রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি ।

in hive-129948 •  2 years ago 

আমি @rahimakhatun
from Bangladesh

১ লা মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ ।


মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

334453677_1389451401885300_5242303862865284936_n.jpg

made by-@rahimakhatun

Device- Galaxy A13

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে রঙিন কাগজ দিয়ে ফুল বানানো পদ্বতি আপনাদের সাথে শেয়ার করবো। আসলে গত কাল রাতে রঙিন কাগজ নিয়ে বসবো বসবো করে বসা হয় নি ,পরে সকাল সকাল উঠে রঙিন কাগজ আর কেচি ও আঠা নিয়ে বসে পরলাম। আজকে বানাতে গিয়ে বেশ বিরক্ত হয়ে গিয়েছিলাম,একে তো ঘুমের জন্য পরে যাচ্ছিলাম ,তার উপর যে কলার কাগজ খুচ্ছিলাম তা পাচ্ছিলাম না।

334168668_1331338714102148_1969100077819078386_n.jpg

মোটামুটি ভালোই সময় লেগেছে ফুলটা তৈরী করতে।তারপর তৈরি করেই পোস্ট করতে বসেছি। তবে ভালো লাগছে আমি কাজটা সম্পূর্ণ করতে পেরেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।তাছাড়া দেখতেও বেশ ভালো লাগে সাজিয়ে রাখলে। আমি খুব সহজ ভাবে তৈরী করে প্রতিটি ধাপ দেখিয়েছি।

প্রস্তুত প্রণালীর ছবি

প্রয়োজনীয় উপকরণ

334307571_232396195928730_1842634516561260058_n.jpg

  • 🔶স্কেল
    • 🔶কাঁচি
      • 🔶পেন্সিল/কলম
        • 🔶আঠা
          • 🔶 রঙিন পেপার
            • প্রস্তুত প্রণালী

              ১ম ধাপ

              334050037_650920780174519_2537586419325649653_n.jpg

              প্রথমে আমি (১০*১০ ) সেন্টিমিটার করে কাগজ কেটে নিয়েছি।

              ২য় ধাপ

              333721522_896653324908347_3306433864660539956_n.jpg
              ত্রিভুজের মত ভাঁজ করে নিয়েছি।

              ৩য় ধাপ

              334526088_147289248234020_7910958564198868732_n.jpg
              আরো কিছু ভাঁজ করে পাতার মত এঁকে নিয়েছি।

              ৪র্থ ধাপ

              334412498_1715325542198963_1235791629223975395_n.jpg
              কাঁচি দিয়ে কেটে নিয়েছে।

              ৫ম ধাপ

              334539665_703541138137836_6439798524625693192_n.jpg

              ভাঁজ খুলে নিলাম।

              ৬ষ্ঠ ধাপ


              332087118_527392812865777_1992118006559792067_n.jpg

              একটি পাতা কেটে ফোল্ড করে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।

              ৭ম ধাপ

              332055989_209280611615167_4657613066509256266_n.jpg
              কালো কাগজ কেটে পেঁচিয়ে নিয়েছি।

              ৮ম ধাপ

              333998817_582846087063871_2726676127089293939_n.jpg

              গোলাপি কালার কাগজ কে কেকরি কেটে নিয়েছি।

              ৯ম ধাপ

              334478893_1012695553039247_7380468243827199482_n.jpg

              পেঁচিয়ে আঠা দিয়ে লাগিয়ে নিবো।

              ১০ম ধাপ

              334028158_543203530997426_6432799372996514695_n.jpg
              হয়ে গেলো রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি । আজ এই অব্দি পরবর্তীতে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ নিয়ে।সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

              ধন্যবাদ সবাইকে

              device Galaxy A13
              LocationDhaka
              photograpy papers cutting

              Authors get paid when people like you upvote their post.
              If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
              Sort Order:  

              আমি তো ভেবেছিলাম শুধু আমার একারই ঘুমের পরিমাণ বেশি হয়েছে। এখন দেখি সবারই একই অবস্থা। আসলে এই সময় গুলো ঘুম একটু বেশি হয়। যাইহোক অবশেষে সুন্দরভাবে এই ফুল তৈরি করেছেন দেখে ভালো লাগলো। রঙিন কাগজের ব্যবহার করে কোন কিছু তৈরি করলে দেখতে সত্যিই ভালো লাগে।

