গল্প:আবেগ । (১ম পর্ব )

in hive-129948 •  last year 

আমি @rahimakhatun
from Bangladesh

২২ এ মে ২০২৩ খৃস্টাব্দ ।

মার বাংলা ব্লগের সকল সদস্যগন কেমন আছেন ?আমি ভালো আছি । আশা করি আপনারা ও ভালো আছেন ।প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি ,আমি আজকে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করবো।গল্প লিখতে কিংবা পড়তে আমার বেশ ভালোই লাগে।অনেক ইচ্ছে হল একটি গল্প লিখার জন্য তাই বসে পরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

hand-g694797f99_1920.jpg

source

< শহরের মেয়ে নাবিলা সবে মাএ এস এস সি পরীক্ষায় পাশ করেছে।নতুন কলেজে ভর্তি হবে।তার আগ থেকে স্বপ্ন দূরের এক কলেজে ভর্তি হবে। কারন বাসার কাছে স্কুলে পড়তে পড়তে তার আর ভালো লাগে না।
তার ইচ্ছে মত দূরের একটি কলেজেই ভর্তি হয়েছে। পড়াশুনাতেও মোটামুটি ভালো। এখন সমস্যা হচ্ছে পড়ার জন্য টিচার খুঁজে পাওয়া কারন এত দূরের কলেজ ঐখান পড়া সম্ভব না আর বাহিরেও থাকা সম্ভব না।
বাসার কাছাকাছি একটি টিচার খুঁজছে তার বাবা মা।হঠাৎ তার বাবার মনে পরে যায় তার এক কোয়ালিকের ছেলের কথা।ছেলেটা পড়ালেখায় বেশ ভালো।ছোটবেলায় নাবিলা আর তন্ময় ক্লাস ফাইভ পর্যন্ত একসাথে বড় হয়েছে।

যদিও ২/৩ বছরের বড় ছোট তারা তবে সবসময় ঝগড়া লেগেই থাকতো।পরে তন্ময় রা এলাকা ছেরে দূরে চলে যায়।এরপর আর কখনও তাদের দেখা হয় নি।পরে যখন নাবিলা ইন্টার ফাষ্ট ইয়ারে পড়ে তখন তারা আবার নাবিলাদের বাড়ির কাছাকাছি বাড়ি করে এরপর থেকে তাদের সাথে আবার কথাবার্তা হয়।



।এরপর তন্ময় কে বলে নাবিলার বাবা নাবিলাকে যেন বিজ্ঞানের বিষয় গুলো দেখিয়ে দেয়।তন্ময় ও রাজি হয় কারন সে ভার্সিটির এডমিশন টেস্টে দিচ্ছে।তন্ময় বেশ লাজুক ছেলে।বেশ সংকোচ বোধ করছে নাবিলাদের বাসায় এত দিন পর যাবে কেমনে কি কথা বলবে তাই।

সকল সংকোচ ভেগে চলে গেলো তন্ময় নাবিলাদের বাসায় নাবিলাকে পড়াতে। নাবিলাও এত দিন পর তন্ময়কে দেখে বেশ অবাক। এই কয়েক বছরে কত পরিবর্তন। কিছুক্ষন কথা বলে তারা পড়াশুনা নিয়ে বসেছে। বেশ ভালো বুজায় পদার্থ বিজ্ঞান। নাবিলাও বেশ ভালো রেস্পন্স করে কিন্তু সমস্যা হচ্ছে পড়াশুনা করতে চায় না। বেশ ভালো মেধা কিন্তু বেশ ফাঁকিবাজি করে নাবিলা।

কিন্তু তন্ময় বেশ চেষ্টা করে যাচ্ছে নাবিলার জন্য। নিজের এডমিশন টেস্টে ভালো করার জন্য পরিশ্রম করে যাচ্ছে। খুব ইচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়বে।

যাইহোক আজকের পর্ব এই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না।

আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।


এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

আপনি আপনার ইচ্ছে থেকে গল্প লেখার চেষ্টা করেছেন জেনে ভালো লাগলো।পুরোনো বন্ধুর সঙ্গে নাবিলার দেখা হয়ে নিশ্চয়ই ভালো লেগেছে।তাছাড়া নাবিলা দূরের কলেজে ভর্তি না হলে হয়তো দেখা হতো না তাদের।গল্পটি ভালোই লিখেছেন আপু,ধন্যবাদ আপনাকে।