গুজবে কান দিবেন না। ১০% লাজুক শেয়ালের জন্য।

in hive-129948 •  3 years ago 

yarn-phone-2091195__340.webp
pixabay

সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে যে একটা প্রভাব ফেলেছে সেই বলয় থেকে বের হয়ে আসা আমাদের কাছে কঠিন থেকে কঠিনতর হয়ে গেছে। আমাদের সময়ের বিরাট একটা সময় ব্যয় করি সোশ্যাল মিডিয়ায়। কিশোর থেকে তরুণ, তরুণ থেকে মাঝবয়সী কে নেই সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় থাকতে-থাকতে সোশ্যাল মিডিয়ার প্রতি আমরা আসক্ত হয়ে গেছি।

hoax-2097365__480.jpg

pixabay

সোশ্যাল মিডিয়ার ব্যাপক সহজলভ্যতার কারণে আমরা এখন আর আগের মত পত্রিকা পড়ি না কিংবা টেলিভিশনে খবর দেখি না এর জায়গায় স্থান দিয়েছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোর্টাল অনলাইন নিউজ গুলো। আমাদের এই সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীলতার সুযোগ নিচ্ছে নিউজ পোর্টাল গুলো। ফলে ব্যাঙের ছাতার মত নামে-বেনামে অসংখ্য নিউজ পোর্টাল আমরা দেখতে পাই। এইসব নিউজ পোর্টাল গুলো তাদের ভিউয়ার বৃদ্ধির জন্য তাদের প্রচারণার জন্য তাদের টাকা উপার্জন করার জন্য তিলকে তাল বানিয়ে একটি সত্য নিউজকে অতিরঞ্জিত করে বিকৃতভাবে পরিবেশন করে। ফলে পাঠকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

istockphoto-590152382-170667a.jpg
pixabay

আবার কেউ কেউ সেটা বিশ্বাস করে ফেলে। আমরা আবার কেউ কেউ অতি উৎসাহী হয়ে সেটা শেয়ার করে থাকি। এইতো কিছুদিন আগে পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে এমন গুজব সোশ্যাল মিডিয়ায় টক অব দ্য কান্ট্রি। ছোট ছোট বাচ্চাদের মনের মধ্যে ভয় ঢুকিয়ে দেয়া হয়। অনেক অভিভাবক তাদের সন্তানদের স্কুলে পর্যন্ত পাঠায় না। এই যে আমরা গুজবে কান দেই গুজব বিশ্বাস করি এটা থেকে প্রমাণ করি যে আমরা হুজুগে বাঙালি। চিল কান নিয়ে গেছে বলে আমরা চিলের পিছনে ঘুরি কিন্তু একবারও কানে হাত দিয়ে দেখি না যে আসলেই চিলে কান নিয়ে গেছে কিনা। সোশ্যাল মিডিয়াতে শুধু আমাদের ক্ষতি করছে আমি সেটা বলছি না ঢালাওভাবে।

wrong-messages-5238319__480.webp

pixabay

কোনো একটা নিউজ দেখলে তার সত্যতা যাচাই করতে হবে সত্যতা যাচাই না করে বিশ্বাস করাটা নিজের এবং সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে । তাই গুজবে বিশ্বাস করবেন না যদি বিশ্বাস করেন তাহলে পাগল হয়ে যাবেন আর জানেনত পাগলের সুখ মনে মনে
বিষয়গুজবে কান দিবেননা
বর্ননা@rahman44
লোকেশনw3w

IMG_20211219_150308.jpg

@rahaman বাংলাদেশ থেকে আপনাদের সাথে যুক্ত আছি। মানবিকতার এক চিরায়ত দৃষ্টান্ত @amarbanglablog কমিউনিটি। দুটি দেশ কিন্তু একই সূত্রে আবদ্ধ আমরা। ভালোবাসা চিরদিন বেচে থাকবে মানুষ হিসেবে আমাদের মাঝে।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

গুজব আমাদের সমাজে একটা মারত্মক ব্যাধি।সত্যতা যাচাই না করেই আমরা এটা প্রচার করি শুধু তাই নয় রীতিমতো সোস্যাল মিডিয়ায় ভাইরাল করে থাকি।যা কখনো সভ্য জাতি কিংবা সমাজের জন্য ভালো কিছু বয়ে আনে না।মানুষ হিসাবে আমাদের আরো বেশি সচেতন হতে হবে।

  • গুজব নিয়ে সময়উপযোগী দারুন সৃষ্টি ছিলো।সত্যিই এটা আমাদের উপকারে আসবে।ধন্যবাদ।

ধন্যবাদ

খুবই সুন্দর লিখছেন ভাই। আশা করি এর পর থেকে আর গুজবে কান দিবো না। তবে গুজবে কান দেওয়া এটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় উপযোগী পোস্ট করার জন্য। অনেক ধন্যবাদ প্রিয় ভাই।

ধন্যবাদ ভাই

আসলেই গুজব জিনিসটা এমন একটা জিনিস যার কারণে আমাদের মধ্যে সবসময় কোন না কোন বিভ্রান্ত হয়ে থাকে। এর কারণে আমরা কেউ সঠিক পথে আবার কেউ ভুল পথে প্রচলিত হই এই গুজবের কারণে। তুই আমাদের উচিত গুজবে কান না দিয়ে সত্যতা যাচাই করে তারপর সকল পদক্ষেপ নেওয়া। ধন্যবাদ আপনাকে শুধু একটা বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই

আপনি খুব সুন্দর একটি পোস্ট করেছেন। ফেক নিউজ এর কাছে বর্তমান সত্যিকারে নিউজগুলো অসহায় হয়ে গেছে আমরা কোন নিউজটি সত্য কোনটি মিথ্যা তা যাচাই করতে পারিনা। এটি আমাদের জন্য একটি বিপর্যয় এর সমান। আমাদের অবশ্যই যেকোনো নিউজ বিশ্বাস করার পূর্বে অবশ্যই তা যাচাই করা উচিত না হলে বিভ্রান্ত হওয়ার সুযোগ অনেকটাই বেশি থেকে যায়। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ আপু

আপনি আজকে খুব চমৎকার একটি জিনিস উপস্থাপন করেছেন আমাদের সামনে, আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করতে করতে এখন আর খবর টিভি ইত্যাদি দেখা থেকে বিরত থাকি। খুব সহজেই ফেক নিউজ গুলো আমাদের সামনে এমনভাবে উপস্থাপন করা হয় মনে হয় এটি সত্যি ঘটেছে।

আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

ধন্যবাদ ভাই