              আর বলিয়েন না আপু,ঘুমের জন্য কোন কিছুই চোখে দেখি না।ইদানিং সকালে ঘুমের পরিমান বেড়েছে, তবে কমানো লাগবে।ধন্যবাদ আপনাকে

              রঙিন কাগজ ব্যবহার করে আপনি অসাধারণভাবে ফুল প্রস্তুত করে আমাদের মাঝে প্রদর্শন করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে।। বিশেষ করে কালার কম্বিনেশন টা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন সুন্দর উপস্থাপনা করেছেন শুভকামনা থাকলো আপনার জন্য।

              রঙিন কাগজের চমৎকার একটি ফুল তৈরি করেছেন আপু ৷ অনেক সুন্দর হয়েছে ফুলটি দেখতে ৷আসলে রঙিন কাগজের জিনিস গুলো দেখতে অসম্ভব ভালো লাগে আমার ৷ আপনার তৈরি রঙিন কাগজের ফুল দেখে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে ফুল তৈরির প্রক্রিয়া গুলো শেয়ার করার জন্য ৷

              আপনার কাছে রঙিন ফুলটা ভালো লেগেছে জেনে ভালো লাগলো।আপনাদের ভালো লাগাই আমার কাজের সার্থকতা। ধন্যবাদ আপনাকে💐💐

              আসলেই আপু অনেক সময় রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করতে বসলে পছন্দের কালারের কাগজ খুঁজে পাওয়া যায় না। তারপরে সকাল সকাল উঠে তৈরি করতে বসেছেন ঘুম তো আসবেই। কিন্তু এবার খুব সুন্দর একটা কালার দিয়ে ফুলটা তৈরি করেছেন। নীল কালার আমার কাছে ভীষণ ভালো লাগে। খুব সুন্দর লেগেছে আমার কাছে ফুলটা। এই ধরনের কাজ করতে সময় লেগে যায়।

              আসলে আমি বেশ কিছু দিন কিছু কিছু কালার খুঁজছি কিন্তু পাচ্ছি না।তবে আমার বাসায় অনেকগুলো কালার ছিলো,আস্তে আস্তে শেষ হয়ে আসছে।ধন্যবাদ আপনাকে

              আপু, আপনি কি কালারের কাগজ খুঁজেছেন তা আমার জানা নেই, তবে আপনি নীল ও গোলাপি রঙের রঙিন কাগজ ব্যবহার করে যে ফুলটি তৈরি করেছেন তা দেখতে খুবই আকর্ষণীয় হয়েছে। যাইহোক আপু, ঘুমের ঘোরেও দারুন একটি রঙিন কাগজের ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

              আমি আসলে গাঢ় বেগুনি খুঁজছিলাম অথবা ডার্ক ব্লু। কিন্তু পাচ্ছি না ভাইয়া।মাঝে মাঝে ঘুমের ঘরে কাজ করি🤣🤣

              রঙিন কাগজ দিয়ে আপনার ফুল তৈরি দারুন হয়েছে। ঘুম কাতুরে চোখে দারুন ডাই প্রজেক্ট তৈরি করেছেন। ধন্যবাদ আপু চমৎকার কাজটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

              কয়েকদিন যাবত অনেক ঘুম বেড়ে গিয়েছে, ঘুম কমাতে হবে সামনে রোজার মাস।

              আসলে কোন কাজ করতে গেলে প্রথমে সেই কাজ করব করব বলে হয়তোবা করা হয় না বা বসা হয় না। কিন্তু যখন সেই কাজ করার জন্য মন স্থির হয়ে যায় তখন কোন না কোন ভাবে সেটা হয়ে যায় কিন্তু কাজ করতে বসাটাই অনেক বেশি কষ্টের বলে আমার মনে হয়। অবশেষে রঙিন কাগজের তৈরি খুবই চমৎকার একটি ফুল আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো আপু।

              পোস্ট নিয়ে আমার বিশাল চিন্তা ভাবনা করা লাগে।প্রতিদিন পোস্ট করার পর চিন্তা করতে হয় কাল কি পোস্ট করবো।ধন্যবাদ আপনাকে

              আপু আপনার রঙিন কাগজের ফুলের ডাই পোস্টটি দেখতে ভালো লাগছে ।আপনার ডাই এর কালার কম্বিনেশন দারুন লাগছে।তাছাড়া আপনি ডাইটির প্রতিটি ধাপ খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।এটা দেখে যে কেউ সহজেই ডাই টি তৈরি করতে পারবেন।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর ডাই পোস্টটি শেয়ার করার জন্য।

              আমার তৈরি কাগজ দিয়ে ফুল বানানোর পদ্ধতি এবং কালার কম্বিনেশন ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।

              "নীল রং আমার ভীষণ প্রিয়" এই গানটা আমার খুব পছন্দের। তবে নীল রঙের কোন কিছু আমি চোখে দেখতে পারি না, কেমন যেন চোখে ব্যথা করে। তবে আপনার হাতের কাজের প্রশংসা করতে হয়। অন্য রং দিয়ে যদি এই ফুল করতেন তাহলে আরো বেশি প্রশংসা করতাম।

              আপনার তো সব কালারেই সমস্যা।কমলা লাল দিলেও সমস্যা সবুজ দিলে সমস্যা।আপনার আপাদমস্তকই সমস্যায় ভরপুর🤣🤣

              ওয়াও কি অসাধারণ একটি ফুল তৈরি করলেন। আমার কাছে আপনার ফুলটি অসাধারণ লাগলো। দেখে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কোন গাছ থেকে এই ফুলটি ছিড়ে এনেছেন। পরে পুরো পোস্টটি দেখে বুঝতে পারলাম এটি আপনি রঙিন কাগজ দিয়ে তৈরি করলেন। আসলেই অসম্ভব সুন্দর একটি ফুল তৈরি করলেন। বিশেষ করে ফুলের মাঝখানে টা অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে।

              এই রকম কি সত্যিকারি ফুল হয় নাকি আমার জানা নেই। যাক পুরো পোস্ট পড়ে তাও বুঝতে পারলেন 😜😜।ধন্যবাদ আপনাকে

              রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি দেখে খুবি ভালো লেগেছে। এতো সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন দেখে শিখতে পারলাম, পরবর্তীতে তৈরি করবো ইনশাআল্লাহ।

              হুম ভাইয়া খুব সহজে এটি তৈরি করতে পারবেন।পরবর্তী সময়ে আপনার বানানো ফুল দেখার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ

              image.png

              আপু আপনি আজকে আমাদের মাঝে রঙিন কাগজ কেটে বেশ দারুন একটি ফুল তৈরি করি শেয়ার করেছেন। সত্যি আপনাদের মাথায় যে এত ইউনিক আইডিয়া আসে কি করে আমি ভেবে পাইনা। বিশেষ করে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ফুলের মাঝখানে কালো এবং লাল রঙের কাগজ দিয়ে যেই ফুলটি তৈরি করেছেন এই ফুলটা দেখতে। ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করা যায়

              আর কই ইউনিক চিন্তা, আমার মাথা ভর্তি গোবর রে ভাই।কোন কিছুই ঠিকমত পারি না আমি।ধন্যবাদ

              রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। যদিও এগুলো তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয় তারপরও এগুলো দেখতে খুবই ভালো লাগে। চমৎকার কিছু কাগজ ব্যবহার করেছেন এই ফুল তৈরি করার ক্ষেত্রে।

              হুম অনেক সময় লাগে,আগে বেশ আগ্রহ সহকারে বানাতাম এখন কেমন জানি একটা বিরক্ত লাগে।

              ঠিকই বলেছেন অনেক সময় অনেক কাজ করব করব করেও করা হয় না। ঘুম চোখে চমৎকার কাগজের ফুল তৈরি করেছেন। দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। কালার কম্বিনেশন আমার কাছে খুবই ভালো লেগেছে। কাগজের তৈরি জিনিসগুলো আমার কাছে বানাতে এবং দেখতে ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি ফুল তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

