মাদকাসক্ত একটি বড় সমস্যা যা শুধু ব্যক্তি নয়, ব্যক্তির পরিবার তার সাথে সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতে নৈতিবাচক প্রভাব সৃষ্টি কর। এটি এমন একটি অবস্থা যেটি ব্যক্তি ধীরে ধীরে সম্পূর্ণভাবে মাদকের প্রতি নির্ভরশীল করে তোলে আর এই নির্ভরশীলতাই একটি সময় ব্যক্তিকে মৃত্যুর দিকে ধাবিত করে।
মাদকাসক্ত হওয়ার কারন:
কোনো ব্যক্তি প্রথমেই মাদকের প্রতি আসক্ত হয়ে যায় না! ১৫ -২০ বছর বয়সের ছেলে বন্ধুরা আবেগ, মাদক নিয়ে কৌতুূহল আবার উঠতি বয়সে উত্তেজনার জন্য মাদকের স্বাদ আস্বাদন করতে গিয়ে একটা সময় সম্পূর্নরুপে মাদকে আসক্ত হয়ে পড়ে। যেখানে থেকে ৫ ভাগ মানুষও বের হয়ে আসতে পারেনা
আবার প্রাপ্ত বয়সে অনেকে ব্যক্তিগত কাজের চাপ থেকে মুক্তি, পরিবারের চাপ থেকে শান্তি পাওয়ার জন্য মাদক সেবন করে।
মাদকের প্রভাব:
মাদক শুধু আমাদের শারীরিক অবস্থার উপর ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে বিষয়টি এমন না? এটি মানসিক অবস্থা, পরিবার-সমাজ-রাষ্ট্রের উপর বিরুপ প্রভাব সৃষ্টি করে
১)শারীরিক সমস্যা:
আমাদের বেচে থাকার জন্য (কিডনি, ফুসফুস, হৃৎপিণ্ড, যকৃত) অঙ্গগুলোে উপর ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে। যার জন্য আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আমরা দূর্বল হয়ে পড়ি।
মাদক দ্রব্য যারা গ্রহন করি এটি প্রত্যকের জন্য slow poison হিসাবে কাজ করে 😥। এটি আমাদের ধীরে ধীরে মৃত্যু দিকে ধাবিত করে।
২)মানসিক সমস্যা :
দীর্ঘদিন মাদক গ্রহন করার কারনে ব্যক্তির স্মৃতিশক্তি কমে যায়। যেসকল ছাত্রবন্ধুরা মাদক গ্রহন করে তারা শিক্ষাজীবনে সফল হতে পারে না। বাকিদের তুলনায় তারা পিছিয়ে পড়ে এছাড়াও প্রত্যাশিত ফলাফল করতে পারেনা। মাদক গ্রহন করার কারনে মস্তিষ্কে ডোপামিন নিঃসরণের পথ অতিমাত্রায় প্রসারিত হয়ে যায়, যার ফলে একটা সময় মাদক স্বাভাবিক মাদক গ্রহন করলেও শান্তি পাওয়া যায় না, যার ফলে আগ্রাসন, হতাশা এবং আত্মহত্যার হার বাড়ছে।
৩)সামাজিক সমস্যা :
যারা মাদক গ্রহন করে তাদের ক্ষেত্রে পরিবার-আত্মীয়স্বজন বিশ্বাস ও সমর্থন থাকে না। মাদক গ্রহন করার কারনে অনেকে বিভিন্ন ধরনের সামাজিক অপরাধ করে থাকে।বর্তমানে ভয়াবহ সমস্যা হচ্ছে কিশোরগ্যাং 😥যার অন্যতম প্রধান কারন হচ্ছে মাদকের প্রতি আসক্ত।
৪)অর্থনৈতিক সমস্যা :
মাদক ক্রয় ও এবং মাদকাসক্ত ব্যক্তির চিকিৎসা জন্য অনেক অর্থের প্রয়োজন পড়ে। আর এই খরচ নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের কোনো ব্যক্তির পক্ষে ব্যবস্থা করা সম্ভব নয়।আবার মাদকের জন্য কেউ কেউ চুরি করে, ঋন করে ফলশ্রুতিতে ব্যক্তি একটি সময় সম্পত্তি বিক্রি করতে একবারও চিন্তা করে না। একটি সময় ব্যক্তি নিস্ব হয়ে যায়।
বন্ধুরা মাদক কখনই খাদ্য হতে পারে না। কেননা এটি হচ্ছে সেই দ্রব্য যেটি গ্রহন করলে কোনো উপকার তো হয়ই না বরং উল্টো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি ও টাকা নষ্ট হয়
তাই বন্ধুরা আমাদের উচিত মাদক গ্রহন করা থেকে বিরত থাকা