আমার বাংলা ব্লগের সম্মানিত কর্মকর্তাগন ও সকল সদস্য বন্ধুদেরকে জানাই সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি (আলহামদুলিল্লাহ)। আজ আমি সুন্দর একটি শখের বিষয় নিয়ে আলোচনা করবো, আশা করি সবাইকে ভালো লাগবে। আর তা হলো একটি গোলপ ফুলের বাগানের বিষয়। (আমার সদস্য ক্রমিক নম্বর -৩৬৭)
নিশ্চয়ই প্রতিটি মানুষ সুন্দর, তাই সুন্দর জিনিস, সুন্দর পরিবেশ, ভালোবাসে।সুতরাং
বলা যায় ফুল সবাই ভালোবাসে।আর এখানে সবার পছন্দনীয় গোলাপ ফুল নিয়ে আলোচনা করবো।
★প্রথমে একটি গোলাপ ফুলের বাগান দেখা যাচ্ছে, এর অনেক উপকারীতা রয়েছে, সংক্ষেপে কিছু আলোচনা করবো।
★চাষাবাদ★
★একটি গোলাপ ফুলের বাগান তৈরি করতে তেমন বেশি কিছু টাকা করি লাগেনা,একটু পরিশ্রম করলেই ছোট খাটো বাগান গরে তোলা যায়। বাগান তৈরির উপাদান সমুহঃ
১। ছোট্ট একটি বাগানের জন্য জমি প্রয়োজ ৩ থেকে ৪ শতক,
২।জৈবিক সার (গরুর গোবর) শতক প্রতি ১০ কেজি,রাসায়নিক মিশ্র সার ১কেজি ভালোভাবে চাষ করে চার ফিট্ পর পর একটি গাছ লাগাতে হবে।
৩।চার পাশে বেড়া দিয়ে পশুর হাত থেকে রক্ষার জন্য ঘিরে দিতে হবে।
৪। পানি সেচের ব্যাবস্হা করতে হবে।
৫।আগাছা নিড়ানি দিতে হবে।
MG_20211109_172734_016.jpg]()
★উপকারিতা★
১। পরিবেশ সুন্দর রাখে।
২। বিক্রি করে অর্থ উপার্জন করা যায়।
৩। বেকারত্ব সমস্যা দুর করা যায়।
৪। ঔষধ তৈরি করা যায়।
৫। মানষিকতা ভালো থাকে।
★ পরিশেষে বলা যায়, অল্প জায়গায় সল্প সময়ে কম পুঁজিতে, অধিক আয়ের উৎস একটি ফুল বাগান। স্কুল লাইফে শুনেছি, সাদা গোলাপ দিয়ে প্রথম পরিচয়, আর লাল গোলাপ দিয়ে ভালোবাসা হয়। তাই সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে সমাপ্ত করছি।
আপনি টাইটেলটি বাংলা লিখুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে ধন্যবাদ সার পোস্টটি দেখার জন্য। টাইটেলটি বাংলায় লিখলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফুলের বাগানের সুন্দর গুরুত্ব তুলে ধরেছেন। তবে আপনার পোস্টের মাধ্যমে একটি বিষয় আমার কাছে ভালো লেগেছে সেটি হচ্ছে নিজে কিছু করার চেষ্টা এবং বসে থাকার চেয়ে কিছু করা ভালো। আপনার জন্য শুভকামনা রইল ভাই। আমার বাংলা ব্লগ ,বাংলা ভাষাভাষীদের জন্য তাই দয়া করে আপনার লেখার টাইটেলটি বাংলায় লিখুন। ধন্যবাদ ভাইয়া
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি সার আপনাকে ধন্যবাদ,টাইটেল বাংলায় লেখছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গোলাপ ফুল পছন্দ করেনা এমন লোক খুব কমই খুঁজে পাওয়া যাবে। বিশেষ করে লাল গোলাপ। আমার কাছে কালো গোলাপ টা বেশি ভালো লাগে। খুবই তথ্যপূর্ণএকটি পোস্ট । গোলাপের ব্যাপারে খুবই বিস্তারিতভাবে আলোচনা করেছেন আপনি। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই পোস্টটিতে মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit