তেলের/পোয়া পিঠার রেসিপি ||{10% Beneficiaries}

in hive-129948 •  3 years ago 

💞সবাইকে স্বাগতম💞

❤❤আজ রোজ সোমবার ২০ই ডিসেম্বর ২০২১ খিস্টাব্দ ও ৫ই পৌষ ১৪২৮ বঙ্গাব্দ, এবং১৫ই জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি।আজ ষড়ঋতুর (শীতকাল)। ❤❤


হাই,আমি রাহিমা খাতুন নেভি।কেমন আছেন সবাই ?আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,আশা করি ভালো আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে, শুরু করছি আমার আজকের ব্লগ।

শীতকালে পিঠা খাবে না ,তা কি হয়। আমরা বাঙালিরা পিঠা অনেক পছন্দ করি। এই সময় নানা স্বাদের পিঠা তৈরি করা হয়। শহর কিংবা গ্রামে। শীতকালে খেজুর গাছ থেকে রস হয়। তারপর রস জ্বাল দিয়ে গুড় তৈরী করা হয়। তারপর ওই গুড় দিয়ে নানা রকম পিঠা বানানো হয়। এখন তো রাস্তার ধারে ধারে বিভিন্ন রকমের পিঠা পাওয়া যায়। যারা সময়ের অভাবে কিংবা পিঠা বানাতে পারে না। তাদের জন্য এই সুযোগ। তাছাড়া বিভিন্ন জায়গায় এই সময়ে পিঠা উৎসব হয়ে থাকে।

পিঠা সম্পর্কে কিছু কথা
আজ আমি বানিয়ে দেখাবো তেলের পিঠা। যদিও অনেক জেলায় একে পোয়া পিঠা বলা হয়। আমার কাছে এই পিঠা অনেক ভালো লাগে। এবং দেখতে অনেক সুন্দর লাগে। যদিও বানাতে একটু ঝামেলা। এইটার বেটার ঠিক মতো না গুলা হলে এই পিঠা হয় না। আগে দেখে নেওয়া যাক
🥮🥮পিঠার ছবি🥮🥮

pitha5.jpg

তেলের পিঠা খেতে অনেক সুস্বাদু এবং মজা। দেখে আছি কি কি উপকরণ লাগে।

প্রয়োজনীয় উপকরণ

263739021_261418215906640_1176546678591292806_n.jpg


উপকরন পরিমান
চাল ২ কেজি
গুড় ২ টা
লবন সামান্য
চিনি দেড় কাপ
তেল পরিমান মতো
বেকিং পাউডার সামান্য
পানি পরিমান মতো
প্রস্তুত প্রণালী
১ম ধাপ

262812780_4428432707254226_163730295195013762_n.jpg

264912996_623014018849254_8971425522860419179_n.jpg


প্রথমে চালগুলা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে ,তারপর ধুয়ে ব্লান্ডার নিয়ে ব্লেন্ড করতে হবে।

২য় ধাপ

266340867_1030837844425324_3120317602845202036_n.jpg

উপরের ছবির মতো টেক্সটার আসবে।

৩য় ধাপ

267946946_216115810704621_8611409944257925316_n.jpg

গুড়টাকে পানি দিয়ে জ্বাল দিয়ে গুলিয়ে নিবো।

৪র্থ ধাপ

pitha 2.jpg

ব্লেন্ড করা চালের গুলার মধ্যে ,জ্বাল দিয়ে রাখা গুড়ের রসটা দিয়ে দিবো।

৫ম ধাপ

pitha 3.jpg

তারপর একটু গরম পানি ,লবন দিয়ে অপেক্ষা করবো ,প্রায় ঘন্টা খানিক

৬ষ্ঠ ধাপ

265090684_1075478076623343_6601166862936284055_n.jpg

একটি কড়াইতে তেল ঢেলে ,গরম হওয়া অব্দি অপেক্ষা করতে হবে ,তারপর একটি বড় চামচ দিয়ে তেলের উপর দিয়ে দিতে হবে।

৭ম ধাপ

263448552_4564422630341723_3099324909061899145_n.jpg

দিয়ে দিলাম বেটারটা ,খেয়াল রাখতে হবে বেটার যেন বেশি ঘন ও না হয় আবার পাতলা ও না হয়।

৮ম ধাপ

266698136_4433044016824271_8082608287113623633_n.jpg

একটু ফোলে উঠেছে ,এক পাশে হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে।

৯ম ধাপ

264165727_1330701247375459_5924250108665639727_n.jpg

এক পাশ লাল হয়ে উঠার পর অন্য পাশে উল্টিয়ে দিয়েছি

264905193_6795532500489220_7900948857984917868_n.jpg

হয়ে গেলো আমার তেলের/পোয়া পিঠা


আজকের টিপসঃ

তেলের পিঠা বানানোর সময় একটু পোলাওয়ের চালের গুঁড়া দিলে সুন্দর একটা গন্ধ আসে। এবং বেটার গুলার সময় সামান্য আটা কিংবা ময়দা দিলে পিঠাটা অনেক সফট হয়। আর গরম পানি দিয়ে গুলে ঘন্টা খানিক রেখে দিলে পিঠটা সুন্দর হয়।

আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন সুস্থ্য থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আমার ব্লগ। ধন্যবাদ সবাইকে।

ফটোগ্রাফার
@rahimakhatun</sup

অবস্থান
আমার বাসা</sup

ডিভাইস
samsung SM-A217F

262062024_634772777967042_2697391207345170494_n (1).png

263544199_1053046818602365_4060455287568505597_n (1).png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

তেলের পিঠা আমার খুবই পছন্দ। তেলের পিঠা গরম গরম খেতে বেশি ভালো লাগে। আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য রইল শুভকামনা।

এই তেলের পিঠা আমি খেতে অনেক পছন্দ করি। আমাদের বাড়িতেও এই পিঠা বেশি বানানো হয়। এই বছর এখনো খাওয়া হয়নি, আপনার এই তেলের পিঠা দেখে মনে পড়ে গেলো। এই পিঠা গরম গরম খেতে অনেক মজাদার। এখন ঠান্ডার সময়ে এইসব পিঠা খাওয়ার মজাই আলাদা। আপনার পিঠা তৈরির রেসিপিটি অনেক সুন্দর হয়েছে।

হুম,গরম গরম খেতে অনেক মজা এবং ক্রিস্পি। যদিও অনেক জামেলার পিঠা,তবে খেতে অনেক মজা।ধন্যবাদ দাদা

পোয়া পিঠার রেসিপি দারুন হয়েছে দেখে তো লোভ সামলাতে পারলাম না খেতে ইচ্ছা করছে আপু অনেক সুন্দর করে রেসিপি তৈরি করেছেন দারুন হয়েছে। সাথে উপস্থাপনা ও অনেক সুন্দর হয়েছে। এভাবেই চালিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো

আসসালামু আলাইকুম ভাই আপনার পাকান পিঠা তে ভাগ বসাতে চলে এসেছি আমি কারণ এটা খুবই জনপ্রিয় একটি পিঠা এটা দেখলে আমার মাথায় কাজ করে না কারণ আমি সবসময় পিঠা খেতে ভালোবাসি তাই শীতের সকালে আপনি যে পিঠাটি তৈরি করেছেন এটা আমি না খেয়ে থাকতে পারছি না তাই আমি নিজে এটা কিছুক্ষণ আগে তৈরি করলাম আপনার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল যাতে আপনি সুন্দর সুন্দর পিঠা রেসিপি পোস্ট করতে পারেন ধন্যবাদ আপনাকে

হ্যা,খেতে অনেক মজা।ধন্যবাদ ভাইয়া

বাহ আপু আপনি অনেক সুন্দর একটা রেসিপি শেয়ার করেছেন আজকে আমাদের সাথে। তেলের পিঠা অনেক পছন্দের। আমি মাঝে মধ্যেই বানিয়ে খাই মায়ের হাতে। প্রতিটি ধাপ সুন্দরভাবে সাজিয়ে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

