আমি @rahimakhatun
from Bangladesh
১৯ ই জানুয়ারি ২০২৫
সে মা কিভাবে সন্তান কে কিভাবে নিজের স্বার্থের জন্য সন্তান কে মেরে ফেলে।মাঝে মাঝে খবর শুনি নয়মাস পেটে ধরে বাচ্চাকে ফেলে দিয়ে যায়।আচ্ছা একটা নবজাতক এর চেহারা দেখলে দুনিয়ার সব কষ্ট দূর হয়ে যায়।আমার যখন মেয়ের চেহারা দেখি এত কষ্টের মাঝে ও শান্তি লেগেছে।এখনও আমারহাজারো কষ্টের মাঝে আমার সন্তানের চেহারা দেখি সেই কষ্ট দূর হয়ে যায়।একজন মা কিভাবে একেক সন্তানকে একেক রকম দেখে।এক সন্তান কে ভালো মনে করে আবার আরেক সন্তান কে দেখতে পারেনা।অথচ সবগুলো তো পেটে হয়েছে।
প্রায় জায়গায় দেখি এক সন্তান কে একেক রকম দেখে।অনেক সময় অনেক সন্তানকে একেবারে দেখতে পারে নাই।গত কয়েকদিন আগের কথা যদিও শুনা কথা তবে যা রটে তা কিছু হলেও বটে।আমাদের এলাকায় এক পরিবার একমাস হলো ভাড়া এসেছে। তাদের দুই মেয়ে।এক মেয়ে কে বিয়ে দিয়েছে আরেকটা মেয়ে বারো তেরো বয়স হবে।দেখতে বেশ সুন্দর। চুলগুলো বেশ লম্বা বেশ কিউট মেয়ে টা।মেয়ের বাবা রাজমিস্ত্রী কাজ করে আর মা গার্মেন্ট কর্মী।
বেশ ভালোই দিন চলছে।কিন্তু হঠাৎ মহিলার চাহিদা বেড়ে গিয়েছে তাই তিনি চাকরী ছেড়ে দিয়ে নানা অপকর্ম অবৈধ কাজে জরিয়ে গিয়েছে। মেয়ে যেহেতু একটু বড় হয়েছে মায়ের এই সব অপকর্মে গুলো বুঝতে পেরে প্রায় সময় নাকি বলতো এই সব পঁচা কাজ না করতে কিন্তু কে শুনে কার কথা।খারাপ কাজ করতে মেয়ে বাধা দিতো সেটা মায়ের পছন্দ ছিলো না।একদিন সিদ্ধান্ত নিল মেয়েকে যেভাবে হোক মেরে ফেলবে,তাহলে আর ঝামেলা করতে পারবে না।অনেক দিন যাবত প্ল্যান করতে কিভাবে কি করবে।এরপর শুনি মেয়েকে ঘরে একা রেখে মানুষ পাঠিয়ে মেরে ফেলেছে। কি ভয়ংকর ভাবে মেয়েটাকে মেরে ফেললো।প্রায় শুনি অনেকে নিজের স্বার্থের কারনে বাচ্চাকে মেরে ফেলে আবার কেউ নিজের জীবন দিয়ে হলেও নিজের সন্তান কে বাচায়।
আজকে আর নয় ,আবার আসবো অন্যকোন দিন অন্যকোন পোস্ট নিয়ে সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আপু মাও সাত রকমের হয়।এভাবে একটা বাচ্চাকে মেরে ফেলে কোন মায়ের পক্ষে সম্ভব। আসলে এরা মা নয় এরা পশুর থেকে খারাপ। সত্যি সন্তানের মুখ দেখলে সকল কষ্ট দূর হয়ে যায়। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু দোয়া করে এমন নিষ্ঠুর মা যেন কারো না হয়। আমাদের সমাজে ভালো খারাপ দুটো কাজ আছে। কিন্তু ভালো কাজের থেকে খারাপ কাজ খুব সহজ তাই মানুষ খুব সহজেই খারাপ কাজ করে ফেলে। কিন্তু একবার খারাপ কাজের মধ্যে ঢুকে পড়লে বেরোনো সত্যিই মুশকিল। মেয়েটা সত্যের পথে ছিল আর তার মাকে ফিরিয়ে আনার চেষ্টা করছিল। কিন্তু শেষ পর্যন্ত মেয়েটার মৃত্যু হল এটা জেনে খুবই খারাপ লাগছে। পৃথিবীতে সব সন্তান এবং মায়ের সম্পর্ক যেন মধুর হয় এই কামনাই করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে মাঝেমধ্যে আমারও খুবই অবাক লাগে যদি জন্মের পর বাচ্চাকে ফেলেই দিবে তাহলে কেন এত কষ্ট করে বাচ্চা নয় মাস পেটে রাখে। কিছুদিন আগে আমাদের এখানে এরকম একটি ঘটনা ঘটেছে। যাইহোক আপু আপনার লেখাটি পড়ে ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এখন এইসব ঘটনা চারদিকে অহরহ ঘটছে,বেশ খারাপ লাগে যখন ময়লার স্তুপ কিংবা ব্যাগে বাচ্চাদের পাওয়া যায়।ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আজব দুনিয়া। কত কষ্ট করে লালন পালন করে সন্তান মানুষ করা হয়। আর সামান্য অবৈধ নেশার টানে নিজের সন্তানকে মেরে ফেলবে। মানুষ অপকর্মের নেশায় যখন পশু হয়ে যায় তখন তার আপন পর থাকে না। বোনের পশুরা যেমন অন্য পশুকে ধ্বংস করে ঠিক মানুষ খারাপ চরিত্রের জন্য কেমন হয়ে যায়। খুব খারাপ লাগলো ঘটনাটা জেনে। মহিলাটা কে উপযুক্ত সাজা দেওয়া দরকার, যেন অন্যান্য অবৈধ পথে চলা মহিলারা সঠিক পথ থেকে চলে আসে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ কষ্টের একটি গল্প শেয়ার করেছেন। আসলে মানুষ এভাবে নিষ্ঠুর হয় যে কি করে সেটা বুঝতে পারি না। কেন নিজের সংসার স্বামী সন্তানকে ভুলে পরকীয়া লিপ্ত হয়। তারপরে এভাবে নিজের সন্তানকে ধ্বংস করে ফেলতে হবে। এরা কোন বিবেকের মানুষ আমি এটা বুঝি না। এই জাতীয় মানুষগুলোকে চিহ্নিত করে কঠিন সাজা দেওয়া উচিত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার পোস্টটি পড়ে আমার কাছে খুব খারাপ লাগলো। পৃথিবীতে ছেলেমেয়েদের সবচেয়ে বিশ্বাসযোগ্য জায়গা হচ্ছে মা। আর সে মা যদি ছেলে মেয়ে মেরে ফেলে তাহলে পৃথিবী কত নিষ্ঠুর হতে পারে। আসলে এরকম মা আমি মনে করি কোন ছেলে মেয়ের না হয়। নিজের অপকর্ম এবং স্বার্থের কারণে মেয়েকে হত্যা করেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit