সংস্কৃতির সংকট। ১০% লাজুক শেয়ালের জন্য

in hive-129948 •  3 years ago 

the-color-run-4477874__480.jpg
pixabay

আসসালামুআলাইকুম/আদাব

কেমন আছেন বন্ধুরা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। পরীক্ষার জন্য আমি আমার প্রিয় পরিবার @amarbanglablog এ একদম অনিয়মিত হয়ে গেছি যেটা আমার জন্য অত্যন্ত লজ্জাজনক। আমি সবসময় চেষ্টা করি @amarbanglablog এর সাথে যুক্ত থাকতে।
আজকে আমি আমার ব্লগ টি সাজিয়েছি আমাদের সংস্কৃতি, আমাদের চিন্তাচেতনা এবং সংস্কৃতির সংকট নিয়ে। তাহলে শুরু করা যাক।

dance-4271941__480.webp
pixabay

বলা হয়ে থাকে একটি মানুষ পরিচালিত হয় সংস্কৃতি র বলয়ে। সংস্কৃতি বলতে আমরা সাধারনত বুঝি আমাদের পূর্বপুরুষরা যে জিনিস গুলো পালন করে, যে প্রথা কিংবা প্রত্যহিক জীবনের আনুষঙ্গিক ক্রিয়া গুলোকে সংস্কৃতি বলে । সহজ কথায় বলতে গেলে বলা যেতে পারে মানুষের আচার আচরন, রুচি বোধ সামাজিক অবস্থান, ধর্মীয় রীতিনীতি এগুলোই সংস্কৃতির অংশ ।

buffalo-1822581_1280.jpg
pixabay
মানুষের ব্যক্তিজীবন কিংবা সমাজজীবনে সংস্কৃতির প্রভাব ওতপ্রোত ভাবে জড়িত। আমরা হয়তো ধর্মের দিক থেকে কেউ হিন্দু কেউ মুসলমান কেউ বা অন্য ধর্মাবলিম্ব কিন্তু জাতি হিসেবে কিন্তু আমরা বাংগালী। আমদের নিজস্ব সংস্কৃতি আছে, আছে নিজস্ব ইতিহাস, ঐতিহ্য। কিন্তু বর্তমান সময়ে আমাদের সেই পুরনো সংস্কৃতি গুলো বিলুপ্তির পথে।সেখানে জেঁকে বসেছে অপসংস্কৃতি। আমরা ছোটবেলায় বিভিন্ন ধরনের খেলা খেলতাম। গোল্লাছুট, দাড়িয়াবান্ধা, বুড়িছি, ডাংগুলি।

football-4586282__480.webp
pixabay
এরপর বিভিন ধরনের লোকগীতির প্রচলন ও ছিলো।বেহুলা লখিন্দরের গান,সত্যপীরের পুথি, বিভিন্ন জারি গান সারি গানের আসর বসত। কতইনা মজা পেতাম।আর রাতে ঘুৃমানোর আগে দাদা দাদির কাছে রাক্ষস খোক্কস এর কথা শুনে ভয়ে ঘুমিয়ে পড়তাম।
বিয়েতে বাজানো হতো গীত কিংবা নাচ। কিন্তু এখন কিন্তু আপনি সেগুলো খুজে পাবেননা। অপসংস্কৃতি আর আধুনিক সভ্যতার কাছে সব হারিয়ে ফেলেছি আমরা। এখনকার ছেলেমেয়েদের হাতে থাকে স্মার্ট ফোন,ল্যাপটপ কম্পিউটার ফলে তারা ছোটবেলা থেকেই ভার্চুয়াল জগতে প্রবেশ করে। সে ভুলে যায় ভার্চুয়াল জগতের বাইরে আরো একটি জগৎ আছে। যেখানে সে তার জীবনের মানে খুজে পাবে জীবনকে উপভোগ করতে পারবে। কিন্তু সে আর হয় কই?
এখন আর জারি গান সারি গানের আসর বসেনা কিংবা সন্ধ্যা হলে কারো বাড়ি থেকে ঘুম পাড়ানি গানও শোনা যায়না। আমরা অনেক যান্ত্রিক হয়ে গেছে। যান্ত্রিকতায় আমাদের আপাদমস্তক ডুবে গেছে চাইলেও কিন্তু আমরা এখান থেকে বেরুতে পারবোনা।

pottery-4618917__480.webp
pixabay
তবে এটা আমাদের জন্য অশনিসংকেত। আমাদের নিজস্ব সংস্কৃতি গুলোকে আমাদের রক্ষণাবেক্ষণ করতে হবে, তরুন প্রজন্মকে আমাদের সেই স্বর্ণালী এবং স্বতন্ত্র ইতিহাস ঐতিহ্য গুলোকে তুলে ধরতে হবে। নাহলে ভবিষ্যৎ প্রজন্মদেরা ভুলে যাবে আমাদের নিজ সত্তা যে জাতী হিসেবে আমরা বাংগালী।

বিষয়সংস্কৃতির সংকট
বর্ণনা@rahman44
লোকেশনW3w

IMG_20211219_150308.jpg

আমি @rahaman বাংলাদেশ থেকে আপনাদের সাথে যুক্ত আছি। মানবিকতার এক চিরায়ত দৃষ্টান্ত @amarbanglablog কমিউনিটি। দুটি দেশ কিন্তু একই সূত্রে আবদ্ধ আমরা। ভালোবাসা চিরদিন বেচে থাকবে মানুষ হিসেবে আমাদের মাঝে।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমাদের নিজস্ব সংস্কৃতি গুলোকে আমাদের রক্ষণাবেক্ষণ করতে হবে, তরুন প্রজন্মকে আমাদের সেই স্বর্ণালী এবং স্বতন্ত্র ইতিহাস ঐতিহ্য গুলোকে তুলে ধরতে হবে

আপনার কথাটি সঙ্গে ভাই আমি একদম একমত অতীতে আমাদের অনেক সংস্কৃতি ছিল তবে বর্তমানের দিনদিন এগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে এগুলো আমাদের কে ধরে রাখার চেষ্টা করতে হবে । সংস্কৃতি নিয়ে আপনি আমাদের মাঝে দারুন একটা পোস্ট শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর এই পোস্টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই

আপনি একজন ভাল মানের ব্লগার কিন্তু আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটি তে নিয়মিত নন। কোন কিছু থেকে সাফল্য অর্জন করতে হলে অবশ্যই সেখানে লেগে থাকতে হয়। আশা করি পরবর্তী থেকে আপনি নিয়মিত হবেন ধন্যবাদ

জ্বী ভাই বলতেও লজ্জা লাগে। মিড শেষ করলাম কিছুদিন আগে এখন সেমিস্টার ফাইনাল চলছে। যদিও এটা অজুহাত মাত্র। আমি এই বৃত্ত থেকে বেরিয়ে আসবো শীঘ্রই ভাই। ধন্যবাদ এতো ব্যস্ততার মধ্যেও খোজ খবর নেয়ার জন্য