আসসালামু আলাইকুম/ আদাব,
কেমন আছেন বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সুন্দর একটা সমাজ গঠনের পূর্বশর্ত হচ্ছে সামাজিক অবকাঠামোগত উন্নয়ন এবং নৈতিক দায়িত্ব গুলো ঠিকভাবে পালন করা। আমরা সবাই জানি একটি দেশের জাতিগত এবং অবকাঠামোগত উন্নয়ন বলতে বুঝি সুশাসন এবং সততার সহিত দায়িত্ব পালন । আজকে আমি সততা নিয়ে কিছু কথা বলবো। তাহলে শুরু করা যাক
বই-পুস্তকে আমরা সবসময় পড়েছি Honesty is the best policy. অর্থাৎ সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এখন নিজেকে আমরা যদি প্রশ্ন করি আমি বা আমরা কতটুকু সৎ? আমাদের দেশের প্রতিটি সেক্টরে দায়িত্ববান রা কতটা সৎ? তাহলে উত্তরটা নিশ্চয়ই নেতিবাচক আসবে। কয়েকদিন আগে ঘোষিত হল দুর্নীতির রেংকিং এ বাংলাদেশ দুর্নীতিতে একধাপ এগিয়ে গেছে। ১২০ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৩ তম।ভাবা যায়? বলা হয়ে থাকে একটি দেশ, একটি জাতির উন্নতির অন্তরায় দুর্নীতি। একটি দেশের উন্নতির পথে প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে দুর্নীতি। যতদিন না আমরা দুর্নীতি সমূলে উৎপাটন করতে পারব ততদিন আমাদের দেশের কোন উন্নয়ন হবে না। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আমরা সততার চর্চা করছি কতটুকু? কতটুকু সততা নিয়ে বিশ্বাস রাখি? সততার চর্চার সবচেয়ে বড় মাধ্যম বলে আমি মনে করি সততা স্টোর। যেখানে কোন দোকানদার থাকবে না প্রয়োজনীয় জিনিস থাকবে এবং মূল্য অনুযায়ী গ্রাহক পরিশোধ করবে।
হ্যা এরকম একটি উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত আধুনিক ভাষা ইনস্টিটিউট। যেখানে কয়েকটি সেলফি সারি সারি সাজানো আছে এবং বিভিন্ন জিনিস একদম খাতা কলম থেকে শুরু করে দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসপত্র সেখানে আছে।নেই কোন দোকানদার। আপনি যেটা নিবেন সেটার মূল্য আপনি ওখানে বাস্কেট আছে সেখানে টাকা রেখে চলে যাবেন। দিন শেষে একটি নির্দিষ্ট সময়ে এসে দোকানদার টাকা নিয়ে যাবে এবং প্রয়োজনীয় জিনিসপত্র আবার কিনবে।
আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং বিশ্বাস করি প্রতিটি প্রাথমিক বিদ্যালয় প্রতিটি কলেজ কিংবা প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এমন সততা স্টোর চালু করতে হবে তাহলে একজন শিক্ষার্থী একদম জীবনের শুরু থেকেই সততার চর্চা করতে পারবে এবং ভবিষ্যতে দুর্নীতি অনেক কমে যাবে।দেশ এগিয়ে যাবে, জাতি এগিয়ে যাবে আমরা এগিয়ে যাব। এবং দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্তি পাবো।
বিষয় | সততার স্টোর |
---|---|
বর্ণনা | @ rahman44 |
ডিভাইস | নোটফাইফ |
লোকেশন | w3w |
কথাগুলো অত্যন্ত মুল্যবান। উন্নত জাতি গঠনে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সততা।সততা শুধু পাঠ্যক্রমের সাজানো অলংকার নয়।এটার বাস্তবায়নের একটি সুন্দর উদ্যোগে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন চিন্তাচেতনা সত্যিই প্রশংসার দাবী রাখে।ব্যক্তিগত পর্যায় থেকে আজই হোক দৃঢ় শপথ আর নয় দূর্নীতি।দূর্নীতি নিপাত যাক সততা মুক্তিপাক।এমন চিন্তাশীল লেখনী সত্যিই আমাদের নতুন করে ভাবিয়ে তুলবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা খুব ভালো উদ্যোগ। কিনতু সম্যাসা হচ্ছে আজ কালের বাবা মায়েরা সন্তানদের ভালো শিক্ষা দেয় না, কারন আমাদের মাঝেই তো সততা নেই। আমরা কিভাবেই অন্যকে শিক্ষা দিবো।আমি কিন্তু সবার কথা বলছি না।কারন আমি দেখিছি।আমি যখন কোচিং এ যেতাম তখন এমন একটা সততা স্টোর ছিল। তখন ঐখান থেকে জিনিস পএ নিতো ঠিকই কিন্তুু টাকা দিতো না।সি সি ক্যামেরার ভয়ে টাকা দিলেও ন্যায্য মূল্য দিতে না। পরে আর সততা স্টোর বেশিদিন টিকলো না।তাই নিজের বিবেকে আমরা ঠিক করতে না পারলে কোন কিছুই কাজে আসবে না।ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit