মেঘের পরে মেঘ।১০% লাজুক শেয়ালের জন্য

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম / আদাব,

কেমন আছেন বন্ধুরা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রচণ্ড দাবদাহে যখন আমরা হাপিত্যেশ করি তখন আকাশের দিকে তাকাই বৃষ্টি হবে কিনা কিংবা মেঘ আছে কিনা ।

IMG_20220422_151415.jpg

ষড়ঋতুর দেশ বাংলাদেশ । ৬ টি ঋতুতে ৬ রকমভাবে সজ্জিত হয় প্রকৃতি। কখনো গ্রীষ্মের দাবদাহ, কখনো বর্ষার এক পশলা বৃষ্টি আবার কখনো শরতের আকাশে সাদা মেঘের ভেলা, কিংবা শীতের রিক্ততা। বসন্তের কথা না হয় নাই বললাম। বর্ষাকালের কথা বলতে গেলে কলমের লেখাই ফুরাবেনা। আবহমান বাংলায় বিশেষ করে গ্রামের বর্ষার দৃশ্য গুলো ভয়ঙ্কর সুন্দর। সুন্দরের মধ্যেও সুন্দর টিনের চালে রিমঝিম বৃষ্টি। মনে হবে যেন কোন এক জলপরী বৃষ্টির ছন্দে নৃত্য করছে।

IMG_20220422_152251.jpg

সেই নৃত্যের ছন্দে মন আনন্দে গদগদ হয়ে যায়। কোথাও আবার দূরন্ত ছেলের দল এরা ফুটবল নিয়ে মাঠে নেমে যায়। কি অসাধারণ কৈশোর। জীবনের প্রকৃত সুখ মনে হবে এখানেই। বর্ষার সৌন্দর্য বৃদ্ধি করে কদম ফুল। বর্ষায় কদম ফুলের সৌন্দর্যে বিমোহিত হয়নি এমন মানুষ খুব হাতে গোনা। বৃষ্টির মধ্যে কদম ফুল নিয়ে প্রিয় মানুষকে নিয়ে ভেজা এক স্বর্গীয় সুখ। গ্রামের মানুষেরা বর্ষা কে অবকাশ ঋতু হিসেবে মনে করে।

IMG_20220422_152235.jpg

তারা একত্রে বসে গল্প করে। সে এক হরেক রকমের গল্প। এরা বিশ্ব সেরা দার্শনিক, ইতিহাসবিদ, রাজনৈতিক কিংবা অর্থনীতিবীদ। এদের কথায় বিমোহিত না হয়ে পারবেন না। আর আমরা যারা শহরে থাকি তাদের কাছে বৃষ্টি কিংবা বর্ষাকাল চার দেয়ালের মধ্যে বন্দি। আমরা সর্বোচ্চ হলে বৃষ্টিতে হাতটা শুধু ভেজাতে পারি কিংবা ছাদে গিয়ে ভিজতে পারি এর বাইরে আর কিছু করা কল্পনাতীত।

IMG_20220422_150914.jpg

শহরে বৃষ্টি আসে কিন্তু ভিজতে দেয় না পিছুটান থাকে। হয়তো অসুস্থ হতে পারি অফিস কিংবা স্কুল মিস হতে পারে। যান্ত্রিক জীবনের কোলাহল থেকে আমরা কোনদিনও বেরোতে পারবোনা। শুধু মনে মনে আক্ষেপ থেকে যায়। যান্ত্রিক জীবনের যান্ত্রিকতা আমাদেরকে অসাড় করে দেয়। আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় সৌন্দর্যবোধ এর চেয়ে জীবনবোধ অনেক বড়। বর্ষার মেঘ বৃষ্টি আমাদের কে ভিজিয়ে দেয়, মেঘের উপর মেঘে পাড়ি জমিয়ে অনন্ত কাল ধরে আমরা বাঁচতে চাই। কখনো রং কিংবা কখনো শুর হয়ে মেঘের পসরা সাজিয়ে জীবনকে উপভোগ করতে চাই। বর্ষার রূপে মুগ্ধতার স্পর্শে নিজেকে ভেজাতে চাই। বৃষ্টির দিনে অন্যমনস্ক হয় না এমন মানুষ পাওয়া ভার, বৃষ্টি এলে বেলকনি দিয়ে হাত বাড়িয়ে দেয় না এমন মানুষ পাওয়া ভার, বৃষ্টি আসলে প্রিয়জনের কথা মনে পড়ে না এমন মানুষ পাওয়া ভার,বৃষ্টির ছন্দে হারিয়ে যায় না এমন মানুষ পাওয়া ভার।
বৃষ্টি আসুক মনের জড়তা গুলো কাটিয়ে যাক মেঘের পরে মেঘ এসে পৃথিবীটাকে সুন্দর করুক আজ এ পর্যন্তই
বিষয়মেঘের পরে মেঘ
বর্ণনা@rahman44
লোকেশনw3w
ডিভাইসনোটফাইভ

FB_IMG_1650892609820.jpg

@rahman বাংলাদেশ থেকে আপনাদের সাথে যুক্ত আছি। মানবিকতার এক চিরায়ত দৃষ্টান্ত @amarbanglablog কমিউনিটি। দুটি দেশ কিন্তু একই সূত্রে আবদ্ধ আমরা। ভালোবাসা চিরদিন বেচে থাকবে মানুষ হিসেবে আমাদের মাঝে।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ ভাই আপনি অনেক সুন্দর ভাবে মেঘের পরে মেঘ পোস্ট টি আমাদের সাথে শেয়ার করেছেন। সুন্দর ভাবে শেয়ার করার পাশাপাশি ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

ধন্যবাদ ভাই

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো আপনি খুব সুন্দর ভাবে বর্ষার বিভিন্ন রূপ আমাদের মাথা তুলে ধরেছেন সত্যি বর্ষাকালে সেই চিরচেনা রুপ গুলো ফিরে পেতে চাই যদিও তা অধরাই থেকে যাবে। গ্রামের মানুষের এই জায়গাতেই তারা অনেক সুখী তারা বয়সের উপলক্ষে খুব কাছে থেকে দেখতে পায় প্রকৃতির সাথে তারা নিত্যদিনের খেলা করে। সময় আসলেই তারা অবসর জীবনযাপন করে এবং বিভিন্ন ধরনের ঘরোয়া খেলা গুলো খেলে থাকে। বর্ষাকে নিয়ে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ আপু