হাই বন্ধুরা,আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
মজা করতে সবারই ভালো লাগে। তাই আমি কিছু মজার প্রশ্ন নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।সবাই মজার ছলে জবাব দিবেন,দেখি কার জবাব সবথেকে মজার হয়ে থাকে।
আজকের কুইজটি শুরু করার আগে আপনাদের কিছু নিয়ম জানাতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
১.উত্তরটি আপনাদের মন মতো দিতে পারবেন।
২.একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
৩.অন্যের উত্তর কপি করা যাবে না।
৪.এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
৫.পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
বিঃদ্রঃ আপনি চাইলে অন্যের কমেন্ট আর উত্তর দিতে পারবেন।তবে আপনি প্রথমে কী ভাবছিলেন সেটা উল্লেখ করতে হবে।
আজকের এই কুইজটির সময় ৩রা নভেম্বর। ৩রা নভেম্বর আমি জবাবগুলো দিয়ে দিব।
আজকে আমরা ১০টি ধাঁধার বা কুইজের দিব। মজার মজার এই ধরণের কুইজ খেলতে প্রশ্ন পড়তে ও উত্তর দিতে কার না ভালো লাগে বলুন?
আজকের ১০টি প্রশ্নঃ
প্রশ্নকারীঃ
@rahman18
১. LLAC এটি দিয়ে কারোর সাথে বিশেষ করে আপনার মনের মানুষের সাথে যোগাযোগ করবেন কী ভাবে ?
২.পরপর তিন দিন ব্যাংক স্ট্রাইক এর জন্য বন্ধ থাকার পর, যেদিন ব্যাংক খুললো সেদিন এক ভদ্রলোক ব্যাংকে গিয়ে এক কোটি টাকা জমা করে আসলেন। এই ঘটনার এক মাস পরও ঐ ভদ্রলোকের অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি,এর কারণ কী ?
৩. কাক এর সাথে আ-কার যোগ করলে কাকা হয়।এবার সবাই বলুনতো কী বিয়োগ করলে গরু হয়?
৪.Double Chin কমানোর জন্য একজন দেশী খেলোয়াড় চারটি একজন বিদেশী খেলোয়াড় পাঁচটি chewing gum খান ,একজন মডেল কখনো ৩ টি কখনো ৬ টি chewing gum খান। তাহলে কে সব থেকে বেশি chewing gum খান?
৫.শুনলে রংহীন কিন্তু দেখলে প্রচুর রং,জিনিসটা কী?
৬. রঞ্জিত বাবু রোজ সকালে এবং বিকেলে দাড়ি কাটেন । তবু রাত্রে রঞ্জিত বাবু ঘুমনোর সময় তার একগাল দাড়ি থাকে কেন ?
৭. পদবী আবার বনে থাকে,দলের মাথাও বলে তাকে। কী?
৮.২৭ এর সাথে ৬০ ছাড়া আর কী যোগ করলে ৮৭ হয় ?
৯. বাংলা Dictionary শুরু হয় অ-বর্ণ দিয়ে ,তাহলে শেষ হয় কোন বর্ণ দিয়ে ?
১০. ধরুন আপনি একজন জ্যোতিষ, এবার বলুনতো কোন দুটি রাশির যোগফল ১৬৭?
ধন্যবাদ সবাইকে।
টাইপ: চৌর্যবৃত্তি।
এ ধরনের পোস্ট আমার বাংলা ব্লগ কমিউনিটি Allow করে না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।
কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22
যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।
Discord server link: https://discord.gg/ettSreN493
Source:
https://www.banglaquiz.in/2021/11/06/riddles-in-bengali/#google_vignette
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit