ফ্রেন্ড এর সাথে ফুচকা খাওয়ার অনুভূতি।10% Beneficiary To @shy-fox 🦊}]

in hive-129948 •  2 years ago 

আমি @rahimakhatun
from Bangladesh

৯ ই অক্টোম্বর ১৪২৯ বঙ্গাব্দ ।

310508389_886694522301887_3444941675139666104_n.jpg

মহা ব্যস্ততার পর কেবল বসলাম পোস্ট লিখতে। বাসায় মেহমান আসলে ভালো লাগে কিন্তু কাজ করতে যে কি আলসেমি লাগে। সেই সকাল থেকে রান্নার আয়োজন। সব কিছু ঠিকঠাক করে গুচাতেই বেশ ঝামেলা কাজ। সবকিছু কেটে কুটে যখন ঠিক করলাম তখন দেখি গ্যাস চলে গিয়েছে। তারপর যখন গ্যাস আসলো ,তখন দেখি বিদ্যুৎ চলে যাওয়ার কারণে পানি চলে গিয়েছে। কি যে এক মহা যন্ত্রনা। তাও কপাল ভালো মেহমানের আসতে দেরি হয়েছে ,তাই সব ঠিক ঠাক করে সব কাজ শেষ করতে পেরেছি। এখন বেশ টায়ার্ড লাগছে। আসলে দাঁড়িয়ে থাকতে থাকতে বেশ পা ব্যথা করছে। যাই হোক পোস্ট না করতে পারলে ভালো লাগে না। প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।

311258348_812510459794486_5818930479078626117_n.jpg

আমাদের বাসার কাছেই একটা নতুন ফুচকার দোকান হয়েছে। বড় বড় কলসে অনেক রকম টক থাকে। এর আগে আমি শনিআকরায় দেখেছিলাম ,অনেক দিন ধরে যাবো যাবো ভাবছিলাম ,হঠাৎ দেখি বাসার কাছেই দোকান হয়েছে। ভাবলাম এইবার যেতেই হবে ,যেহেতু বাসার কাছেই তাহলে মিস করা যাবে না। বিকাল থেকেই আমার বান্ধবী @siddiqua কে বিকাল থেকেই নক করছি ,কিন্তু কোনো রেস্পন্স পাচ্ছি না ,এই দিকে আমি একাও যাবো না।

310620494_1207160946516043_649798382352892065_n.jpg

পরে দেখি ও সন্ধ্যায় আমাকে নক দিলো ,বললো ও স্টুডেন্ট পড়েছিলো ,তাই খেয়াল করিনি। বললাম ফুচকার কথা ,ও রাজি হয়ে গেলো ,বললো সন্ধ্যা ৭ টার দিকে রেডি থাকতে ,আমি ও রেডি হয়ে বসে থাকলাম ,ও ফোন দেয়ার সাথে সাথে বের হলাম। দুইজন কথা বলতে বলতে হাটতে হাটতে দোকানের সামনে গেলাম।

310699588_641008000759670_4408154664737522646_n.jpg

গিয়ে দেখি খুঁজে পাচ্ছিলাম না ,পরে একটু সামনেই দেখতে পেলাম। সামনেই যেয়ে দেখি বিশাল ভিড় ,এত ভিড়ের মাঝে তো খাওয়া একে বারেই অসম্ভব। ফুচকাওয়ালা ফুচকা বানিয়ে কুল পাচ্ছে না। পরে দেখলাম আস্তে আস্তে ভিড় কমতে শুরু করলো। আমরা ফুচকা অর্ডার করলাম ,এক প্লেট ৫০ টাকা। এক প্লেটে ৮টার মত ফুচকা থাকে ,সাথে টক যতখুশি ততই। অনেক গুলা টকের আইটেম।

310608360_1475770123252237_6858218098787433041_n.jpg
আমার কাছে দুইটা টক বেশি ভালো লেগেছে ,তেতুলের টক আর নাগা মরিচের টক। আজ এই অব্দি অন্য দিন আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A13F
LocationDhaka
Photograpy fuchka
linksource

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

গ্যাস ও পানি দুটোই ছিল না তাহলে তো মহাবিপদে পড়েছিলেন। যাই হোক মেহমান আসলে দেরি করেছিল আপনারা সব কিছু কাটিয়ে উঠতে পারছেন এটা জেনে ভালো লাগলো। ফুচকা খেতে যাওয়ার অনুভূতিটা ভালো লাগলো ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

এই বিপদ এখন নিত্য দিনের সঙ্গী মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।শুভেচ্ছা নিবেন।

আমাকে যে মেহমান ভেবে দাওয়াত দেও না ,তাই এত যন্ত্রনা পোহাইছিস আজ।তবে ফুসকার কথা কি বলবো অমনি ভাবে কি ফুসকা খেয়ে মজা পাওয়া যায় ।তবে আরো কত কি খাইলাম ওই গুলা শেয়ার করতে ।ধন্যবাদ আমাকে মেনশন করার জন্য।

করবো,,আরেক এপিসোডে😄😄।আচ্ছা কাল তোর দাওয়াত।বাসায় আছিস,আমি এখন ও বাসায় আছি।

এটা কিন্তু একদম সত্যি কাজের সময় কোন কিছু থাকে না। যতই তাড়াতাড়ি করতে থাকি ততই দেরী হয়ে যায়। আর কাজের সময় কোন কিছু হাতের কাছেও থাকেনা। দেখে তো মনে হচ্ছে অনেক ঝামেলার মধ্যে ছিলেন আপনি। আপনার পোস্ট পড়ে মনে হচ্ছে বান্ধবীর সাথে বেশ মজা করে ফুচকা খেয়েছেন।

