অনেক উপকারী মেথি শাক ভাজির রেসিপি || [10% 𝕭𝖊𝖓𝖊𝖋𝖎𝖈𝖎𝖆𝖗𝖎𝖊𝖘 𝖋𝖔𝖗 @𝖘ʜʏ-ғᴏ𝖝🦊]

in hive-129948 •  3 years ago 

সসালামু আলাইকুম

৯ ই ফাল্গুন, ১৪২৮ বঙ্গাব্দ।

২০ রজব ১৪৪৩ হিজরী।


এখন ষড়ঋতুর বসন্ত কাল।


মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

প্রস্তুত প্রণালীর ছবি

273819897_373801917523877_6676404895216866084_n.jpg

made by @rahimakhatun

Device- samsung SM-A217F

মেথি শাক রান্নার পুরো প্রস্তুত প্রণালী

আজ আমি একটি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে খুবই উপকারী শাকের একটি রেসিপি দিবো। আজ আমি মেথি শাক ভাজির রেসিপি দিবো। আমাদের খালা তিনি গেয়েছিল ওনার গ্রামের বাড়ি ফরিদপুর। ঐখান থেকে মেথি শাক নিয়ে এসেছে। তখন আম্মা পছন্দ করে এই জন্য আম্মাকে কিছু মেথি শাক দিয়েছে,ভাজি করে খাবার জন্য। মেথি শাক শুধু মাত্র ভাজি করে খাওয়া যায়, আমার জানা মতে অন্য কিছু করে খাওয়া যায় কিনা আমার জানা নাই ,আপনারা জানলে আমাকে জানাবেন।

274174855_296468292472369_2339429128237009561_n.jpg

made by @rahimakhatun

Device- samsung SM-A217F

মেথি শাক রান্নার ছবি

মেথি শাকের উপকারিতা

মেথি শাক যদিও তিতা স্বাদের হয়ে থাকে ,তবুও এর গুনাগুন অনেক। মেথি শাক ত্বকের জন্য অনেক ভালো। তাছাড়া মেথি কিন্তু চুলার জিন্ন অনেক ভালো। এই শাক কোলেস্ট্রোরেল মাত্রা নিয়ন্তন করে থাকে। যারা ডায়বেটিক আর সমস্যা তাদের জন্য সুগারের পরিমান বাড়ায়। হজমশক্তি বাড়ায়। আরো অনেক রুগের ওষুধ হিসাবে কাজ করে এই মেথি শাক ও মেথি।

273916651_1299170157219066_6320445898162928598_n.jpg

Device- samsung SM-A217F

মেথি শাকের ছবি

এক নজরে দেখে নেই সবগুলা উপকরণ

274120475_863664391110847_8443657403865168754_n (1).jpg

প্রয়োজনীয় উপকরনের ছবি দেওয়া হলো


উপকরণঃ
⚜মেথি শাক
⚜লবন
⚜তেল
⚜পেঁয়াজ
⚜কাঁচামরিচ
উপকরণগুলা লিখে দেওয়া হলো।
প্রস্তুত প্রণালী

১ম ধাপ

273232054_1012866265976427_2728665736411072703_n.jpg

প্রথমে শাক গুলো ভালো করে বেঁচে নিবো।তারপর ধুয়ে কুচি করে কেটে নিবো।

২য় ধাপ

274041136_1134768414014348_7079424485616795855_n.jpg

তারপর একটি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিবো।

৩য় ধাপ

273866454_665064138253832_5336288367650710961_n.jpg

তারপর এই কুচানো মেথি শাকের উপর কেটে মরিচ দিয়ে দিবো।

৪র্থ ধাপ

272986285_363892185737099_2757690120240574971_n.jpg

পেঁয়াজ ভাজা ভাজা হলে ,মেথি শাক গুলা দিয়ে দিবো।

৫ম ধাপ

273180894_698625167977873_5644444566812889050_n.jpg

উল্টিয়ে পাল্টিয়ে নিবো।

৬ষ্ঠ ধাপ

272986285_363892185737099_2757690120240574971_n.jpg

আর মাঝে কিন্তু মেথির সুন্দর একটি ঘ্রান বের হয়ে এসেছি।

৭ম ধাপ

273195204_473388827834251_4176694826160241626_n.jpg

273864193_627481854989326_4205223374101728620_n.jpg
হয়ে গেলো খুবই উপকারী মেথি শাক ভাজি। আশা করি ভালো লাগবে। আজ এই অব্দি অন্য দিন আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy recipe

247942475_2204606139679566_171784323412635988_n.png

271458575_209093134772560_7888518412289734514_n (1).jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শাকসবজি সম্পর্কে আমার তেমন কোন ধারণা নাই, তবে মেথি নামটি অনেক শুনেছি কিন্তু কখনো খাওয়া হয়নি, বেশ চমৎকার ছিল আপনার পোস্ট নতুন একটি জিনিস সম্পর্কে জানতে পারলাম।

আমি নিজেও সবজি খেতে ভালো লাগতো না।আগে তো একে বারেই খেতাম না।এজন্য বাসায় কত বোকা খেতাম। যাই হোক আসলেই চমৎকার ছিলো।শুভেচ্ছা রইলো।

শাক ভাজি রেসিপি খেতে আমি অনেক ভালবাসি এটি আমার অনেক প্রিয় একটি খাবার। বিশেষ করে সকালবেলায় গরম ভাতের সাথে শাক ভাজি খেতে বেশ মজাদার লাগে আপনি চমৎকারভাবে শাক ভাজি রেসিপি টা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

আসলে শাক ভাজি গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে।সাথে যদি থাকে শুকনো মরিচ, তাহলে তো কোন কাথাই নাই। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।

মেথি শাক ভাজির রেসিপি দারুন হয়েছে আপু। আপনি অনেক সুন্দর ভাবে মেথি শাক ভাজি রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপি তৈরি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। মেথি শাক ভাজি আমার কখনো খাওয়া হয়নি। আপনার এই রেসিপি দেখে মনে হচ্ছে মেথি শাক ভাজি খেতে খুবই সুস্বাদু। দারুণভাবে মেথি শাক ভাজি রেসিপি আপনাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য।হ্যা আপু এভাবে ভাজলে খেতে ভালোই হয়।যদিও একটু করল্লার মত একটু তিতা।তবে খেতে খারাপ লাগে না।

যেকোনো শাকের রেসিপি আমার কাছে খুবই ভালো লাগে। মেথি শাক কখনো খাইনি। তবে অনেক গুলো রেসেপি দেখেছি। এটা নাকি খুবই উপকারী। আপনার রান্নার পদ্ধতি টা আমার কাছে খুবই ভালো লেগেছে। তাই এটা একবার বাসায় ট্রাই করে দেখবো। অনেক ধন্যবাদ আপু

হ্যা,একদিন বাসায় ট্রাই করে দেখবেন।হ্যা এটা অনেক উপকারি শাক আমাদের শরীরের জন্য।ধন্যবাদ আপনাকে।আপনার জন্য শুভেচ্ছা রইল।

মেথি শাক ভাজির রেসিপিটি অনেক সুন্দর হয়েছে সত্যিই মেথি অনেক উপকারী একটি জিনিস আপনি মেথি শাক ভাজি করেছেন দেখে খেতে ইচ্ছে করছে ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য

ভাইয়া বাসায় একদিন রান্না করে খেয়ে দেখবেন।নজর দিয়েন না কিন্তুু হা হা হা,😛😛।ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর কমেন্ট করার জন্য শুভ কামনা রইল।

মেথি শাকের রেসিপি আগে কখনো খাওয়া হয়নি, মেথি শাকের রেসিপি টা আমার কাছে একদম নতুন মনে হয়েছে। মেথি শাক ভাজি করার ধাপ গুলো সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

মেথি শাক এভাবে ভাজলে আসলেই অনেক ভাল হয় খেতে।আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্ট দেখে মতামত দিয়ে পাশে থাকার জন্য।

অনেক শাক ভাজি খেয়েছি কিন্তু মেথি শাক বাজে কখন আমি খাইনি। এই প্রথম আমি মেথি শাক ভাজি রেসিপি দেখলাম । আমি বাসায় একদিন এই মেথি শাক ভাজি রেসিপি ট্রাই করব এবং খেয়ে দেখব কেমন লাগে। ধন্যবাদ আপু আমাদের মাঝে এরকম একটি সুন্দর রেসিপি তুলে ধরার জন্য।

হুম, বাসায় একদিন রান্না করে খেয়ে দেখবেন।যদিও খেতে সামান্য তিতা, তবে এর পুষ্টি গুণাগুণ অনেক। তাছাড়া চুলের জান্য অনেক ভালো।সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।

এর আগে কখনো মেথি শাক ভাজি খাওয়া হয়নি। তবে আপনার রেসিপি টা দেখে মনে হচ্ছে এটা অনেক সুস্বাদু হবে। আপনি খুব সুন্দর ভাবে আপনার রান্না পদ্ধতি আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

অনেক উপকারী মেথি শাকের সুন্দর রেসিপি উপহার দিয়েছেন। এটি যেমন স্বাস্থ্যসম্মত তেমনি মজাদার।সুন্দর উপস্থাপন এটিকে শিখতে সহায়ক হবে।

আপনি অনেক ইউনিট ধরনের একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। মেথি শাক ভাজি আমি কখনোই খাইনি তবে আপনার এই রেসিপিটি আমার কাছে একদম নতুন লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত মজাদার এবং লোভনীয় একটি মেথি শাক ভাজি রেসিপি আমাদের সকলের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আসলে মেথি শাক আসলে, গ্রামের মানুষ বেশি খায়।যদিও এটার টেস্ট একটু তিতা টাইপের হয়,তবে খারাপ না।আপনাদের ভালো লাগা মানেই আমার সার্থকতা। ধন্যবাদ আপনাকে।

উপকারী হিসেবে,ঢাকায় থাকতে প্রায় খাওয়া হতো।এখন গ্রামে পাইনা। তাই আর খাওয়া তেমন হয়না।সুন্দর ছিল।

আসলপ ঢাকায় এখন সব রকমের শাক সবজি পাওয়া যায়। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

জি, আমিও অভ্যস্ত। আসবেন।

মেথি শাকের খুবই সুন্দর একটা রেসিপি আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনি আমাদের মাঝে আজকে যে মেথি শাকের রেসিপি শেয়ার করেছেন এই শাক মনে হচ্ছে আজকেই প্রথম শুনলাম এটির নাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন ভিন্নধর্মী একটি শাকের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

তাই, কেন মেথি শাক আপনি প্রথম শুনলেন? মেথি তো খুব পরিচিত মসলা।যাই হোক আপনাকে জানাতে পেরেছি তাতেই আমার ভালো লাগাছে।ধন্যবাদ আপনাকে।