আসসালামু আলাকাইকুম/ আদাপ,
কেমন আছেন আপনারা, আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ফোন নষ্ট হয়ে যাওয়ায় অনেকদিন @amarbanglablog এ থাকতে পারিনি এজন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত। আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি যে হলে থাকি অর্থ্যাৎ শহীদ সার্জেন্ট জহুরুল হক হল নিয়ে কথা বলবো।
আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সে এক রুপকথার মতো। এ বিষয়ে আরেকদিন একটা ব্লগ করবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আমার হল এটাস্টড পড়লো শহীদ সার্জেন্ট জহুরুল হক হল। মূল ক্যাম্পাস থেকে সামান্য দূরে আমাদের হলটি। আমরা মাঝে মাঝে বলি না যে একের ভিতর সব? ঠিক তেমনটাই শহীদ সার্জেন্ট জহুরুল হক হল। এখানে আসলে ভাববেন কোন এক গ্রামে চলে এসেছি। ঢাকার বুকে এক খন্ড গ্রাম শহীদ সার্জেন্ট জহুরুল হক হল । এরকম গ্রামীণ পরিবেশ ঢাকা শহরে আর দ্বিতীয়টি নেই। বিস্তীর্ণ মাঠ, কলাগাছ, বাঁশঝাড়, ইয়া বিশাল বড় পুকুর, বাগান কি নেই এখানে ? আমাদের হল এর গেইট 2 টি প্রথমটি নীলক্ষেত পার হয়ে এসে একটু সামনেই আর দ্বিতীয়টি পলাশীতে অর্থাৎ বুয়েট ক্যাম্পাসে সামনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় হল শহীদ সার্জেন্ট জহুরুল হক হল। এর তিনটি অংশ একটি মেইনবিল্ডিং, একটি এক্সটেনশন এবং একটি টিনশেড।
এই হলের সৌন্দর্য যেমন সবাইকে বিমোহিত করে তেমনি এই হলের ইতিহাস শুনলে অনেকেই শিহরিত হবেন। আপনারা জেনে অবাক হবেন যে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইন এই হল থেকেই করা হয়েছিল এবং যে রুমে করা হয়েছে তার পাশের রুমেই থাকি। মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী বাহিনী প্রথম শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে আক্রমণ চালায়। অনেক ছাত্রকে তারা নৃশংস ভাবে হত্যা করে। মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের অভয়ারণ্য ছিল শহীদ সার্জেন্ট জহুরুল হক হল। জাতির মুক্তির অগ্রনায়ক বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কে। আর সেই অগ্রনায়ক এর অগ্রগামী সৈনিক ছিলো শহীদ সার্জেন্ট জহুরুল হক হল।
এই হলের যেমন আছে গৌরবোজ্জল ইতিহাস সেইসাথে আছে নয়নাভিরাম দৃশ্য। যে কারণেই প্রথমেই বলেছিলাম একের ভিতর সব। দেখলে যে কারো ভালো লাগবে। ঢাকার ভিতরে বুক ভরে নিঃশ্বাস নিতে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মতো দ্বিতীয় টি আর নেই। যারা ঢাকায় থাকেন একদিন আমন্ত্রণ রইলো একদিন শহীদ জহুরুল হক হলে আসবেন। আশা করি মন্দ লাগবেনা। কিছু না হলেও অন্তত বুক ভরে একটু নিঃশ্বাস নিতে পারবেন। আমরা যারা ঢাকায় থাকি তাদের জীবন এক প্রকার যান্ত্রিক জীবন। এই যান্ত্রিক জীবনকে পাশ কাটিয়ে নিজের মতো করে একটু সময় বের করে ঘুরে যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী শহীদ সার্জেন্ট জহুরুল হক হল থেকে।
বিষয় | একের ভিতর সব |
---|---|
লোকেশন | W3W |
ডিভাইস | নোট নাইন |
বর্ণনা | rahman44 |
একের ভিতর সব ভাবলাম সেই পুরনো দিনের গল্পের বই গুলো হবে বোধয়। যদিও সেখানে যাওয়ার সৌভাগ্য কোনদিন হবে কিনা তার পরেও আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit