শখের ডাকটিকেট এর কিছু আলোকচিত্র।

in hive-129948 •  last year 

আমি @rahimakhatun
from Bangladesh

আজ রোজ সোমবার

২৪ জুলাই ২০২৩ খ্রিস্টাব্দ ।


এখন ষড়ঋতুর বর্ষাকাল ।

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

362924041_839254904295884_6099832642940243029_n.jpg

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে কিছু নতুন স্ট্যাম্প এর ছবি আপনাদের সাথে শেয়ার করবো। আমি এর আগে আপনাদের সাথে আমার সংগ্রহের কিছু স্ট্যাম্প শেয়ার করেছিলাম। আসলে মানুষের অনেক রকম শখ থাকে তার মধ্যে আমার এই একটি শখ বিভিন্ন স্ট্যাম্প সংগ্রহ করা। কিছু দিন আগে ঢাকায় সেচ ভবন এ একটি ফিলাটেলিক মেলা ২ নামে একটি প্রোগ্রাম হয়েছিল। ছোট বড় ৪০ টি স্ট্রল ছিল। বিভিন্ন রকম এন্টিক জিনিস ,বিভিন্ন দেশের মুদ্রা ও স্ট্যাম্প নিয়ে মেলা হয়েছিল। যদিও আমার যাওয়ার অনেক ইচ্ছে ছিলো ,কিন্তু ঢাকার বাহিরে থাকার জন্য আমি অংশগ্রহণ করতে পারিনি। আমি মাঝে মাঝে বিভিন্ন অনলাইন থেকে স্ট্যাম্প সংগ্রহ করি। এমন কি বিভিন্ন দেশের মানুষ থেকে অদল বদল করি। একবার কিছু স্ট্যাম্প আমেরিকা পাঠাতে গিয়ে ঠিকানা ভুল লিখছিলাম ,পরে আমেরিকা যেয়ে প্রায় ১ মাস পর আবার ফেরত চলে এসেছে। পরে অবশ্য আবার পাঠিয়েছিলাম।

362702163_1390962641461405_6247630973653451311_n.jpg
আমার নিজের একটি অনলাইন পেইজ আছে ডাকটিকিট এর।আমার নিজের কালেক্ট অনেক অনেক ডাকটিকিট রয়েছে। অনেক সময় বাড়তি থাকলে অদলবদল করি।আসলে যখন যেখানে পাই সেখান থেকে নিয়ে জমানোর চেষ্টা করি।তাছাড়া আগে আমার মামা কিংবা বোনের জামাই বিদেশ থাকাকালীন চিঠি পাঠালে আমি ডাকটিকিটের অপেক্ষায় বসে থাকতাম।

362403495_981655583061678_8782709849206019141_n.jpg

362959269_659174162462286_4908609757379390993_n.jpg

এই ডাকটিকিট টা অনেক বছর আগের।আমার ছোটবেলার সিলেটের কোন এক ব্যাংক থেকে সংগ্রহ করা।

362871465_1280155052643081_2977511802309180693_n.jpg

362548784_9967536509953455_7987983933445388290_n.jpg

362991362_1246092546046483_4714141058278977860_n.jpg

362343493_1291972534787150_5381197534894299672_n.jpg

362464813_994027484956811_3203193473333620501_n.jpg

মাঝে মাঝে আমার সংগ্রহের ডাকটিকিট গুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালো লাগে।সামনে মাঝে মাঝে নতুন নতুন কিছু ডাকটিকিট আপনাদের সাথে শেয়ার করবো।

আজ এই অব্দি,আবার আসবো অন্যকোন দিন অন্য কোন পোস্ট নিয়ে সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন,এই প্রত্যাশায়।

ধন্যবাদ সবাইকে

deviceGalaxy A-13
LocationDhaka
photograpy stamp
source
[source]

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

<

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

বাহ খুব সৌখিন মানুষ তো আপনি, আমি কখনো এগুলো ক্রয় করিনি। একত্রে এতগুলো ডাক টিকিট দেখে কিন্তু খুবই ভালো লাগছে, এখানে বেশিরভাগ আমার অ দেখায় বলে মনে হচ্ছে।

আমার আম্মুর কাছে অনেক ধরনের ডাক টিকেট রয়েছে। আসলে এখন তেমন একটা ডাক টিকেট দেখা যায় না। আপনার এত রকমের ডাক টিকেট দেখে খুব ভালো লাগলো। ডাক টিকিট সংগ্রহ করা আপনার শখের পরিণত হয়েছে দিনে খুব ভালো লাগলো।

আসলে এক এক জনের এক একেক রকম শখ। আপনার এই চমৎকার শখের কথা জানতে পেরে সত্যিই ভালো লাগলো। আপনার সংগ্রহে থাকা চমৎকার ডাকটিকিট গুলো দেখে সত্যিই ভালো লেগেছে। সামনে আশাকরি আরো চমৎকার কিছু ডাকটিকেট দেখতে পাবো।

Posted using SteemPro Mobile

ভালো লেগেছে আপু আপনার শখের ডাকটিকেট গুলো দেখে। অনেকদিন আগের সংগ্রহ করা যেহেতু ভিন্ন ভিন্ন ডাকটিকে দেখতে পেলাম। তাছাড়া আরো একটি ভালো লাগা কাজ করছিল সেটা হচ্ছে যে অনলাইনে আপনার নিজস্ব একটি পেইজ আছে ডাকটিকেটের। তবে সুন্দর সুন্দর আপনি ডাকটিকেট আমাদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিলেন। অনেক ধন্যবাদ আপু আপনাকে।