফুলের উপর দিয়ে সুচালো। ফুলটায় ঘ্রান রয়েছে।লতানো গাছ।এটা নাকি ৩০ ফুট লম্বা হতে পারে।ফুলের আকৃতি গোলাকার হয়,এর ব্যাসার্ধ ২-৩ সেন্টিমিটার হয়।ঝুমকো লতায় প্রচুর পরিমানে স্যাপনিন থাকায় সাবানের বিকল্প হিসেবে কাজে লাগে।এ গাছ ঔষুধি গাছ, বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ ও নিরাময়ে ব্যবহারে হয়ে থাকে।
  • নাম : লাল রাস্না
  • বৈজ্ঞানিক নাম :Renanthera imschootiana .
  • পরিবার :Orchidaceae
  • জাত :Vandeae ।।


  • লাল রাস্না
    এই ফুলটা বেশ।অনেকটা অর্কিড টাইপের।সারা বছর ই ফুলের দেখা পাওয়া যায়।বেলকুনিতে বেশ ভালো হয়।বেলকুনিতে রাখলে সৌন্দর্য দ্বিগুন হয়ে যায়। দেখতে বেশ ভালোই লাগে।
  • নাম : জারবেরা ফুল
  • বৈজ্ঞানিক নাম :L.Asteraceae. .
  • পরিবার :Asteraceae
  • প্রজাতি :চ্যাপ্টালিয়া,লিবনিটজিয়া,মাইরিয়া ইত্যাদি।


  • জারবেরা ফুল
    এই হচ্ছে জারবেরা ফুল।যদিও বিদেশি ফুল তবে বাংলাদেশে এখন প্রায় দেখা যায়।এর ও অনেক মিষ্টি মিষ্টি কালার হয়।এই গাছ ১ থেকে ২ ফুট উচ্চাতা হয়।যদিও এগুলোর বিশেষ যত্ন প্রয়োজন হয়।এই ফুলটা আমার ভীষণ প্রিয়।মেয়েদের খোঁপা দিলে বেশ সুন্দর লাগে।
  • নাম : ফুরুস
  • বৈজ্ঞানিক নাম :Lagerstroemia indica
  • পরিবার :Lagerstroemia
  • অন্যান নাম : crape myrtle,crepe,


  • ফুরুস ফুল
    এই ফুলের নাম হচ্ছে ফুরুস ফুল।এর বিভিন্ন কালার হয়।দেখতে বেশ ভালোই লাগে।এর উচ্চতা প্রায় চারমিটার পর্যন্ত হতে পারে।শক্ত ডালাপালা ও ঝোপালো পএগাছী। ফুলগুলো ডিম্বাকার, ৩.৫ সেন্টিমিটার লম্বা এবং মিশ্রন হয়।পাপড়িগুলো কিছুটা কুঁকড়ানো থাকে। আসলে আমাদের এলাকাতে অনেকগুলো নার্সারি,আমি বিভিন্ন নার্সারি এবং ছাদ অনেক অনেক ফুলের ফটোগ্রাফি করছি এমন কি কিছু গাছ ও কেনা হয়েছে, বেশ ভালোই লাগে ফুল গাছ।আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

    এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

    devicesamsung SM-A217F
    LocationDhaka
    Photograpy plant
    linklocation

    আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।

    Banner.png

    ডিসকর্ড লিংক:
    https://discord.gg/VtARrTn6ht

    20211003_112202.gif


    JOIN WITH US ON DISCORD SERVER

    banner-abb4.png

    Follow @amarbanglablog for last updates


    Support @heroism Initiative by Delegating your Steem Power

    250 SP500 SP1000 SP2000 SP5000 SP

    Authors get paid when people like you upvote their post.
    If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
    Sort Order:  

    শীতকালীন ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। আপনি বিভিন্ন ক্যাটাগরির ফটোগ্রাফি শেয়ার করলেন। শীতকাল আমাদের জন্য খুবই আনন্দদায়ক। প্রকৃতি এত সুন্দর হয় বিশেষ করে ফুলের রাজ্যে ভরে যাই। খুব সুন্দর ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ণনা পড়ে ভীষণ ভালো লেগেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।

    image.png

    বাহ ,এত এত ফুলের ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে আমি যেন ফুলের রাজ্যে চলে এসেছি। পুরো পোস্ট জুড়েই রেখেছেন চমৎকার এবং ইউনিক কিছু ফুলের ফটোগ্রাফি। সেই সাথে বর্ণনা গুলো এতটাই দারুণভাবে দিয়েছেন পড়তেও ভীষণ ভালো লাগতেছে। সব মিলিয়ে আপনার ফটোগ্রাফি পোস্টটি দুর্দান্ত হয়েছে। সর্বোপরি ধন্যবাদ কনটেস্টে অংশগ্রহণ করার জন্য।

