আসসালামুআলাইকুম /আদাব,
কেমন আছেন বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলছে রমযান মাস।
রমযান মাস পবিত্র মাস। বিশেষ করে মুসলমানদের কাছে এটি অত্যন্ত প্রিয় একটি মাস।মুসলমানদের কাছে এই মাসটি রীতিমত একটা উৎসবের মতো মনে হয়। একসাথে বসে ইফতার করা এবং একসাথে বসে সেহরি করা। ক্যাম্পাসে থাকলে অনেকেই দলবেঁধে একসাথে ইফতার করে। একসাথে ইফতার করার মজাই আলাদা।
দুপুরে হঠাত বান্ধুবি ফোন দিয়ে বলল একসাথে ইফতার করবে। রোকেয়া হল থেকে আসতে বড়জোর পাঁচ মিনিট সময় লাগবে তার। আমি হল থেকে বের হলাম 5:30 এর দিকে একজন বন্ধুকে সাথে নিয়ে। সবুজ ঘাসে বসে ইফতার করবো বলে ঠিক করলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় এর সবচেয়ে সুন্দর একটি জায়গা হলো মল চত্বর। সব সময় ছেলেমেয়েরা এখানে বসে আড্ডা দেয় গল্প করে। এখানকার পরিবেশের শীতলতা সবাইকে মুগ্ধ করে।
ছয়টার দিকে বান্ধবী এক গাদা ব্যাগ হাতে নিয়ে আসলো। গুনে গুনে পাঁচটা ব্যাগ নিয়ে আসছে। ব্যাগের ভারে সে নুইয়ে পড়েছে। বন্ধুকে পাঠিয়ে দিলাম তাকে আনার জন্য। ও বাবা! খুলে দেখি থরে থরে সবকিছু সাজানো। সবগুলো সে নিজ হাতে তৈরি করে নিয়ে এসেছে। ও ভালো রান্না করতে পারে এজন্য ওর একটা সুনাম আছে ডিপার্টমেন্টে। দেখতে দেখতে সময় ঘনিয়ে আসছে এবার ইফতার সাজানোর পালা। নিজ হাতে সবকিছু পরিপাটি করে সাজালো ও। তখন একটা জিনিস মাথায় আসলো আমার যে মেয়েরা অনেক দায়িত্ব নিতে জানে। মেয়েদের দায়িত্ববোধের জায়গাগুলো অনেক শক্ত কাউকে বলতে হয়না। আমরা গল্প করি ও ইফতার সাজাতে ব্যস্ত।
ইফতারের 5 মিনিট আগে সাজানো শেষ করে আবার পরখ করতেছে সবকিছু ঠিকঠাক ভাবে সাজাতে পারছে কিনা। এরপর পরীক্ষার ব্যাপারে কথা বলা শুরু করলো। মেয়েদের ব্যাপারে যে একটা কথা আছে "যে রাঁধে সে চুলও বাঁধে "
একটা মেয়ের মধ্যে যতগুলো গুন থাকা দরকার ওর মধ্যে সবগুলো গুনই আছে। সব কাজ খুব অনায়াসে করতে পারে। আমি কখনো ওকে ক্লান্ত হতে দেখিনি। কোনো অজুহাত দিতেও দেখিনি।
। ও সব কাজের কাজী। পরীক্ষার দিনে আমার একমাত্র অবলম্বন। ও আমাদের ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট ফাস্ট। অনেক মেধাবী। ওর শীট ছাড়া আমি অনার্স পাশ করতে পারতাম না। আজান দিলে ইফতার সারলাম একসাথে ইফতার করার মত এত আনন্দ আর দ্বিতীয়টি নেই। সবাই একসাথে বসে গল্প করতে করতে ইফতার করা সে এক স্বর্গীয় সুখ। আসলেই বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল।
বিষয় | যে রাধে সে চুলও বাধে |
---|---|
বর্ণনা | @rahman44 |
ডিভাইস | Oppo |
লোকেশন | w3w |
আপনার এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। ইফতার বন্ধুর সাথে আনন্দে কাটানোর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন যা আমার খুবই ভালো লেগেছে। আসলেই বন্ধু আমার ভীষণ প্রিয়। বন্ধু ছাড়া আনন্দ মাটি। আপনার এই পোস্টটি আমার অসাধারন লেগেছে। আপনার জন্য শুভকামনা রইলোওশেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে বন্ধুদের সাথে এরকম ইফতার করতে অনেক ভালো লাগে। আমি ও ইতিমধ্যে এরকম বন্ধুদের সাথে ইফতার করেছি। আসলে বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো অনেক মধুর হয়ে থাকে। রমজান মাস এলে এরকম সময় গুলো অনেক ভালো লাগে। খুব সুন্দর উপস্থাপনা করেছেন ভাই। সেই সাথে খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাই এই পবিত্র মাসের জন্য আবার একটা বছর অপেক্ষা করতে হবে। পরিবারের সঙ্গে একসাথে সেহেরি ইফতার করার মধ্যে আলাদা একটা মজা এবং অনূভুতি আছে। এবং বন্ধুদের সাথে ইফতারের মধ্যে রয়েছে অন্যধরনের একটা মজা হি হি। আপনার বান্ধুবীর গুণগুলো শুনে আমি একটু অবাক হয়েছি। যাইহোক দারুণ ছিল আপনাদের ইফতার পার্টিটা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit