২৭ ই চৈএ ১৪৩০ বঙ্গাব্দ ।
১১ ই এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ ।
|
---|
চাঁদ রাত নিয়ে কথা বলবো।ছোটবেলায় চাঁদরাতেই বেশি মজা হতো।মেহেদী দিতাম আর টিভির বিভিন্ন প্রোগ্রাম দেখতাম।আর বিভিন্ন বাচ্চাকাচ্চা মেহেদী দিতাম।গতকাল গিয়েছে আমার আরো টেনশনে।গতকাল বের হয়েছি দুপুরে আমার ভাইয়ের মেয়ের জন্য কিছু কেনাকাটা করতে।করবো করবো আর যাওয়া হয়নি পরে কাল বের হয়েছি।তারপর বাসায় এনে দেখি একটা জামার একটু অংশ ছেড়া এত দামি জামা যদি এমন তাহলে কেমন লাগে।তার উপর এত এত মানুষের ভীড়ে যেতেও আলসেমি লাগছিলো।
পরে আরকি ইফতারি শেষ করে চাঁদ দেখলাম।এবারের চাঁদ পুরোপুরি বুঝা গিয়েছে,আমাদের রান্না ঘর থেকে।যাই হোক ইফতারি শেষ করে একটু রেস্ট নিয়ে বের হলাম জামা পরিবর্তন করার জন্য।বের হয়ে দেখি পা ফেলানো জায়গা নেই। কোনরকম রিকশা নিয়ে তারপর একটু হেঁটে মার্কেটে ঢুকলাম।
তারপর গিয়ে বললাম কিন্তু এই রকম জামা আর নেই। অন্যনো ডিজাইন ও পছন্দ হচ্ছিলো না।আর অনেকগুলো দেখাচ্ছিলো তা হচ্ছে আরে হাই বাজেটের বেশ মুশকিলে পরে গেলাম। এমনেতেই দোকানে অনেক কাস্টমার তারাও বিরক্ত হচ্ছিলো। কি আর করবো ঐ জামাও নিয়ে নিলাম বাসায় নিয়ে সামান্য রিপু করাবো বলে আসলে জামাটা বেশ ভালো লাগছিলো। কি আরকরার অনেক চিন্তা করে ঐটাই নিয়েই আসলাম।
শুধুমাত্র রাস্তা টা পার হতেই অনেক সময় লাগলো।এসে পাশের বাসায় টেইলার আপাকে বললাম এভাবে একটু ঠিক করে দিতে।বেশ ভালো করে উনি রিপু করে দিয়েছে। পরলে এখন আর বুঝা যায় না।তারপর এসে মনে হলো বাচ্চা গুলোদের জন্য মেহেদী আনিনি।
ওরা তো বেশ ভালো করেই ধরেছে, পরে আর কি আমার বোনের ছেলেকে পাঠালাম। আসলে আমাদের সকলের বাসার কাছাকাছি বিদায় কাজগুলো মোটামুটি সহজ হয়। তারছাড়া সবাই একসাথে থাকতে পারি।আসলে ঈদের দিন অনেক কাজ তারপর ফাঁকে ফাঁকে পোস্ট লিখতে বসলাম।
যাই হোক আজকেএই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে । আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না।আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
ধন্যবাদ সবাইকে
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আসলে আপু ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। তবে ঈদের দিন বিশেষ করে কাজ একটু বেড়ে মেয়েদের। কারণ ঈদের দিন বিভিন্ন রকমের রান্না করা হয়ে থাকে। কারণ খুশির দিনে সবাই একটু ভালো খাবার খেয়ে থাকে। পোস্টটি দারুন ছিল ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এবার চাঁদ পুরাপুরি বোঝা গিয়েছে। অনেকে ধারণা করছে আজকে নয়, কালকে ঈদ হয়ে গেছে কিন্তু যাই হোক সারাদেশব্যাপী আজ ঈদের দিন। আর আজকে আপনি রমজানের ঠিক তেমনি ব্যস্ততম দিনের মুহূর্ত নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আর এই পোষ্টের মধ্য দিয়ে কিন্তু অনেক কিছুই জানতে পারলাম। ঈদ মোবারক। ঈদের দিন সুন্দর কাটুক সেই দোয়া রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ এবারের চাঁদটা অনেক বড় ছিল খুব সহজেই বোঝা গিয়েছে। মনে হয়েছিল চাঁদ যেন বেশ কয়েকদিন উঠেছে যাইহোক সব সময় ছোটবেলায় ঈদের কাহিনীটা স্মরণীয় হয়ে থাকে। তবে এই ঈদের চাঁদ রাতে আমরা বেশ মজা করেছি অনেক বছর পরে এমন মজা হল আমাদের।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit