আসসালামুয়ালাইকুম /আদাব,
কেমন আছেন বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার ব্লগ টি সাজিয়েছি জীবনের বাস্তব ধর্মী কিছু ঘটনা নিয়ে যেগুলোর আমরা প্রত্যেকদিন মুখোমুখি হই।
মানুষ বেড়ে ওঠে মৃত্যুর প্রয়োজনে। কেউ পৃথিবীতে নশ্বর নই। মৃত্যুর স্বাদ সবারই গ্রহণ করতে হবে। মানুষের জীবনকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। শিশু, যৌবন বার্ধক্য। এই তিনটি সময় মানুষের জীবন। বাল্যকাল হচ্ছে, জীবনের প্রাথমিক পর্যায় এ সময় মানুষের মননশীলতা বিকাশ পায় এই বয়সেই শিশুরা কৈশোরে পা দেয়। এরপর আসে যৌবন কাল যৌবন কাল হচ্ছে সূর্যের মত দ্বীপ্ত এবং ভয়ঙ্কর সাহসী কিংবা বীরত্বের বয়স। জীবনের সর্বশ্রেষ্ঠ সময় বলা হয় যৌবনকালকে। এই বয়সেই মানুষ খুঁজে নেয় তার জীবিকা। আর বৃদ্ধকাল হচ্ছে জীবনের শেষ সময়। ঝরা পাতাগুলো যেমন ঝরার আগে মলিন হয়ে যায় বিবর্ণ হয়ে যায় বার্ধক্য ও তেমনি। সময়ের প্রয়োজনে বলতে আমি যে কথাটি বুঝিয়েছি সেটার ব্যাখ্যা করছি।
আমরা সমাজের চলার পথে বিভিন্ন সমস্যার মধ্যে পড়ি। মানুষ কখনো স্বয়ংসম্পূর্ণ না। কোন না কোন ভাবে আমরা একে অপরের উপর নির্ভরশীল।
একটা ছোট গল্প বলি রহমান সাহেব এবং মাসুদ সাহেব বাল্যকালের বন্ধু। একসাথে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে রহমান সাহেব একজন পুলিশ কমিশনার এবং মাসুদ সাহেব একজন ব্যাংকার। চাকরির ব্যস্ততার কারণে অনেকদিন তাদের মধ্যে যোগাযোগ হয় না। হঠাৎ মাসুদ সাহেব একটি আইনি ঝামেলায় পড়ে যান এবং রহমান সাহেবের হেল্প চান। রহমান সাহেবের হেল্প করেন ঠিকই কিন্তু কিছু কথা শুনিয়ে দেন যেটা মাসুদ সাহেব কখনো প্রত্যাশা করেন নি। রহমান সাহেব বলেন সারা বছর তো খোঁজখবর নাও না শুধু বিপদে পড়লে বন্ধুত্ব দেখাও। এটা শুনে মাসুদ সাহেব লজ্জিত হলেন।
আমাদেরও এরকম পরিস্থিতিতে পড়তে হয় এবং সেইম কাজটি আমরাও করি। অনেকে আবার রহমান সাহেবের মত মনে করতে পারেন যে শুধু বিপদের দিন বন্ধুকে স্মরণ করা হয়। আমার কাছে কথাটি সম্পূর্ণ অযৌক্তিক এবং ভিত্তিহীন মনে হয়। কেন ভিত্তিহীন মনে হয় এ জন্য যে আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখন প্রচুর সময় থাকতো হাতে, নিয়মিত আড্ডা, গান সব হতো। কিন্তু কর্মক্ষেত্রে ঢোকার পর সেই সুযোগ হয়ে ওঠে না। সংসারের চাপে চাপে সেই সময়গুলো ব্যস্ততার চাদরে ঢাকা পড়ে যায়। যে বন্ধুর সাথে একদিন দেখা না হলে সময় যেত না সেই বন্ধুর সাথে 10 বছরেও দেখা হয়না কারণ একটাই কর্মব্যস্ততা। এখন কেউ যদি মনে করে কোন বিষয়ে জানতে চাওয়া কিংবা বন্ধুর কাছে হেল্প চাওয়া সেটা সুযোগসন্ধানী কাজ তবে সেটা নেহায়েৎ মূর্খতা এবং ছোট মন মানসিকতা।
pixabay
কারণ আমরা সময়ের প্রয়োজনে নিজেদেরকে চালাই, সময়ের প্রয়োজনে পরিবর্তিত হই। সময়ের প্রয়োজনে মানবজীবনে নতুন কিছু সংযোজন ঘটে এবং সময়ের প্রয়োজনে অনেক কিছুর বিয়োজন ঘটে
বিষয় | সময়ের প্রয়োজনে |
---|---|
বর্ণনা | @rahman44 |
লোকেশন | w3w |
লেখাটি ছিলো সময় উপযোগী।প্রখর মননে জীবনের বাস্তবতাকে খুব অল্প সময়ে আটকে দেওয়া হয়েছে।জীবনের সব পথ এক নয়।পথের বাকে থাকে কিছু স্মৃতি আর স্মৃতির সাথে জড়িয়ে থাকে বন্ধুত্ব।সময়ের পরিক্রমায় দূরত্ব বাড়ে।তবে দুরত্বের সাথে কোন সম্পর্কের গুরুত্ব কমিয়ে দেওয়া ঠিক নয়।শিক্ষামূলক এমন পোস্টের জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit