আসসালামু আলাইকুম বন্ধুরা
কেমন আছেন.? আশা করি 'আমার বাংলা ব্লগ' পরিবারের সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।আমার লেখার মাধ্যমে আমার চিন্তা -ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করছি।
আমরা জীবনে প্রায়শই ছোট খাটো কিছু ভুল করে থাকি যেগুলো পরে আমাদেরকে বড় বিপদের দিকে ঠেলে দেয়। বড় বিপদের দিকে যেনো ঝুঁকে না পড়ি সেজন্য আমাদেরকে ছোট ছোট ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া অতিব জরুরি। আমিও ছোট ছোট ভুল গুলো শিক্ষা নিয়েছি যেগুলার মধ্যে কয়েকটি:
১. সময় নিয়া ভুল সিদ্ধান্ত:
একবার আমার একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল। পরীক্ষার আগের রাতে ভাবলাম, "আরেকটু বিশ্রাম নেই, তারপর রাত জেগে পড়ব।" কিন্তু বিশ্রামের নাম করে এমন ঘুমিয়ে পড়লাম যে, সকালে উঠে দেখি, পরীক্ষার সময় হয়ে গেছে। পড়ার অর্ধেকও শেষ হয়নি। পরীক্ষার হলে গিয়ে কিছুই ভালোভাবে লিখতে পারলাম না।
ফলাফল যা হওয়ার তাই হলো-পরীক্ষায় খুব খারাপ করলাম। এই ঘটনা আমাকে শিখিয়েছে, কাজের সময় যদি ঠিকমতো প্ল্যান করে না চালানো হয়, তাহলে পরে অনুশোচনা ছাড়া কিছুই থাকে না। এরপর থেকে আমি সময়ের মূল্য বুঝতে শিখেছি, আর কখনো এমন সিদ্ধান্ত নেইনি।
২. অতিরিক্ত আত্মবিশ্বাস:
আমার একবার মনে হয়েছিল, আমি সব কাজ সবার থেকে ভালো বুঝি। এক গ্রুপ প্রোজেক্টে আমি ঠিক করলাম, পুরো কাজটা আমি নিজেই করব। অন্যদের পরামর্শ নেওয়া তো দূরের কথা, ওদের আমি কাজে হাতই দিতে দিলাম না। কাজটা যখন জমা দিলাম, তখন স্যার বললেন, "তোমার পুরো আইডিয়াটা ভুল পথে গেছে।" গ্রুপের সবাই রেগে গেল, কারণ আমার জন্য ওদের মার্কসও কমে গেল। সেদিন বুঝলাম, অতিরিক্ত আত্মবিশ্বাস ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। আমরা সবাই ভুল করতে পারি, তাই অন্যের কথা শোনা এবং পরামর্শ নেওয়া খুব গুরুত্বপূর্ণ।
৩. কথা না শুনার শিক্ষা:
ছোটবেলায় আমার একটা বদঅভ্যাস ছিল, বাড়ির বড়দের কথা অবহেলা করা। একবার বাবা বলেছিলেন, "পড়ার সময় ফোনে এত সময় দিস না, এতে মনোযোগ নষ্ট হয়।" কিন্তু আমি পাত্তা দিইনি। আমার মনে হয়েছিল, "আমার পড়া আমি বুঝি, কারও কথা শোনার দরকার নেই।"
ফলাফল হলো, পরীক্ষার আগের রাতেও কিছু বুঝতে পারছিলাম না। তখন মনে পড়ল, বাবার কথা শুনলে হয়তো এত বিপদে পড়তে হতো না' এই ছোট ভুলটা শিখাইছে, অভিজ্ঞ মানুষের পরামর্শ সবসম ওয়া উচিত।
৪. বন্ধু নির্বাচন:
আমার স্কুল জীবনের এক বন্ধুর কথা বলি। সবাই বলত, "এই ছেলেটা ঠিক না।" কিন্তু আমি ভাবতাম, "আমার সঙ্গে ভালো ব্যবহার করে, তাই ঠিকই হবে।" ওর সঙ্গে মিশতে মিশতে খেয়াল করলাম, আমার অনেক সময় নষ্ট হচ্ছে, পড়াশোনায় ফোকাস করতে পারছি না। ও এমন কিছু কাজ করত, যা আমার জীবনকেও খারাপ দিকে টানছিল।
সবকিছু বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে গিয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে আমি বুঝলাম, বন্ধুরা জীবনে একটা বড় প্রভাব ফেলে। তাই বন্ধু নির্বাচন খুব সাবধানে করতে হয়।
শিক্ষা নেওয়ার উপায়:
• নিজের ভুল খুঁজে বের করা।
• কেন এমন হলো, সেটা বিশ্লেষণ করা।
• পরের বার সেই ভুল না করার প্ল্যান করা।
ব্যর্থতাগুলো যেন আপনার চলার পথে শিখার অংশ হয়, সেটাই মূল কথা। জীবন তো আর সবসময় সরল পথে যায় না। তাই ভুল করা স্বাভাবিক, কিন্তু সেই ভুল থেকে শিখতে পারাটাই বুদ্ধিমানের কাজ।
যে ঘটনাগুলো আমাদের সাথে ঘটে, তার জন্য কোথাও না কোথাও আমরা নিজেরাই দায়ী। যে মানুষ নিজের বিচার নিজে কোনদিনও করতে পারেনা বা করেনা, সে ভুল শেখা তো অনেক দূরের নিজের উন্নতিও করতে পারে না৷ এই পোষ্টের মাধ্যমে আপনার বার্তাখানা খুবই জরুরী ছিল। ভালো লাগলো পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তবে প্রিয় বোন অনেকেই পারে নিজের করা ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন করতে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit