ইলিশ মাছের দোপেঁয়াজা রেসিপি।।১০%বেনিফিশিয়ারি shy-fox এবং ৫% abb-schoolকে বেনিফিশিয়ারি।।

in hive-129948 •  2 years ago 

তারিখ-১৬-০৭-২০২২
বার-শনিবার
আসসালামুয়ালাইকুম/আদাব।কেমন আছেন বন্ধুরা।আশা করি সবাই অনেক ভালো আছেন।আমিও ভাল আছি।আজকে আবার একটি মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।রেসিপিটি হচ্ছে ইলিশ মাছের দোপেঁয়াজা রেসিপি।যেহেতু জাতীয় মাছ হিসেবে তার পরিচিতি, স্বাদে গন্ধেও যেন সেরা। রুপেও যেমন অনন্যা গুনেও তেমনি।সকলেই যেন মাছটি একটু বেশিই পছন্দ করে। তাই আমাদের সোনার বাংলাদেশ ইলিশকে বাংলাদেশের জাতীয় মাছ হিসেবে স্বীকৃতি দিয়েছে। পদ্মার রুপালি ইলিশ আমাদের কাছে বেশি জনপ্রিয়।শুধু বাংলাদেশ বললে ভুল হবে ওপার বাংলা অর্থাৎ আমাদের প্রতিবেশি(বন্ধু)দেশে ও খুবই জনপ্রিয়।

recipejpeg.jpeg

আমি রেসিপিটি করতে যে যে উপকরণ ব্যবহার করেছি নিম্নে দেওয়া হলো-

১।ইলিশ মাছ ৫ পিচ
২।পেঁয়াজ ২ টি বড় সাইজের
৩।রসুন চার কোয়া
৪।শুকনো মরিচ ৪ টি
৫।কাঁচা মরিচ ২ টি
৬।জিরা ১ চা চামচ
৭।হলুদ গুড়া পরিমাণ মতো
৮।লবণ স্বাদমতো
৯।সয়াবিন তেল পরিমাণ মতো
১০।ধনিয়া গুড়া পরিমাণ মতো
১১।পানি পরিমাণ মতো

রেসিপিটি আমি যেভাবে তৈরি করেছি,প্রতিটি ধাপ নিম্নে বর্ণনা করা হলো-

ধাপ-১
প্রথমে ৫ পিচ মাছ নিয়ে নিতে হবে এবং শুকনো মরিচ,রসুন কোয়াগুলো,জিরা,১ টা পেঁয়াজ বেটে এবং একটা কুচি করে কেটে নিতে হবে।

hilsha fishjpeg.jpeg

moshla batajpeg.jpeg

ধাপ-২
মাছের পিচ গুলোকে পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়ে মেখে কড়াই তে পরিমাণমতো সয়াবিন তেল দিয়ে হালকা করে ভেজে নিতে হবে।

oil korai.jpeg

vaja ilishjpeg.jpeg

ধাপ-৩
এবার মাছগুলোকে উঠিয়ে রাখার পর একে একে পেঁয়াজ কুচি,বেটে রাখা মসলা তেলের মধ্যে দিয়ে নাড়তে হবে।

moshla oil.jpeg

ধাপ-8
এবার পরিমাণ মতো পানি দিয়ে একে একে ভেজে রাখা মাছগুলকে দিয়ে দিতে হবে।

pani moshla fish.jpeg

ধাপ-৫
এবার মাছগুলো দেওয়ার কিছুক্ষণ পর২ টি কাঁচা মরিচ ২ফালি করে কেটে দিতে হবে এবং কিছুক্ষণ রান্না করতে হবে।

kacha morich.jpeg

cooking fish.jpeg

ধাপ-৬
এবার ঝোল কমে আসলে চুলাটি অফ করে দিতে হবে।

fish carry.jpeg

ধাপ-৭
এবার একটি পাত্রে রেসিপিটি পরিবেশন করতে হবে।

ready fish carry.jpeg

রেসিপিটি খেতে খুব সুস্বাদু।আপনারা চাইলে এই রেসিপিটি সহজেই করতে পারবেন।রেসিপিটি তে আমি বাটা মসলা ব্যবহার করেছি আপনারা চাইলে গুড়া মসলা ব্যবহার করতে পারেন।উপকরণ পরিমাণ মতো ব্যবহার করেছি আপনারা চাইলে কম বেশি ব্যবহার করতে পারেন।

ধন্যবাদ সবাইকে।আজকের মতো এখানেই শেষ করছি।আমার রেসিপিটির লিখা পড়ে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশই। আবার নতুন রেসিপি নিয়ে আসবো খুব শীঘ্রই।সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সবাই।

রেসিপিটির ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস- রিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার-@rahnumanurdisha

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@tipu curate

ইলিশ মাছের মজাদার রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আপনি খুবই মজাদার রেসিপি তৈরি করেছেন। ইলিশ মাছ আমার খুব প্রিয়। এই রেসিপিটি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে তাই খেতে ইচ্ছা করছে।

ইলিশ মাছ অনেকেরই পছন্দ তবে কাটার জন্য একটু সংকোচবোধ করলেও স্বাদের দিক থেকে সংকচবোধ করা হয় না আমার। যাই হোক অনেক সুন্দর একটি রেসিপি ছিলো ধন্যবাদ।

ইলিশ মাছের দোপেঁয়াজা রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে আপু। ইলিশ মাছ আমার ভীষণ প্রিয়। আপনি অনেক সুন্দর ভাবে ইলিশ মাছের এই রেসিপি তৈরি করে উপস্থাপন করেছেন। ইলিশ মাছের এই মজার রেসিপি আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আপু।

আপনার রেসিপিটি দেখে জিভে জল চলে এসেছে। দেখতে অনেক লোভনীয় লাগছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

ইলিশ মাছের লোভনীয় একটি রেসিপি প্রস্তুত করেছেন। ইলিশ মাছ আমার খুবই ফেভারেট যেকোনোভাবে রেসিপি প্রস্তুত করে খেতে খুব ভালোবাসি । আপনার প্রস্তুত করার রেসিপি দেখে খুব লোভ হচ্ছে খেতে নিশ্চয়ই খুব মজা হবে

খুবই মজাদার একটি ইলিশ মাছের দোপেয়াজা রান্নার রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ।ইলিশ মাছ পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। আপনার এই রেসিপিটা দেখেই জিভে জল এসে গিয়েছে শেয়ার করার জন্য ধন্যবাদ।