পোয়া পিঠার রেসিপি এই নাম টি আমি আজকে প্রথম শুনলাম। আমাদের এলাকায় এই পিঠা টিকে পাকান পিঠা রেসিপি বলে সবাই চিনে। এটি একটি শীতকালীন রেসিপি কেননা শীতকালে এই রেসিপিটা খেতে অনেক মজা লাগে বিশেষ করে যখন হাড় কাঁপানো শীত পড়ে তখন কম্বল মুড়ি দিয়ে এই পিঠাটি খেতে বেশ দারুন লাগে। আপনি অনেক সাজিয়ে-গুছিয়ে পিঠার রেসিপি টি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

ভাইয়া আপনার কাছে আরও একটি নতুন নাম জানতে পারলাম।ধন্যবাদ ভাইয়া।

পোয়া পিঠার রেসিপি অনেক মজাদার হয়, আমাদের এলাকায় পোয়া পিঠা কে ভাজা পিঠা ও বলা হয়। লোভনীয় পিঠা রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

আমিও এই পিঠা অনেক খেয়েছি। শীতকালের এ পিঠা খেতে ভারি মজা। আমারও বেশ ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে তো মজার একটি রেসিপি শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু আপনাকে।

আপনি খুবই সুস্বাদু এবং মজাদার একটি রেসিপি আমাদের সকলের মাঝে উপস্থাপন করেছেন। তেলেভাজা এগুলো খেতে আমার কাছে অসম্ভব সুন্দর লাগে। আপনার তেলেভাজার পিঠার রেসিপি টা দেখে সত্যিই আমার জিভে জল এসে গেল। শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের চমৎকারভাবে তৈরির প্রক্রিয়া টি আমাদের সকলের মাঝে উপস্থাপন করেছেন। যেটা দেখে এখন আমরা অতি সহজেই এ রকম পিঠা তৈরি করতে পারব বলে আশা রাখি। এত মজাদার এবং লোভনীয় একটি পিঠার রেসিপি আমাদের সকলের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।আপনার কাছ থেকে পরবর্তীতে এ রকম মজাদার রেসিপি আশা করব। শুভকামনা রইল আপনার জন্য।

অনেক সুন্দর একটা পোয়া পিঠা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে মনে হয় আমাদের এলাকার ভাষাই নেই পিঠাটা কে পাকান পিঠা বলা হয়ে থাকে। এই ভিডিওটা আমার খুবই পছন্দের একটা পিঠা।

পোয়া পিঠা মানে আমার কাছে আবেগের একটি নাম। আগে যখন ছোটবেলায় স্কুল ছুটি হলে বছরে একবার নানু বাড়ি যেতাম তখন নানু আমাকে অনেক আদর করে পোয়া পিঠা বানিয়ে খাওয়া তো এখন আর হয় না। আপনার রেসিপিতে দেখি আমার আগের দিনের কথা মনে পড়ে গেল। আপনাকে অনেক ধন্যবাদ এমন সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

এই পিঠাটি খেতে আমার কাছে খুবই মজা লাগে ।খুবই সুন্দর একটি পিঠা ।রেসিপি টা অসাধারন হয়েছে। প্রত্যেকটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা বোঝা যাচ্ছে সহজেই। আপনার জন্য শুভকামনা রইলো আপু।

আমরা এটাকে তেলের পিঠা বলে থাকি। এই তেলের পিঠা খেতে আমার অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দরভাবে রেসিপিটি তৈরি করেছেন এবং আমাদের সামনে উপস্থাপন করেছেন।

  • আপনার পোয়া পিঠা রেসিপি গুলো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। আমি তেলের পিঠা খেতে খুবই পছন্দ করি। আমাদের বাসায় মাঝে মাঝে এ ধরনের পিঠা তৈরি করে থাকে। শুভ কামনা রইল আপনার জন্য।