তাড়াতাড়ি করতে গেলেই বেশি দেরি হয় সেইদিন।আপনাকে অনেক ধন্যবাদ শুভেচ্ছা নিবেন।

আপু আপনার পোস্টে ফুচকার দোকানটি দেখে খুবই ভালো লাগলো। আমাদের এদিকে এরকম কোন ফুচকার দোকান নেই। তবে একটি ফুচকার দোকান আছে শুধুমাত্র ফুচকার জন্যই বিখ্যাত। বেশ সুন্দর রঙিন কলসে ভরে টক বিক্রি করছে, দেখে কিছুটা লোভ লেগে গেল। আপনার বান্ধবী ও আপনি দুজনে মিলে ফুচকা খেয়েছেন, আর সেই অনুভূতিটুকু আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আসলে আমাদের এখানে কিছুদিন আগে দিয়েছে,তাই বেশ খেতে ইচ্ছে হলো।তাই তাড়াতাড়ি বান্ধবীকে নিয়ে খেতে গেলাম।ধন্যবাদ

আপু আপনার ফুচকা দেখে তো জিহ্বা দিয়ে পানি চলে আসলো। এদের টক গুলো ভিশন মজা।শনির আখড়া তে খাওয়া হয়েছে। ফুচকা তে টক ভালো হলে ফুচকা খাওয়া মজাটাই আলাদা। বিভিন্ন ধরনের টক গুলো দিয়ে ফুচকা খেতে ভিশন মজা পাওয়া যায়। আশা করছি সুন্দর মূহুর্ত কাটিয়েছেন আপনার বন্ধুর সাথে। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটি মূহূর্ত শেয়ার করার জন্য।

শনিআকড়াতে যাব যাব বলে আর যাওয়া হয়নি,পরে দেখলাম আমাদের এখানেই ফুচকার দোকান চলে আসলো।তারপর না গিয়ে পারলাম না।ধন্যবাদ

আসলে আপু ঝামেলা যখন বেশি হয় তখন বিদ্যুৎ এবং গ্যাস আমাদের সাথে মজা করে। যাই হোক অবশেষে আপনি ফুচকা খেতে গেলেন আপনার বান্ধবীর সাথে। ইস নাগামরিচ দিয়ে কত চমৎকার করে না জানি ফুচকা খেয়েছেন। আমি কিন্তু একজন ফুচকা প্রেমি ।তাই যেখানে ফুচকা দেখিয়ে ছুটে চলে যাই ।টক দিয়ে খেতে যা মজা লাগে আপু।

আসলেই আপু,গ্যাস যা সম্যাসা করে,সামনে আসছে শীতকাল গ্যাসের দেখাই পাওয়া যাবে না।আমার কাছেও টক দই দিয়ে খেতে ভালো লাগে। ধন্যবাদ

গ‍্যাস আছে তো কারেন্ট নেই আবার কারেন্ট আছে তো গ‍্যাস নেই কী এক মহাবিপদ। ফুসকার দোকানের এই নতুন পদ্ধতি টা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বেশ অনেক ধরনের টক কলসিতে রাখা যার যেটা ইচ্ছা নিয়ে খাচ্ছে। সত্যি বেশ চমৎকার একটি মূহুর্ত। দারুণ ছিল আপু আপনার ফুসকা খাওয়ার মূহুর্ত টা।

মহাবিপদ মানে মহাবিপদেই😉😉।লোকচুড়ি খেলে জনগনের সাথে 🤪🤪।মহা অনেক রকমের টক থাকে।ধন্যবাদ

ছোট ভাইকে কখনো দাওয়াত দেন না তাই তো রান্নার বেলায় এত ঝামেলা পোহাতে হয়েছে। এইবারে শিক্ষা নিয়ে পরের বার যদি একটা দাওয়াত আসে 😉,, তবে ফুচকা জিনিসটা বাইরে খেতে আমার কেমন যেন একটু লাগে,, খাই না বলা যায় একদম। আর মরিচের টক থাকলে তো কথায় নেই,, মুখেও তুলব না 😅,,, ঝাল আমার জম,, মনে থাকে যেন,, দাওয়াত দিয়ে কম ঝালে রান্না করবেন 😉

মরিচ ছাড়া আরো অনেক টক আছে,এই যেমন আমড়ার টক,টক দইয়ের টক,জিরা পানি,তেতুৃ্ল আরো কত কি।যাই হোক ছোট ভাই আসলে রান্নাই করবো না হয়ত ছোট ভাই রান্না করে খাওয়াবে আর তা না হলে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবে🤪🤪

বাড়িতে খুঁটি গেড়ে বসে যাব যদি রান্না না করে খাওয়ান,, আর কোন নড়াচড়া নেই,, তখন বুঝবেন কেমন লাগে 😅

তাহলে তো ভালোই হবে,বাড়ির এক পাশে আমার খুঁটি দিতে হবে না,আপনাকেই দিয়ে খুঁটির কাজ চালাবো😉😉

৫০ টাকার মাত্র আটটা ফুচকা। আমাদের বারাসাত স্টেশন এর পাশে 10 টাকা দশটা ফুচকা দেয়। তবে টক হিসেবে শুধু তেতুলের টকটাই দেয়।"নাগা মরিচের টক" এটা আমার কাছে নতুন লাগলো। বেশ ভালো লিখেছেন আপনি।😊

আর বলিয়েন না একটু নতুন দিছে যে তার উপর কলসী গুলার জন্য।ভাবলাম বাসায় নিয়ে যাব পার্সেল দিতে বললাম বললো ২০০ টাকার নিতে হবে।মেজাজটা এত খারাপ হয়ে গেলো, মনে হচ্ছিলো ধাক্কা দিয়ে পাশের খালে ফেলে দেই🤪