              আমার তো প্রায় এমন হয় আজকে কমেন্ট করবো করবো করে এতক্ষনে কেবল রিপ্লাই দিতে বসলাম। ভালো লাগে না আমার কোন কিছু।

              অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন। ফুলটি দেখতে খুবই সুন্দর হয়েছে। কালার সিলেকশন অসাধারণ হয়েছে। এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

              আমার মনে হয় বানানোর পর কালারটা ফুটে উঠেছে। ধন্যবাদ আপু আপনার কালার সিলেকশন ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ

              আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ফুল বানিয়েছেন। আসরে রঙিন কাগজ দিয়ে কিছু বানালে দেখতে এমনি অনেক ভালো লাগে। আমার কাছেও মাঝেমধ্যে রঙিন কাগজ দিয়ে কিছু বানালে খুঁজে না পেলে অনেক বিরক্ত লাগে। অনেক সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

              আমি প্রায় খুঁজি,।আসলে বাবার বাড়ি আসলে নিয়ে আসি আবার কখনো নিয়ে আসতে মনে থাকে না।তখন এলোমেলো হয়ে যায়।ধন্যবাদ আপনাকে

              প্রথমে আপনার পোস্ট দেখে মনে করেছিলাম আপনি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন। এরপর আপনার পোষ্টের টাইটেল পড়ে দেখতে পেলাম আপনি রঙ্গিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন। সত্যি দেখে মনে হচ্ছে এই ফুল রঙিন কাগজের ফুল নয় বাস্তব একটি ফুল। অনেক সুন্দর করে প্রতিটি ধাপ শেয়ার করেছেন দেখতে অনেক সুন্দর হয়েছে ফুলটি।

              বেশ মজা পেলাম,ফটোগ্রাফি পোস্ট। যাই হোক আপনার মতামত পড়ে বেশ ভালো লাগলো।ধন্যবাদ আপু পাশেই থাকবেন।🌹

              রঙিন কাগজ ব্যবহার করে মুগ্ধকর একটি ফুল তৈরি করেছেন আপু। আপু আপনি নীল এবং গোলাপি রঙিন কাগজ দিয়ে যে ফুলটি তৈরি করেছেন তা দেখে আমি চোখ সরাতে পারছি না। আপনার এই সুন্দর ফুল দেখে আমিও বাসায় এভাবে তৈরি করা চেষ্টা করব।

              আসলে নীল কালার আমার অনেক পছন্দের কালার, তাই প্রায় নীল কাগজ আনা হয় বিভিন্ন ফুল তৈরি করার জন্য।ধন্যবাদ আপনাকে

              আপু আপনার রঙিন কাগজের ফুলটি দারুন হয়েছে। রঙিন কাগজ দিয়ে কিছু বানালে খুব সুন্দর হয় দেখতে।আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ আপু।

              আপনি আপনি রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করার প্রতিটি ধাপ দেখছেন জেনে ভালো লাগলো।পাশেই থাকবেন।ধন্যবাদ আপনাকে

              প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রঙিন কালারের কাগজ দিয়ে ফুল তৈরি করে আমাদের দেখানোর জন্য। আমি আপনার এত সুন্দর সুদক্ষতা সম্পন্ন একটি পোস্ট দেখে মুগ্ধ এবং নতুন কিছু শিখতে পারলাম আপনার পোস্টের মধ্য দিয়ে। আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন কিভাবে তৈরি করতে হয় তার প্রতিটা বিষয়।

              ভাইয়া আপনি তো প্রায় মুগ্ধ হন,এত মুগ্ধ হলে কেমনে হবে🤣🤣।মজা করলাম ভাই।ধন্যবাদ আপনাকে

              এই রঙ বাদ দিয়ে বাকি রঙ নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হলে কি আর করা যাবে। এই জন্যই তো বেশিরভাগ সময় সানগ্লাস পরে ঘুরি, যাতে রং নিয়ে কোনো সমস্যা না হয়😎

              আপনার চোখে যে সমস্যা তা কি আমি জানি😜😜যতসব চোখে সমস্যা নিয়ে ঘুরে বেড়ায়।পরে তো বউ পছন্দ করতে সমস্যা হবে😜।