    প্রতিযোগিতা উপলক্ষে আপনি দারুন দারুন ফটোগ্রাফি শেয়ার করে নিয়েছেন। এবারের প্রতিযোগিতার মাধ্যমে প্রত্যেকের দারুন দারুন ফুলের ফটোগ্রাফি দেখে একেবারেই মুগ্ধ হয়ে গেলাম। আপনি তো দেখছি ফুল দিয়ে আজকের অ্যালবাম সাজিয়ে তুলেছেন। শীতকালীন ফুলের আসর বসেছে। চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন আপু। সুন্দরভাবে বিস্তারিত বর্ণনা করে শীতকালীন ফুলের ফটোগ্রাফি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

    প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে জানাই অনেক অনেক অভিনন্দন। দারুন দারুন সব ফুলের ফটোগ্রাফি নিয়ে অংশগ্রহণ করেছেন। দেখে খুবই ভালো লাগলো আপু। প্রতিটি ফুলের ফটোগ্রাফির নিচে দারুন ভাবে বর্ণনা করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু। শুভ কামনা রইল আপু।

    দারুন দারুন কিছু ফুলের ফটোগ্রাফি দেখলাম প্রতিটা ফটোগ্রাফিতে ফুলের পাপড়িটা একদম নিখুঁতভাবে তুলে ধরেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে এমন চমৎকার সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

    আপনি ও দেখছি অসাধারণ কিছু শীতকালীন ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফুলের দৃশ্য অনেক বেশি সুন্দর ও গোসালো। শীতকালীন ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলেই এতো সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখার সুযোগ হলো।

    খুবই দারুণ কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মাঝে মাঝে যখন চমৎকার কিছু ফটোগ্রাফি দেখি তখন অনেক বেশি ভালো লাগে। এভাবে এগিয়ে যান, শুভকামনা রইল। সামনে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে চাই। আর আপনাকে ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

    ধন্যবাদ ভাইয়া সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য।

    শীতকালে বিভিন্ন রকম ফুল দেখা যায়। বিশেষ করে চন্দ্রমল্লিকা এবং ডালিয়া ফুলের অনেক জাত রয়েছে। এক একটা এক এক ধরনের এক এক রঙের। আপনার পোস্টে চন্দ্রমল্লিকা এবং ডালিয়া ফুল দেখে খুবই ভালো লাগলো। চন্দ্রমল্লিকা ফুলের কালার টা খুব সুন্দর। ঝুমকো লতা ফুল সামনাসামনি কখনো দেখা হয়নি। আপনাকে ধন্যবাদ আপু দারুন এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপু।

    আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আমি তো মুগ্ধ হয়ে গেলাম আপনার চমৎকার এই সুন্দর ফুলের ফটোগ্রাফির মুলক পোস্ট দেখে। বেশি দারুণ কনটেস্টে অংশ নিয়েছেন আপনি। চিত্রগুলো অসাধারণ ছিল।

    এত সুন্দর দেখতে শীতকালীন ফুলের ফটোগ্রাফি করে আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন দেখে আমার অনেক ভালো লেগেছে। এই প্রতিযোগিতাটা সত্যি খুব ভালো ছিল। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনার ফটোগ্রাফি গুলো সবার কাছে অনেক বেশি ভালো লাগবে।

    আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। আজকে আপনার মাধ্যমে নতুন কিছু ফুলের সাথে পরিচিত হতে পারলাম।লাল রাস্না, ঝুমকোলতা ফুল এর আগে আমি কখনও দেখিনি। আপনি শীতকালীন ফুলের ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এজন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি আপনার জন্য শুভকামনা রইলো আপু।

    প্রথমেই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি দারুণ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। বিশেষ করে ডালিয়া ফুল এবং নীলচিতা ফুলের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

    প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে। এবার শীতকালীন চমৎকার চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। সত্যি এক একটা ফটোগ্রাফি দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। কারণ এত চমৎকার চমৎকার ফটোগ্রাফি দেখলে এমনিতে মন ভালো হয়ে যায়। ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে।