মাহে রমজান

in hive-129948 •  2 years ago 

আমি @rahimakhatun
from Bangladesh

২৪ ই মার্চ ২০২৩ খৃস্টাব্দ ।

আজ রোজ শুক্রবার

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন।



ramadan-gf1ea20cbe_1920.png

(Source)

বছর ঘুরে চলে এল মাহে রমজান।মুসলমানদের জন্য আরবি মাসের মধ্যে সবচেয়ে বরকতময় এবং সংযমের মাস হচ্ছে রমজান মাস। এই মাসের গুরুত্ব বলে শেষ করা যাবে না। ইসলামের পাঁচটি ভিত্তির মধ্যে সিয়াম কিংবা রমজান একটি। এই সিয়াম জান্নাত পালনের একটি মাধ্যম একটি। হাদিসে বর্ণিত আছে.যে মুসলমান এই মাসে ভালো কাজ করবে ,খারাপ কাজ থেকে বিরত থাকবে। ঠিক ভাবে জাকাত আদায় করবে এবং সালাদ আদায় করবে বেশি বেশি আমল করবে আল্লাহ তায়ালা তাকে জান্নাত দেন করবে। রমজান মাস অনেক ফজিলত পূর্ণ মাস।


এই মাসে আমাদের ধর্মীয় গন্থ কুরআন শরীফ নাজিল হয়েছে। কুরআন শরীফ নাজিল হয়েছে মুসলমানদের আলোর দিশারী হিসেবে। রমজানে মাসে জান্নাতের দরজা গুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ এই মাসে জাহান্নামের শাস্তি গুলো বন্ধ করে দেওয়া হয়। তাছাড়া এই মাসে একটি ভালো কাজ করলে অন্যানো মাসের তুলনায় অধিক সওয়াব পাওয়া যায়।


অর্থাৎ একটি নফল এবাদত করলে সাওয়াব পাওয়া যায় ফরজের সওয়াব পাওয়া যায়। এই মাসে কেউ ওমরা পালন করতে পারলে একটি বড় হজ্জ্ব করার সাওয়াব পাওয়া যায়। তাছাড়া রমজান মাস হচ্ছে দোয়া কবুলের মাস। এই মাসে আল্লাহ মুসলমানদের ইচ্ছে পুরুন করে থাকেন। এবং অনেক মুসলমানদের দোয়া কবুল করেন। জাহান্নামের প্রতিটি মানুষকে রমজান মাসের অপেক্ষায় থাকে। কারণ রমজান মাস আলে অনেক অনেক জাহান্নামীকে মুক্তি দেওয়া হয়।


রমজান মাসে গরিব দুঃখীদের কষ্ট উপলব্দি করা যায়। আমরা সারাদিন পানাহার থাকার মাধ্যমে বুঝতে পারি যারা ঠিকভাবে খেতে পারে না তারা কি কষ্ট করে থাকে। যে ব্যক্তি অন্য কোন ব্যক্তিকে সমান পানি কিংবা খুজুর দিয়ে ইফতার করলো যে ইফতার করলো সে সমান সওয়াব পাবে।


আল্লাহ তায়ালা বলেন রোজাদার মানুষের মুখের গন্ধ আল্লাহতায়ালা কাছে অধিক প্রিয়। রমজান মাস মানেই মুসলমানদের একটি আনন্দের মাস। বিশেষ করে এক সাথে ইফতার পালন করা। ছোট বেলায় যখন সবার সাথে সেহেরি খেতে বেশ ভালো লাগতো। ছোটবেলায় বলা হয় অর্ধেক বেলা রোজা রেখে পরের দিন আবার অর্ধেক রোজা রাখলে পুরো একটি রোজা হবে।


যদিও এর কোন ভিত্তি নেই তারপর রোজা রাখতে উৎসাহ জুগাতে বলা হত। তারপর তারাবি নামাজ নিয়ে হত কে ২০ রাকাত তারাবি নামাজ পড়তে পারে। এই মাস সংযমের মাস। এই মাসে বেশি দান করলে দানের সাওয়াব পাওয়া যায়। আসেন আমরা এই মাসে বেশি বেশি এবাদত পালন করি এবং গরিব দুঃখীদের বিপদে আপদে সাহায্য করি। রোজাদার ব্যক্তিদের বেশি অল্প কিছু দিয়ে হলেও ইফতার করাই।


আজ আর নয়। আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে ,সেই পযর্ন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

ধন্যবাদ সবাইকে

device Galaxy A13
LocationDhaka

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু প্রথমে আপনাকে জানাই রমজান মোবারক। আজকে প্রথম রোজা সত্যি ভীষণ ভালো লাগছে ভাবতেই আমার কাছে। আপনি ঠিকই বলেছেন এই মাসের গুরুত্ব বলে শেষ করা যাবে না। আসলে অনেক মুসলমানের ইচ্ছা এবং দোয়া কবুল করেন আল্লাহ তায়ালা এই মাসে। সবাই গরীব দুঃখীদের কষ্ট বুঝতে পারে। তারা সারাদিন না খেয়ে কি রকম কষ্ট করে তা উপলব্ধি করতে পারে সবাই। আপনি এই রমজান মাস নিয়ে বেশ ভালোই একটা পোস্ট লিখেছেন যা পড়ে ভীষণ ভালো লাগলো।

যদিও রমজান মাস সংযমের মাস আমরা কি আসলেই মাসে সংযম পালন করি। যত অনিয়ম দেখা যায় ব্যবসায়ীদের মধ্যে এই মাসেই বেশি। তাছাড়া ঠিকই বলেছেন আপু ছোটবেলার রোজাগুলো অন্যরকম মজা ছিল। এখন মনে পড়লেই হাসি পায়। ধন্যবাদ সুন্দর করে রমজান মাসের গুরুত্ব গুলো উপস্থাপন করার জন্য।

রমাদান মাসের ফযীলাত গুলো খুব সুন্দর আর সাবলীল ভাষায় তুলে ধরেছেন আপু।আর এত সুন্দর করে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাই আপনাকে আর আশা করি পুরো রমাদান মাস সুস্থতার সাথে যেনো সব রোজা রাখতে পারেন।🖤

পবিত্র মাহে রমজান এর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনাকে। আসলে দেখতে দেখতে কবে যে রমজান মাস চলে এসেছে টেরই পেলাম না। সকল মুসলমানের জন্য এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি ঠিকই বলেছেন রমজান মাস মানেই মুসলমানদের একটি আনন্দের মাস। আসলে যে ঠিকভাবে যাকাত আদায় করবে সালাত আদায় করবে বেশি বেশি আমল করবে আল্লাহ তায়ালা তাকে জান্নাত দান করবে। সবার দোয়া যেন কবুল হয় সেই কামনা করি আমি।

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আপু আপনাকে। বছর ঘুরে আবারো মাহে রমজান চলে এসেছে আমাদের মাঝে। সকল মুসলিমদের জন্য এই মাস অনেক রহমত ও ফজিলতের মাস। আমরা যেন সকলেই পুরো রমজান মাস সুস্থ শরীরের পুরো রমজান পালন করতে পারি। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য।