বৃক্ষ মেলায় বেশ কিছু সুন্দর সুন্দর আলোকচিত্র। । || 10% Beneficiary To @shy-fox 🦊}]

in hive-129948 •  3 years ago 

from Bangladesh

৩ রা শ্রাবন ১৪২৯ বঙ্গাব্দ ।

১৮ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ ।


এখন ষড়ঋতুর বর্ষাকাল ।

কেমন আছেন সবাই ?জানি এই গরমে ভালো থাকা বেশ কষ্টসাধ্য। যাই সব কিছু নিয়েই ভালো থাকার চেষ্টা করি আমরা সকলে। এই গরম আবহাওয়ার জন্য আমরা মানুষরাই দায়ী। আমাদের সকলের উচিত বেশি গাছ লাগানো। আমরা গাছ লাগাবো তো দূরের কথা ,গাছ সব কেটে ফেলছি। সামনে হয়তো আরো খারাপ দিন আসবে। আজ নিউজ দেখলাম এলাকা ভিত্তিক নাকি এক ঘন্টা করে ইলেকট্রিসিটি থাকবে না ,রাত আটটার পর কোনো দোকান পার্ট খোলা রাখা যাবে। সামনে মনে হচ্ছে আরো কঠিন পরিস্থিতি তে পরতে হবে। হয় হোক প্রতিদিনের মত আজকেও নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিছু ফোটোগ্রাফি। আশা করি খুব ভালো লাগবে। এর আগে আপনাদের সাথে বৃক্ষমেলার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছিলাম। আজকে আরো নতুন কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো।
আসলে বৃক্ষমেলায় যে কোনো গাছ দেখলেই কিনতে মন চায়। এদের এত সুন্দর করে ডেকোরেশন করে। ভালো লাগে দেখতে।

292749542_376631707893411_6533922366601504289_n.jpg
এই খানে বিভিন্ন গাছের বনসাই। আমার ছোটবেলা থেকেই বনসাই বেশ পছন্দের। এই বইসাই গুলো অনেক দামে ব্রিক্রি করা হয়। আসলে একটু দেখতে সুন্দর হলেই দাম ও অনেক হয়ে যায়।

292559633_383903150495154_7437215513473506162_n.jpg
এই খানে বট গাছের বনসাই ,আম গাছেরও বনসাই। আসলে অনেক বছরের গাছ এগুলা ,কাটিং করে করে এই রকম সাইজ করা হয়। অনেক সময় লাগে।

292519609_1464131740666710_5508385526102676824_n.jpg

292564011_610284547046730_2967786556393048353_n.jpg

292478526_5096406773790235_3696042754817897118_n.jpg

বিভিন্ন কালারের জবা। বৃষ্টির পানিতে ভেজা। দেখতে বেশ সুন্দর লাগছে।

293059033_376633527914366_4740326340316122149_n.jpg

এই ফুলটার নাম আমি জানি না। তবে দেখতে বেশ সুন্দর লেগেছে ,তাই ছবি না তোলে পারলাম না। ফুল টা অন্য দিকে নিচু হয়ে ছিলো ,তাই হাত দিয়ে ধরে ছবি তোললাম।

293061697_800608297604047_3789630343689569878_n.jpg

292403351_1167488704108558_8563788031495036637_n.jpg

292900426_1656053914748132_8504529953781463885_n.jpg

এই খানে বিভিন্ন রকমের ও বিভিন্ন কালারের অর্কিট গাছ আছে। এই অর্কিট গাছে গুলো বারন্দায় লাগালে দেখতে বেশ ভালো লাগবে। এই গাছ কম রোদেও হয় নাকি। মাটি ও মনে হয় কম লাগে।

293583103_571137811396314_7900667852052066358_n.jpg

এই ছবিটা তোলেছিলাম বাসের ভিতর থেকে। বাসের সামনের অংশে একটি বাটিতে লাগানো। দেখে বেশ ভালো লাগলো। তাই ছবি তোলে নিলাম। বুঝায় যাচ্ছে ড্রাইভার বেশ সৌখিন।

আজকে আর নয়। পরবর্তীতে হাজির হবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,এই প্রত্যাশায় শেষ করছি আমার আজকের ব্লগ।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

deviceGalaxy A13
LocationDhaka
Photograpy tree fair
link source

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বৃক্ষ মেলায় খুব চমৎকার মুহূর্ত অতিবাহিত করেছেন আপনি। আসলে গাছ আমাদের প্রকৃত বন্ধু। আপনার ফটোগ্রাফি গুলো অত্যন্ত দুর্দান্ত হয়েছে দেখে খুব ভালো লাগলো। এত চমৎকার বৃক্ষ মেলার মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

আসলেই গাছ হচ্ছে প্রকৃত বন্ধু, ঠিক যতটুকু দিবে ঠিক তারচেয়ে বেশি দিবে।ধন্যবাদ

বৃক্ষ মেলায় আপনি অনেক সুন্দর সুন্দর মনোমুগ্ধকর কিছু আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার এই আলোচিত্র গুলো আমার কাছে খুবই চমৎকার লেগেছে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকেও অনেক ধন্যবাদ।আমার বৃক্ষমেলার ছবিগুলো দেখে কমেন্ট করার জন্য।শুভ কামনা রইল।

বৃক্ষ মেলায় গিয়ে সুন্দর সুন্দর গাছের আলোকচিত্র গুলো দেখতে খুবই সুন্দর লাগছে ।আসলে গাছ আমাদের পরম বন্ধু ।গাছ না থাকলে হয়তো আমাদের বেঁচে থাকা সম্ভব হতো না।। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।।

হয়ত কি গাছ না থাকলে বাঁচা সম্ভবই না।ধন্যবাদ আপনাকে